নিউজ ডেক্স
আরও খবর
জ্যাম এড়াতে জেনে নিন মঙ্গলবার রাজধানীর কোথায় কোন কর্মসূচি
লালবাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩
পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ!
রাজধানীতে জবি ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২
মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত
শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার
গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুরে মিলল অজ্ঞাত শিশুর লাশ
রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর রহমান পার্কের পুকুর থেকে এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ১১ বছর বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ইউসুফ জানান, বিকেলে খবর পেয়ে তারা পার্কে গিয়ে পুকুরের পানিতে ডুবে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পান। এরপর ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে তার আগেই শিশুটি মারা যায়।
এসআই আরও জানান, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও শিশুটির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার ঠোঁটে ছিল আঘাতের চিহ্ন। পরনে ছিল পাঞ্জাবি ও পায়জামা—যা দেখে ধারণা করা হচ্ছে, সে কোনো মাদরাসার শিক্ষার্থী হতে পারে।
লাশটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।