“নিজেদের দিনে যে কোনো দলকে ‘আপসেট’ করতে পারে বাংলাদেশ: স্যান্টনার

“নিজেদের দিনে যে কোনো দলকে ‘আপসেট’ করতে পারে বাংলাদেশ: স্যান্টনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০০ 47 ভিউ
মিচেল স্যান্টনারের সংবাদ সম্মেলনে অনেক কথার ভেতরে একটি লাইন ছিল অহমের প্রকাশ। বাংলাদেশের দিক থেকে দেখলে প্রতিপক্ষকে তাচ্ছিল্য করার মতো কথা। স্যান্টনার বলেছেন, “নিজেদের দিনে যে কোনো দলকে ‘আপসেট’ করতে পারে বাংলাদেশ।” কিউই অধিনায়ক পরক্ষে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বাংলাদেশ এখনও নিয়মিত জেতার মতো দল না। স্যান্টনারের কথা ভুল না হলে পুরোপুরি সত্যিও নয়। বাংলাদেশ গত এক দশকে ওয়ানডে ক্রিকেটে ভালোই খেলছে। স্যান্টনার হয়তো ভুলে গেছেন, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের হারিয়েই সেমিফাইনালে উন্নীত হয়েছিল টাইগার বাহিনী। ২০২৩ সালের ডিসেম্বরে নেপিয়ারে হারের কথাও বেমালুম ভুলে বসে আছেন কিউই অধিনায়ক। হ্যাঁ, এটা সত্য যে, নিউজিল্যান্ডের মতো জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারেনি বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে খুব ভালো ক্রিকেট খেলতে না পারলেও স্বল্প পুঁজি নিয়ে লড়াই করেছে ঠিকই। সে ধারাবাহিকতায় রাওয়ালপিন্ডির ব্যাটিংস্বর্গে নিজেদের পরিকল্পনা মতো খেলতে পারলে জিতে যেতে পারেন নাজমুল হোসেন শান্তরা। টাইগার কোচ ফিল সিমন্সের বিশ্বাস, নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করবে তাঁর দল। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট খেলতে গেছে কোনো প্রকার ওয়ানডে ম্যাচ না খেলে। পাকিস্তান শাহিনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটিও ভালো হয়নি। ভারতের বিপক্ষে টপঅর্ডার ব্যাটারদের ব্যর্থতা ছিল হতাশ করা। এর পরও মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ও জাকের আলী জুটি বেঁধে শোভন স্কোরে নিয়ে গেছেন দলকে। ১১৮ বলে ১০০ রান করেছেন হৃদয়। ২২৮ রানের পুঁজি নিয়েও লড়াই জমিয়েছেন বোলাররা। ভারতের কাছে হারের পর ওয়ানডেতে মেডেন সেঞ্চুরি করা হৃদয় বলেছিলেন, ৩০ রান কম করায় ম্যাচ জেতা সম্ভব হয়নি। সে একই ভুল পাকিস্তানের মাটিতে করতে চান না তারা। রাওয়ালপিন্ডিতে বাজিমাত করতে চান অলআউট ক্রিকেট খেলে। পাকিস্তানের এই ভেন্যুতে ২০০৩ সালে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ২২ বছরের পুরোনো সে রেকর্ড বর্তমান দলের কাছে মূল্যহীন। কারণ সেই দলের কোনো ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না। নাজমুল হোসেন শান্তদের কাছে টাটকা স্মৃতি আছে। এই ভেন্যুতেই গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছেন তারা। নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ভালো কিছু হতেও পারে আজ এক দিনের ম্যাচে। জিম্বাবুয়ের বাইরে বাংলাদেশ যে দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ খেলেছে, তার অন্যতম নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে ৪৫টি ওয়ানডে খেলে ১১ ম্যাচ জিতেছে টাইগাররা। শেষ জয় নিউজিল্যান্ডের মাটিতে ২০২৩ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফি বিবেচনায় নিলে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিল ২০১৭ সালে। ইংল্যান্ডের মাটিতে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ সেঞ্চুরি করেছিলেন জয়ের ম্যাচে। ২০১০ এবং ২০১৩ সালে কিউইদের দেশের মাটিতে বলে-কয়ে হারিয়েছেন সাকিবরা। পাকিস্তানে খেলা হওয়ায় কিছুটা দেশের ফিল পেতে পারে টাইগার বাহিনী। কিউইদের বিপক্ষে একাদশে এক-দুটি জায়গায় পরিবর্তন আনা হতে পারে। কন্ডিশনের কারণে ফাস্ট বোলার নাহিদ রানাকে দেখা যেতে পারে ১১ জনে। সে ক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে মুস্তাফিজুর রহমানকে। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের সঙ্গে জুটি বাঁধতে পারেন রানা। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে লেগি রিশাদ হোসেন খেলতে পারেন। ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেছেন রিশাদ। ব্যাটিং অর্ডার নিয়ে মধুর সমস্যায় আছে টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচে রান করা মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা অনিশ্চিত। কারণ ভারতের বিপক্ষে ১৫৪ রানের জুটি গড়া জাকের বা তাওহিদের যে কোনো একজনকে বাদ দেওয়ার সুযোগ নেই। বিশ্রাম দিতে হলে টপঅর্ডারে হাত দিতে হবে ম্যানেজমেন্টকে। সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম ওপেন করলে অধিনায়ক শান্ত খেলবেন তিন নম্বরে। চার নম্বর জায়গাটি মিরাজের জন্য। হৃদয় পাঁচে খেলেছেন গত ম্যাচে। ছয়ে মুশফিকুর রহিম, সাতে জাকের খেললে বাকি চারজন বোলার। সে ক্ষেত্রে আজও বসে থাকতে হতে পারে মাহমুদউল্লাহকে। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্সকে বেশি শুনতে হয়েছে মাহমুদউল্লাহর খেলা নিয়ে। সিমন্সের উত্তর ছিল, ‘এখনও একাদশ ঠিক হয়নি। অনুশীলন শেষে মিটিং আছে। তার ইনজুরি আপডেট নেওয়ার পর সিদ্ধান্ত।’ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। গ্রুপের তিনটি ম্যাচই জিততে চেয়েছিলেন শান্তরা। ভারতের কাছে হেরে যাওয়ায় বাকি দুই ম্যাচ বাঁচা-মরার লড়াই। সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে টাইগারদের আজ জিততেই হবে। আর হেরে গেলে নিউজিল্যান্ড উন্নীত হবে সেরা চারে। সে ক্ষেত্রে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে টুর্নামেন্ট শেষ করতে হবে টাইগারদের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ৭ নির্দেশনা সুপ্রিম কোর্ট-প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ রামগতিতে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় নিহত বেড়ে ২ নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির রিয়া মনির তালাক-নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম ‘আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলব’— শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি ‘চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার’ এইবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে লড়াই চালিয়ে যাব: কৃষ্ণা বালা রানী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে আবাসন সংকটে ডিএমপি, ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে রাত কাটে পুলিশের স্থলপথে বাংলাদেশের আরও ৪ পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, খুবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি রাবি উপাচার্যের বাসভবনের গেটে তালা দিলেন সাবেক ছাত্রদল নেতা ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু মঙ্গলবার আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, প্রেমের কথা স্বীকার করলেন জয়া