শহিদ জিয়ার নামে স্কুল, হাসিনার আমলে মেলেনি কোনো বরাদ্দ

শহিদ জিয়ার নামে স্কুল, হাসিনার আমলে মেলেনি কোনো বরাদ্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১০:৪০ 33 ভিউ
কুমিল্লার দেবিদ্বারে শহিদ জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে ১৬ বছর ধরে মেলেনি সরকারি বরাদ্দ। শতভাগ এমপিওভুক্ত ও শিক্ষায় গুণগত মানসম্পন্ন ওই বিদ্যালয়টি চরমভাবে বৈষম্যের শিকার হয়েছে। দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা এলাকায় অবস্থিত জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়। স্থানীয়রা জানায়, পতিত সরকারের আমলে উপজেলার সব বিদ্যালয় সরকারি সুযোগ-সুবিধা ও নতুন ভবন পেলেও ব্যতিক্রম দেখা গেছে জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে। বিষয়টি নিয়ে এলাকার শিক্ষার্থী অভিভাবকসহ জনসাধারণের মাঝে ক্ষোভ রয়েছে। জানা গেছে, ১৯৯১ সালে শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা এলাকায় জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ১ একর জমিতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কাশেম উদ্যোক্তা হয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এতে ওই এলাকার প্রায় ১০টি গ্রামের ছেলে-মেয়েরা সহজে শিক্ষা লাভের সুযোগ পায়। শুরুতে টিনের ঘরে ৫ জন শিক্ষক স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীদেরকে পাঠদান করেন। নানা প্রতিবন্ধকতার পর ১৯৯৭ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হলেও শহিদ জিয়ার নামের কারণে মেলেনি কোনো সরকারি বরাদ্দ। বিএনপি ক্ষমতায় আসার পর ২০০৪ সালে দুই কক্ষের একটি দোতলা ভবন বরাদ্দ দেওয়া হয়। এতে কিছু সংখ্যক শিক্ষার্থীর পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা হয়। দিনে দিনে শিক্ষার গুণগত মান ও শিক্ষার্থী বৃদ্ধি পায়। স্থানীয়দের দাবি, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জিয়ার নামের কারণে পুনরায় বিদ্যালয়টি বৈষম্যের শিকার হতে থাকে। উপজেলার ৫২টি বিদ্যালয়ের মধ্যে ৫১টি বিদ্যালয় আধুনিক নতুন ভবন ও নানা সুযোগ-সুবিধা পেলেও চরমভাবে বঞ্চিত হয় মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়। গত ১৬ বছরে ভবন তো দূরের কথা ন্যূনতম টিআর কাবিখা থেকেও বঞ্চিত করা হয়েছে। তাছাড়া শহিদ জিয়ার নাম থাকার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের দায়িত্ব গ্রহণ করতেও অপারগতা প্রকাশ করেন। এতে অনেক কষ্ট করে এ বিদ্যালয়ে শিক্ষকরা পাঠদান ও শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৫ জন শিক্ষক ও ৭১৫ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন। তবে ভবন সংকটের কারণে প্রায়ই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বারান্দা ও খোলা মাঠে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হয়। দীর্ঘদিনের টিনের ঘরটি অনেকটাই জরাজীর্ণ হয়ে আছে। যে কোনো সময় ঝড়ে ভেঙ্গেঙ পড়তে পারে একমাত্র একাডেমিক ভবনটি। এতে স্কুল কর্তৃপক্ষ অনেকটাই চিন্তার মধ্যে রয়েছে। প্রধান শিক্ষক নান্নু মিয়া বলেন, শুধু জিয়ার নামের কারণে আমাদের বিদ্যালয় সরকারি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ভবন সংকটের কারণে ৭১৫ জন শিক্ষার্থীকে পাঠদান করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অগ্রাধিকার ভিত্তিতে যেন এই স্কুলে ভবন বরাদ্দ দেওয়া হয় সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের ভবন বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ কোটি টাকা আত্মসাৎ, মাল্টিপারপাসের চেয়ারম্যান কারাগারে গুরুদাসপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চরমোনাই পীর টানা বৃষ্টিতে ডুবছে ফেনী শহর ছাদে পোল্ট্রি খামার করে পরিবেশ দূষণের দায়ে খামারিকে জরিমানা গাজীপুরে পালিত হলো দেশের প্রথম ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ উদ্‌যাপন সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত পাবনার আ.লীগ নেতা নজরুল পশ্চিমবঙ্গে গ্রেফতার জেনে নিন অলিভ অয়েলের উপকারিতা ও সংরক্ষণ পদ্ধতি ত্বকের বয়স কমাবেন যেভাবে চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইন অলিম্পিয়াডের ৫ম আসর কমল ডলারের দাম অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অভিমত বড় ধাক্কা খাবে রপ্তানি খাত গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুরে মিলল অজ্ঞাত শিশুর লাশ শাহাজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ২ এআই প্রযুক্তির কল্যাণে ১৮ বছরের বন্ধ্যত্বের অবসান একজনের নামে ১০টির বেশি সিম নয়, কার্যকর ১৫ আগস্ট থেকে সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ চলচ্চিত্র পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ