পাকিস্তানের কাছে হারলেও যেভাবে বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ

পাকিস্তানের কাছে হারলেও যেভাবে বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ১১:১১ 28 ভিউ
পাকিস্তানের বিশ্বকাপ নিশ্চিত। নারী বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দিনে লড়াইটা এখন বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের। শুরুতে জয়ের হ্যাটট্রিক করে বাংলাদেশ আছে সুবিধাজনক অবস্থানে। শেষ দিনে আজ নিগার সুলতানা জ্যোতিরা যদি পাকিস্তানের কাছে হেরেও বসেন, তাহলেও সুযোগ থাকছে বিশ্বকাপে যাওয়ার। পয়েন্ট তালিকায় বাংলাদেশ আছে দুই নম্বরে। তারা ৪ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে, নেট রান রেটটাও বেশ ভালো, +১.০৩৩। তিন আর চারে থাকা আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের সুযোগ শেষ, ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের আশা নেই তাদের। পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজের সুযোগ শেষ হয়ে যায়নি। ৪ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। নেট রান রেটটা অবশ্য বড় বাধা, তাদের নেট রান রেট -০.২৮৩। শেষ ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতার সবচেয়ে দুর্বল দল থাইল্যান্ড, ৪ ম্যাচের ৪টিতেই হেরেছে দলটা। বাংলাদেশ আজ মুখোমুখি পাকিস্তানের। সব ম্যাচ জিতে দলটা আগেই বিশ্বকাপে চলে গেছে। শেষ ম্যাচে তাদের হারাতে পারলে কোনো হিসেবে যেতে হবে না বাংলাদেশকে, সরাসরি চলে যাবে বিশ্বকাপে। ম্যাচটা যদি পরিত্যক্তও হয়, তখনও একই হিসেব। তখন বাংলাদেশের পয়েন্ট তখন হবে ৭, আর উইন্ডিজ থাইল্যান্ডকে হারিয়ে দিলেও তখন উঠে আসতে পারবে ৬ পয়েন্ট পর্যন্ত; তাই বাংলাদেশই যাবে বিশ্বকাপে। বাংলাদেশ যদি হেরেও যায়, তাহলেও একটা সুযোগ থেকে যাচ্ছে। তখন ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে তাকাতে হবে দলকে। এখন পর্যন্ত বাছাইপর্বে একটি ম্যাচও না জেতা থাইল্যান্ড যদি উইন্ডিজকে হারিয়েই দেয়, তাহলে তো কোনো কথাই নেই! বাংলাদেশ বিশ্বকাপে খেলবে তখন। কিন্তু স্বাভাবিকতা ধরে রেখে উইন্ডিজ থাইদের হারালেই চলে আসবে নেট রান রেটের হিসেব। উইন্ডিজ আর বাংলাদেশের ব্যবধানটা এখন অন্তত ২৫০ রানের। উইন্ডিজ সেটা ঘুচিয়ে ফেললে কপাল পুড়বে বাংলাদেশের। এদিকে ধর্তব্যে আসবে বাংলাদেশের হারের ব্যবধান। টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। পাকিস্তান যদি বাংলাদেশের ছুঁড়ে দেওয়া রান ২০ ওভার হাতে রেখে তাড়া করে ফেলে, তখন উইন্ডিজের লক্ষ্য নেমে আসবে ১৫০ রানের জয়। যদি ৩০ ওভার হাতে রেখে পাকিস্তান জেতে, তখন উইন্ডিজকে ১০০ রানে জিতলেই চলবে। যদিও তেমন কিছুর সম্ভাবনা আপাতত কমই মনে হচ্ছে। থাইল্যান্ডের বিপক্ষে যদি উইন্ডিজ পরে ব্যাট করে, তখন তাদের জিততে হবে খুব দ্রুত, বাংলাদেশের ম্যাচ শেষ না হলে উইন্ডিজকে কত ওভারের মধ্যে জিততে হবে, তাও বলা যাচ্ছে না। এত সব হিসাব কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে, যদি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেয়। সে লক্ষ্যেই আজ মাঠে নেমেছেন নিগাররা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ কোটি টাকা আত্মসাৎ, মাল্টিপারপাসের চেয়ারম্যান কারাগারে গুরুদাসপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চরমোনাই পীর টানা বৃষ্টিতে ডুবছে ফেনী শহর ছাদে পোল্ট্রি খামার করে পরিবেশ দূষণের দায়ে খামারিকে জরিমানা গাজীপুরে পালিত হলো দেশের প্রথম ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ উদ্‌যাপন সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত পাবনার আ.লীগ নেতা নজরুল পশ্চিমবঙ্গে গ্রেফতার জেনে নিন অলিভ অয়েলের উপকারিতা ও সংরক্ষণ পদ্ধতি ত্বকের বয়স কমাবেন যেভাবে চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইন অলিম্পিয়াডের ৫ম আসর কমল ডলারের দাম অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অভিমত বড় ধাক্কা খাবে রপ্তানি খাত গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুরে মিলল অজ্ঞাত শিশুর লাশ শাহাজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ২ এআই প্রযুক্তির কল্যাণে ১৮ বছরের বন্ধ্যত্বের অবসান একজনের নামে ১০টির বেশি সিম নয়, কার্যকর ১৫ আগস্ট থেকে সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ চলচ্চিত্র পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ