নাক ডাকার সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান

নাক ডাকার সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১১:২৩ 50 ভিউ
নাক ডাকা অনেক মানুষের জন্য একটি সাধারণ ব্যাপার। এটি মাঝে মধ্যে অন্যদের জন্য ছোট একটা বিরক্তির কারণ হলেও, কখনো কখনো এটি স্বাস্থ্যগত বড় সমস্যার ইঙ্গিতও হতে পারে। কেন মানুষ নাক ডাকে এবং এর সমাধানে কী করা যায়, সেটা জানা ঘুমের মান উন্নত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘুমের সময় যখন নাক বা মুখ দিয়ে বাতাস যাওয়ার পথ আংশিকভাবে বন্ধ হয়ে যায়, তখন আশপাশের টিস্যুগুলো কাঁপে। সেই কেঁপে ওঠা থেকেই নাক ডাকার শব্দ হয়। অনেক কারণে এমনটা হতে পারে। চলুন জেনে নেই কী কী কারণে এমন হতে পারে। নাক বন্ধ থাকা : সর্দি, অ্যালার্জি বা নাকের হাড় বাঁকা থাকলে ঠিকমতো শ্বাস নেওয়া যায় না। এতে মুখ দিয়ে শ্বাস নিতে হয়, আর তাতেই নাক ডাকার প্রবণতা বেড়ে যায় অনেকের। গলার ও জিভের পেশি ঢিলে হয়ে যাওয়া : অনেক সময় ঘুম গভীর হলে, বা মদ্যপান বা ঘুমের ওষুধ খেলে গলার পেশি খুব ঢিলে হয়ে যায়। তখন শ্বাসনালি কিছুটা বন্ধ হয়ে যায় এবং শব্দ হয়। অতিরিক্ত ওজন : ঘাড়ে বা গলায় চর্বি বেশি থাকলে শ্বাসনালির ওপর চাপ পড়ে, ফলে বাতাস ঠিকমতো চলাচল করতে পারে না। অনেক সময় এ কারণেও নাক ডাকার সমস্যা দেখা যায়। চিত হয়ে ঘুমানো : পিঠের ওপর শুয়ে ঘুমালে অনেক ক্ষেত্রে জিভ পেছনে চলে যায় ও গলা বন্ধ হয়ে যায়। এতেও নাক ডাকার সমস্যা বাড়ে। বয়স বাড়া : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গলার পেশি দুর্বল হয় ও শ্বাসনালি সরু হয়ে যায়, ফলে অনেকের ক্ষেত্রে নাক ডাকা বাড়ে। কখন নাক ডাকা চিন্তার বিষয় মাঝে মধ্যে নাক ডাকা সাধারণ ব্যাপার, এতে চিন্তার কিছু নেই। কিন্তু যদি প্রতিদিন উচ্চ শব্দে নাক ডাকেন, ঘন ঘন ঘুম ভেঙে যায় বা শ্বাস বন্ধ হয়ে আসে তবে সেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামক ঘুমের রোগের লক্ষণ হতে পারে। এ রোগে ঘুমের সময় বারবার শ্বাস বন্ধ হয়ে যায়, ফলে শরীর ঠিকমতো অক্সিজেন পায় না এবং দিনভর ক্লান্তি থাকে। এ ছাড়া মাথাব্যথা বা মনোযোগের ঘাটতিও দেখা দেয়। তাই আপনার নাক ডাকার সমস্যাটি যদি প্রতিদিনের সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নাক ডাকা কমাতে বা বন্ধ করতে কী করা যায়? নাক ডাকা কমানোর বেশ কিছু উপায় আছে। যেমন: ১. দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন - ওজন কমানো - রাতে মদ্যপান বা ঘুমের ওষুধ না খাওয়া - পাশ ফিরে ঘুমানো - প্রতিদিন একই সময়ে ঘুমানো ও জাগা - পর্যাপ্ত পানি পান করা ২. ঘুমের পরিবেশ ঠিক রাখা - ঘরে যেন ধুলাবালি না থাকে, অ্যালার্জি যেন না হয় - শুষ্ক বাতাস থাকলে হিউমিডিফায়ার ব্যবহার করা ৩. নাক বন্ধ থাকলে তার চিকিৎসা - নাকের স্প্রে, নাক পরিষ্কারের জন্য স্যালাইন ব্যবহার - যদি নাকের হাড় বাঁকা থাকে, তাহলে ডাক্তার দেখানো প্রয়োজন ৪. চিকিৎসা পদ্ধতি - যদি স্লিপ অ্যাপনিয়া থাকে, তাহলে বিশেষ মেশিন ব্যবহার করতে হয় যেটা শ্বাস নিতে সাহায্য করে - কিছু ডেন্টাল যন্ত্র আছে, যা জিভ বা চোয়াল ঠিক অবস্থানে রাখতে সাহায্য করে - কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার করা লাগে, বিশেষ করে যদি শ্বাসনালি খুব বেশি সরু হয়ে যায় নাক ডাকা অনেকের কাছে তেমন কিছু না মনে হলেও, এটি একবার ভালোভাবে বুঝে দেখা উচিত। কারণ এটি আপনার ঘুম, শরীরের বিশ্রাম এবং সুস্থতার ওপর বড় প্রভাব ফেলতে পারে। সহজ কিছু অভ্যাস বদলেই অনেক ক্ষেত্রে নাক ডাকা কমে যায়। তবে যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা যে রিপোর্ট ভাগ্য নির্ধারণ করে দেয় বিসিবি সভাপতি ফারুকের গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায় নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয় ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু ‘স্টার লিংকের’ সমান শুল্ক সুবিধা পাচ্ছে বিএসসিএল জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ৭ নির্দেশনা সুপ্রিম কোর্ট-প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ রামগতিতে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় নিহত বেড়ে ২ নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির রিয়া মনির তালাক-নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম