গোল করেই চলেছেন ‘নতুন রাউল’, কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

গোল করেই চলেছেন ‘নতুন রাউল’, কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ | ১০:৫৭ 40 ভিউ
রিয়াল মাদ্রিদ যেন নতুন রাউল গনজালেসের দেখা পেয়েই গেল। দলটির একাডেমি লা ফাব্রিকা থেকে উঠে আসা স্ট্রাইকার গনজালো গার্সিয়া একের পর এক গোল করেই চলেছেন। আজও যেমন করলেন। জুভেন্টাসের বিপক্ষে তার ৫৪তম মিনিটের হেডের একমাত্র গোল রিয়ালকে এনে দিয়েছে ১-০ গোলের জয়। শেষ ষোলোর বৈতরণী তাতে ভর করে পেরিয়ে গেল রিয়াল। চলে গেল কোয়ার্টার ফাইনালে। জাবি আলোনসোর অধীনে প্রথম ম্যাচে হোঁচট খেলেও রিয়াল ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছে। নতুন কোচের অধীনে কিলিয়ান এমবাপ্পের খেলা হয়নি আগের তিন ম্যাচে। অসুস্থতার কারণে তিনি ছিলেন মাঠের বাইরে। নকআউটের প্রথম ম্যাচে সেই এমবাপ্পেও ফিরলেন। ৬৮ মিনিটে বদলি হিসেবে নামেন তিনি। প্রথমার্ধে ম্যাচ ছিল হাড্ডাহাড্ডি। জুভেন্টাসের কোচ ইগর তুদোরের দল শুরুতে ভালো খেললেও শেষ দিকে রিয়াল দাপট দেখায়। জুভেন্টাসের র‍্যান্ডাল কোলো মুয়ানি প্রথমে ভালো সুযোগ পান। গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন তিনি, যা মনে করিয়ে দিচ্ছিল ২০২২ বিশ্বকাপের ফাইনালের শেষ মুহূর্তে তার এমিলিয়ানো মার্তিনেজকে একা পেয়ে যাওয়ার ঘটনাটিকে। সেবার যা হয়েছিল, এবারও তাই হলো। কোলো মুয়ানি গোলের দেখা পাননি আর। তার শট বারের ওপর দিয়ে যায়। এরপর ইয়িলদিজের শট চুয়ামেনির গায়ে লেগে বাইরে চলে যায়। রিয়াল ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে। জুড বেলিংহাম কাছ থেকে শট নিয়ে জুভ গোলকিপার মিশেল দি গ্রেগরিওকে বাধ্য করেন সেভ করতে। এরপর ফেদে ভালভার্দে, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডরা একের পর এক চেষ্টায় জুভে গোলরক্ষকের পরীক্ষা নিতে থাকেন। বিরতির পরও রিয়াল দাপট ধরে রাখে। বেলিংহামের পাস থেকে ভালভার্দের শট সামান্য বাইরে যায়। এরপর বেলিংহামের আরেকটি শট দি গ্রেগরিও রক্ষা করেন। ডিন হাউসেনের শটও তিনি ঠেকিয়ে দেন। শেষমেশ রিয়াল গোল পায় ৫৪ মিনিটে। আলেকজান্ডার-আর্নল্ড ডান দিক থেকে ক্রস করেন এবং গনজালো সেটি হেডে জালে জড়ান। এটি তার টুর্নামেন্টে চার ম্যাচে তৃতীয় গোল। জুভেন্টাসও রিয়ালকে পরীক্ষার মুখে ফেলেছিল। ফ্রান্সিসকো কনসেইকাও নিচু শটে কোর্তোয়াকে সেভ করতে বাধ্য করেন। এর একটু পরেই মাঠে নামানো হয় এমবাপ্পেকে, যা ৬২,১৪৯ দর্শককে উল্লসিত করে। তবে তিনি ফিরেই গোলের দেখা পাননি। ফলে রিয়ালকে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ৭ নির্দেশনা সুপ্রিম কোর্ট-প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ রামগতিতে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় নিহত বেড়ে ২ নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির রিয়া মনির তালাক-নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম ‘আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলব’— শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি ‘চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার’ এইবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে লড়াই চালিয়ে যাব: কৃষ্ণা বালা রানী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে আবাসন সংকটে ডিএমপি, ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে রাত কাটে পুলিশের স্থলপথে বাংলাদেশের আরও ৪ পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, খুবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি রাবি উপাচার্যের বাসভবনের গেটে তালা দিলেন সাবেক ছাত্রদল নেতা ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু মঙ্গলবার আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, প্রেমের কথা স্বীকার করলেন জয়া