‘তুমি কুৎসিত নও, তুমি কেবল দরিদ্র’

‘তুমি কুৎসিত নও, তুমি কেবল দরিদ্র’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১১:৩৪ 30 ভিউ
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পুরোনো ও বর্তমান ছবি ভাইরাল হওয়া যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব ছবিতে অনেক সময় তারকাদের অতীত ও বর্তমানের চেহারা, ফিটনেস কিংবা ব্যক্তিত্বের মাঝে যে তফাৎ গড়ে ওঠে, তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। ভক্তরা প্রায়ই বিস্মিত হয়ে প্রশ্ন করেন— খ্যাতি ও অর্থ কি সত্যিই একজন সাধারণ মানুষকে এভাবে বদলে দিতে পারে? সম্প্রতি এমনই এক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে এই আলোচনার সূচনা করেছেন তিনিই। শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন জোভান। একটি ২০১০ সালের, অপরটি ২০২৫ সালের। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুমি কুৎসিত নও, তুমি কেবল দরিদ্র।’ এই একটি বাক্যই যেন তার দুই ছবির ফারাককে আরও স্পষ্ট করে দিয়েছে। ১৫ বছরের ব্যবধানের এই ছবিগুলোতে জোভানের চেহারায় যে পরিবর্তন এসেছে, তা দেখে নেটিজেনরা বেশ অবাক। পুরোনো ছবিতে সাধারণ এক তরুণকে দেখা গেলেও বর্তমান ছবিতে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসী, আকর্ষণীয় এক তারকাকে। এমন পরিবর্তনে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ বলেছেন, ‘পুরোনো জোভানই বেশি সুন্দর ছিলেন।’ আবার কেউ তার ক্যাপশনের সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন, ‘সময়ের সঙ্গে অর্থ ও সাফল্যের প্রভাব সত্যিই মানুষের চেহারা পাল্টে দেয়।’ তবে ভক্তদের মন্তব্যের জবাব দেওয়ার কোনো তাড়না দেখা যায়নি জোভানের মধ্যে। বরং তার পোস্ট থেকে বোঝা যায়, তিনি এই প্রতিক্রিয়াগুলো উপভোগ করছেন। এভাবে নিজের অতীত ও বর্তমানের ছবি প্রকাশ করে জোভান যেন নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। আর তা থেকেই স্পষ্ট, তারকা হতে গেলে শুধু প্রতিভাই নয়, সময় ও পরিস্থিতির সঙ্গে নিজেকে গড়ে তোলার দক্ষতাও গুরুত্বপূর্ণ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ কোটি টাকা আত্মসাৎ, মাল্টিপারপাসের চেয়ারম্যান কারাগারে গুরুদাসপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চরমোনাই পীর টানা বৃষ্টিতে ডুবছে ফেনী শহর ছাদে পোল্ট্রি খামার করে পরিবেশ দূষণের দায়ে খামারিকে জরিমানা গাজীপুরে পালিত হলো দেশের প্রথম ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ উদ্‌যাপন সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত পাবনার আ.লীগ নেতা নজরুল পশ্চিমবঙ্গে গ্রেফতার জেনে নিন অলিভ অয়েলের উপকারিতা ও সংরক্ষণ পদ্ধতি ত্বকের বয়স কমাবেন যেভাবে চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইন অলিম্পিয়াডের ৫ম আসর কমল ডলারের দাম অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অভিমত বড় ধাক্কা খাবে রপ্তানি খাত গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুরে মিলল অজ্ঞাত শিশুর লাশ শাহাজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ২ এআই প্রযুক্তির কল্যাণে ১৮ বছরের বন্ধ্যত্বের অবসান একজনের নামে ১০টির বেশি সিম নয়, কার্যকর ১৫ আগস্ট থেকে সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ চলচ্চিত্র পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ