আজন্ম এক লড়াকু সৈনিক শাহরুখ খান

আজন্ম এক লড়াকু সৈনিক শাহরুখ খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:৩১ 34 ভিউ
সব তারকার যাত্রা লাল গালিচা এবং বিলাসিতা দিয়ে শুরু হয় না। কখনও কখনও এই যাত্রা এতটাই কষ্টকর হয় যে, সেটা সারাজীবন মনে থাকে। বলিউডের তেমনই একজন অভিনেতা শাহরুখ খান। থিয়েটার দিয়ে অভিনয়জীবন শুরু করা এ অভিনেতা চলতি পথে যতটা কষ্ট করেছেন, সেটা বলিউডে অন্য কারও ততটা ছিল না। মুম্বাইয়ের ‘মান্নত’ নামে যে বাংলোতে তিনি থাকেন, সেটার পাশে বসে একসময় স্বপ্ন দেখেছেন, এই বাড়িটি একদিন কিনবেন। আর সেটা করেও দেখিয়েছেন। কিন্তু এই স্বপ্ন পূরণে একসময় কাজের জন্য পরিচালকদের চাও বানিয়ে দিয়েছেন এই সুপারস্টার। তেমনই একটি ঘটনা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে শেয়ার করেছেন নির্মাতা তিগমাংশু ধুলিয়া। বলেছেন, তার সঙ্গে শাহরুখের প্রথম পরিচয় একটি চায়ের কাপ দিয়ে শুরু হয় এবং সেটা খুব একটা চমৎকার সময় ছিল না। সময়টা ছিল ১৯৯৪ সাল। শাহরুখ তখন টিভি সিরিজ ‘ফৌজি’-তে অভিনয় করেন। এই সিরিজের সহকারি পরিচালক ছিলেন তিগমাংশু। একদিন, সিরিজের পরিচালক শেখর কাপুর তরুণ অভিনেতাকে (শাহরুখ) তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। শাহরুখও নির্দিষ্ট সময় উপস্থিত ছিলেন। ওই সময় শেখর কাপুর তার সহকারি তিগমাংশুকে চা বানিয়ে খাওয়াতে বলেন। আর সেটা করতে হবে মাইক্রোওয়েভে। সেসময় যন্ত্রটা নতুন ছিল। আর সেটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতেন না তিগমাংশু। তিনি বলেন, ‘আমি প্রথমবার একটি মাইক্রোওয়েভ দেখেছি। জানিনা কীভাবে কী করতে হবে। তবুও, আমি একটি ভয়ানক চা বানিয়ে শাহরুখ খানকে পরিবেশন করেছি। অবাক বিস্ময়ে দেখলাম, শাহরুখ সেটা বেশ খুশিমনে পান করছেন। আমাদের থ্যাঙ্কস দিচ্ছেন। রান্নাঘরে গিয়ে অবশিষ্ট চায়ের একটু পান করে দেখি, এর চেয়ে জঘন্য চা আমি আমার জীবনেও পান করিনি। অথচ শাহরুখ সেটা কী অবলীলায় পান করে গেল!’ তিগমাংশু আরও যোগ করেন, ‘এটাকেই বলে সত্যিকারের স্ট্রাগল। কঠিন সময়ে বিষও হজম করাই যেন শাহরুখের ধর্ম।’ তিনি বলেন, শাহরুখ হয়তো তখন ভেবেছিল আমি ইচ্ছা করেই ফালতু চা খাইয়েছি তাকে। তিনি আমার উপর বেশ রেগে থাকবেন। কিন্তু এই চায়ের ঘটনার পরেও, আমার এবং শাহরুখের মধ্যে বন্ধন উষ্ণ ছিল। পরবর্তীতে তিগমাংশু একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠেন, আর শাহরুখ খান হয়ে ওঠেন বলিউডের বাদশাহ। এদিকে কাজের সূত্রে শাহরুখ খান বর্তমানে ‘কিং’ নামে একটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। এ সিনেমায় তিনি মেয়ে সুহানা খানকে বড় পর্দায় দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। যদিও ওটিটিতে এরইমধ্যে সুহানার অভিনয়ে অভিষেক হয়ে গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ কোটি টাকা আত্মসাৎ, মাল্টিপারপাসের চেয়ারম্যান কারাগারে গুরুদাসপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চরমোনাই পীর টানা বৃষ্টিতে ডুবছে ফেনী শহর ছাদে পোল্ট্রি খামার করে পরিবেশ দূষণের দায়ে খামারিকে জরিমানা গাজীপুরে পালিত হলো দেশের প্রথম ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ উদ্‌যাপন সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত পাবনার আ.লীগ নেতা নজরুল পশ্চিমবঙ্গে গ্রেফতার জেনে নিন অলিভ অয়েলের উপকারিতা ও সংরক্ষণ পদ্ধতি ত্বকের বয়স কমাবেন যেভাবে চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইন অলিম্পিয়াডের ৫ম আসর কমল ডলারের দাম অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অভিমত বড় ধাক্কা খাবে রপ্তানি খাত গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুরে মিলল অজ্ঞাত শিশুর লাশ শাহাজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ২ এআই প্রযুক্তির কল্যাণে ১৮ বছরের বন্ধ্যত্বের অবসান একজনের নামে ১০টির বেশি সিম নয়, কার্যকর ১৫ আগস্ট থেকে সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ চলচ্চিত্র পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ