ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে ওয়াশিংটন

ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে ওয়াশিংটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১১:২২ 34 ভিউ
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রোমে যুক্তরাষ্ট্র ও তেহরানের আলোচনার মধ্যে ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে ওয়াশিংটন। হুথি বিদ্রোহীদের দাবি, সর্বশেষ হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অন্তত ১২ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা অভিযানের অংশ হিসেবে এ প্রাণহানির ঘটনা ঘটলো বলে দাবি করেছে তারা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই হামলা বা এতে বেসামরিক হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সোমবার (২১) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। হুথি বিদ্রোহীদের দাবি, সানার শু'উব জেলায় ফারওয়া মহল্লার একটি বাজারে বিমান হামলা চালানো হয়। আগেও এই এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুথিদের উপগ্রহ চ্যানেল আল-মাসিরাহ প্রচারিত ফুটেজে দেখা যায়, ক্ষতিগ্রস্ত যানবাহন ও ভবনের ধ্বংসস্তূপের পাশে মানুষের আর্তচিৎকার, একজন শিশুর নিথর দেহ কোলে নিয়ে আহাজারি করছেন অনেকে। আহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রোববার দিবাগত রাতেও যুক্তরাষ্ট্র ইয়েমেনের অন্যান্য অঞ্চলে—অমরান, হোদেইদা, মারিব ও সা’দা প্রদেশেও হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর আগে গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় অন্তত ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হন। এই হামলা এমন সময় চালানো হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রোমে আলোচনা পুনরায় শুরু হয়েছে। ওয়াশিংটন হুথি বিদ্রোহীদের আক্রমণের সঙ্গে তেহরানকে সংশ্লিষ্ট বলে দাবি করে আসছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই হামলা-অভিযান পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটে কৌশলগত বার্তা হিসেবেও দেখা যেতে পারে। কারণ, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে হুথিদের ইরানের সমর্থিত বাহিনী হিসেবে বিবেচনা করে আসছে এবং ইয়েমেনকে মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাব প্রতিরোধের একটি প্রধান ক্ষেত্র হিসেবে দেখছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং এটি দীর্ঘদিন ধরে চলা মধ্যপ্রাচ্য-ভিত্তিক ভূরাজনৈতিক দ্বন্দ্বের একটি অংশ। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের মধ্য দিয়ে হুথিরা তাদের আধিপত্য বিস্তার শুরু করে। ২০২৩ সালের অক্টোবর থেকে, ইসরাইল-গাজা যুদ্ধের জেরে হুথি যোদ্ধারা রেড সি ও আশেপাশের জলপথে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জাহাজগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। হুথিদের দাবি—তাদের হামলা ফিলিস্তিনি জনগণের পক্ষে প্রতিরোধমূলক পদক্ষেপ। এই জলপথ, বিশেষ করে বাব-আল-মান্দেব প্রণালী, বৈশ্বিক পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। হুথিদের হামলায় এই পথ ব্যবহার করা বিপজ্জনক হয়ে উঠলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিশৃঙ্খলা তৈরি হয়। অনেক বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনে তার সামরিক উপস্থিতি বাড়িয়ে তেহরানকে চাপ দিচ্ছে। এদিকে ইরান সরাসরি হুথিদের পক্ষ না নিলেও তাদের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়ে আসছে। ফলে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাতের ঝুঁকি থেকে যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ কোটি টাকা আত্মসাৎ, মাল্টিপারপাসের চেয়ারম্যান কারাগারে গুরুদাসপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চরমোনাই পীর টানা বৃষ্টিতে ডুবছে ফেনী শহর ছাদে পোল্ট্রি খামার করে পরিবেশ দূষণের দায়ে খামারিকে জরিমানা গাজীপুরে পালিত হলো দেশের প্রথম ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ উদ্‌যাপন সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত পাবনার আ.লীগ নেতা নজরুল পশ্চিমবঙ্গে গ্রেফতার জেনে নিন অলিভ অয়েলের উপকারিতা ও সংরক্ষণ পদ্ধতি ত্বকের বয়স কমাবেন যেভাবে চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইন অলিম্পিয়াডের ৫ম আসর কমল ডলারের দাম অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অভিমত বড় ধাক্কা খাবে রপ্তানি খাত গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুরে মিলল অজ্ঞাত শিশুর লাশ শাহাজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ২ এআই প্রযুক্তির কল্যাণে ১৮ বছরের বন্ধ্যত্বের অবসান একজনের নামে ১০টির বেশি সিম নয়, কার্যকর ১৫ আগস্ট থেকে সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ চলচ্চিত্র পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ