
নিউজ ডেক্স
আরও খবর

আমির খানের বিয়ে ভেঙে দেন পাকিস্তানি ক্রিকেটার!

আড়ালেই থাকতে চাই, ক্যামেরাম্যান খুঁজে বের করে’

গোল করেই চলেছেন ‘নতুন রাউল’, কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

রোহিতদের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের

শান্তর জায়গায় টেস্ট অধিনায়ক হচ্ছেন কে

টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

পাকিস্তানি খেলোয়াড়দের দলে নেয়ায় হুমকির মুখে শাহরুখ খান
রেফারি লাঞ্ছিত, ঘুমিয়ে আছে বাফুফে!

পাওনা অর্থ পরিশোধ করে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার ওপর মাঠে লাঞ্ছিত হচ্ছেন রেফারি। তবু কোনো প্রতিক্রিয়া নেই বাফুফের। রেফারিদের সম্মান ও দাবি-দাওয়া আদায়ের জন্য বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনেরও নেই কোনো প্রতিবাদ কর্মসূচি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে গত দুই সপ্তাহে রেফারিদের লাঞ্ছিত হওয়ার তিনটি ঘটনা ঘটেছে। গত ৩০ এপ্রিল ফর্টিস মাঠে পিডব্লুডি ও ওয়ারীর ম্যাচের বিরতিতে দেখা যায় কয়েকজন কর্মকর্তাকে রেফারির ওপর চড়াও হতে। ওয়ারী ক্লাবের কর্মকর্তা কবীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
রেফারির সঙ্গে বাজে ব্যবহার করায় প্রথমে হলুদ কার্ড এবং পরে লাল কার্ড দিতে দেখা যায়। সহকারী রেফারির কাছ থেকে পতাকা কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। ওই ঘটনার প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হলেও বাফুফে ওয়ারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।
দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় কিছুদিন পরই গাজীপুরে বিসিএলের আরেক ম্যাচে রেফারি লাঞ্ছনার ঘটনা ঘটে। তবে এসব কিছু ছাপিয়ে যায় রোববার সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির ম্যাচে। রেফারি জিএম চৌধুরীকে খেলা শেষে বেদম প্রহার করা হয়। তিনি মাঠে লুটিয়ে পড়েন।
এরপর আরেক দফা মারের শিকার হন। রেফারিদের সঙ্গে এমন ঘটনা ঘটার সপ্তাহখানেক পেরিয়ে গেলেও এখনো বিচারের কোনো খবর নেই। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘তিনটি ঘটনাই ডিসিপ্লিনারি কমিটির কাছে রয়েছে। তারা বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত শাস্তি কার্যকর করবেন।’
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।