কাশ্মীর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

কাশ্মীর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ১১:১৮ 31 ভিউ
জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তানের খবরে জানানো হয়েছে, ভারতের দাবি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ‘অবৈধ ও বাতিলযোগ্য’। শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। শুক্রবার ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলী খান বলেন, ‘ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরকে ‘ইউনিয়ন টেরিটরি’ হিসেবে ঘোষণা দেওয়ার কোনো আইনি বৈধতা নেই।’ তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীর একটি বিবাদিত অঞ্চল, যা জাতিসংঘ স্বীকৃত। এই অঞ্চলের চূড়ান্ত ভবিষ্যৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত। এক প্রশ্নের উত্তরে শাফকাত খান জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পাকিস্তান সম্পর্কে করা মন্তব্যের প্রতি ইসলামাবাদ নজর দিয়েছে। তিনি বলেন, ‘ভারতের নেতৃত্ব পর্যায়ক্রমে যেভাবে পাকিস্তানকে তাদের অভ্যন্তরীণ কথাবার্তায় জড়িয়ে রাখছে, তা অত্যন্ত দুঃখজনক এবং তাদের সীমাহীন আসক্তি প্রকাশ করে।’ শাফকাত খান ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্যকেও কটাক্ষ করেন, যেখানে তিনি বলেছিলেন, পাকিস্তান নিয়ে তিনি ‘মূল্যবান সময় নষ্ট করতে চান না’। মুখপাত্র বলেন, ‘এই মন্তব্যটাই সবচেয়ে বড় বিদ্রূপ।’ ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযোগকে ‘অবিরাম কুৎসা প্রচার’ আখ্যা দিয়ে পাকিস্তানের মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসবাদের শিকার হওয়ার যে মিথ্যা গল্প ভারত ছড়াচ্ছে, তা তাদের নিজেদের মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসবাদে জড়িত থাকার ইতিহাস থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরাতে পারবে না।’ তিনি ভারতকে ‘ভিত্তিহীন দাবি’ বন্ধ করে ৭৭ বছর ধরে চলা জম্মু ও কাশ্মীরে ‘বলপ্রয়োগমূলক দখল’ শেষ করার আহ্বান জানান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ কোটি টাকা আত্মসাৎ, মাল্টিপারপাসের চেয়ারম্যান কারাগারে গুরুদাসপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চরমোনাই পীর টানা বৃষ্টিতে ডুবছে ফেনী শহর ছাদে পোল্ট্রি খামার করে পরিবেশ দূষণের দায়ে খামারিকে জরিমানা গাজীপুরে পালিত হলো দেশের প্রথম ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ উদ্‌যাপন সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত পাবনার আ.লীগ নেতা নজরুল পশ্চিমবঙ্গে গ্রেফতার জেনে নিন অলিভ অয়েলের উপকারিতা ও সংরক্ষণ পদ্ধতি ত্বকের বয়স কমাবেন যেভাবে চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইন অলিম্পিয়াডের ৫ম আসর কমল ডলারের দাম অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অভিমত বড় ধাক্কা খাবে রপ্তানি খাত গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুরে মিলল অজ্ঞাত শিশুর লাশ শাহাজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ২ এআই প্রযুক্তির কল্যাণে ১৮ বছরের বন্ধ্যত্বের অবসান একজনের নামে ১০টির বেশি সিম নয়, কার্যকর ১৫ আগস্ট থেকে সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ চলচ্চিত্র পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ