ক্যাটরিনার মন ভেঙে দেন বলিউডের এ জনপ্রিয় অভিনেতা

ক্যাটরিনার মন ভেঙে দেন বলিউডের এ জনপ্রিয় অভিনেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ১০:৩৬ 27 ভিউ
ক্যাটরিনা কাইফ, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যেও তিনি অন্যতম। তার ক্যারিয়ারগ্রাফও অন্য যে কারও চেয়ে আলাদা। শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার এবং অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের সাথে পর্দা ভাগ করে নিয়েছেন একাধিকবার। দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডের বক্স অফিসে তার সাফল্যও চোখে পড়ার মতো। ক্যাটরিনা অত্যন্ত পরিশ্রমী এবং সুশৃঙ্খল অভিনেত্রী। বলিউডে যখন কাজ শুরু করেন তখন হিন্দি জানতেন না। ভাষার উপর নিয়ন্ত্রণের অভাবের কারণে প্রাথমিকভাবে লড়াই করেছিলেন। সেই লড়াইয়ে জয়ীও হয়েছেন। বক্স অফিসে পেয়েছেন ধারাবাহিক সাফল্য। সালমান এবং অক্ষয়ের সঙ্গে তার অন-স্ক্রিন রসায়ন সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। তবে, অক্ষয়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করেননি তিনি। রোহিত শেঠির ‘সূর্যবংশী’তে পুনরায় এক হওয়ার আগে কয়েক বছর ধরে এ অভিনেতার সঙ্গে কাজ বন্ধ করে রেখেছিলেন ক্যাট। যদিও তাদের সম্পর্কে কোনও বিরোধের খবর পাওয়া যায়নি, তবে ক্যাটরিনা একবার বলেছিলেন অক্ষয় কুমারের অদ্ভুত আচরণ তাকে কীভাবে কষ্ট দিয়েছিল। কেন এই দূরত্ব তৈরি হয়েছিল সেটাও এক সাক্ষাৎকারে বলেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘তার সঙ্গে আমি টানা পাঁচ বছর কাজ করেছি। নিশ্চয়ই এই সময়ে সম্পর্কটা অনেক উষ্ণ হওয়ার কথা ছিল। প্রথম বছরে, অক্ষয় এসে ‘হাই, শুভ সকাল, কেমন আছো’ বলতেন এবং আমাকে উষ্ণ আলিঙ্গন করতেন। দ্বিতীয় বর্ষে তিনি কেবল আমার পিঠে হাত বুলিয়ে শুভ সকাল বলতেন। তৃতীয় বর্ষে, তখন কেবল ‘শুভ সকাল, আর চতুর্থ বর্ষে, তিনি কেবল আমার দিকে তাকিয়ে মাথা নাড়তেন। পঞ্চম বর্ষে, তিনি প্রথমেই বলেন, ‘কী কাজ?’ আর কিছুই নয়। এমন নয় তিনি অভদ্র হয়ে উঠেছেন, কিন্তু এটি আমি মেনে নিতে পারিনি।’ অক্ষয়ের সঙ্গে অর্ধডজন সিনেমায় কাজ করেছেন ক্যাটরিনা। তাই তাই এ ধরনের আচরণ তাকে বেশ কষ্ট দিয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে, যখন তিনি এটা করেন তখন আমার কষ্ট হয়, এবং আমি তাকে বলি অন্তত শুভ সকাল বা হাই বলতে অথবা শুধু হাসতে। আমি তাকে জিজ্ঞাসা করি কেন সে এত রেগে আছে। তিনি উত্তর দেন, ‘কে রেগে আছে?’ যখন আমি বলি তুমি, তখন তিনি বলেন ‘বোকার মতো কথা বলো না!’ তিনি আরও বলেন যে, ‘আমি কেমন মানুষ সেটা জানি’ এবং তিনি এমন কিছু করবেন না যার সাথে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এটি আমাকে আরও বেশি কষ্ট দিয়েছে।’ উল্লেখ্য, কাজের ক্ষেত্রে ক্যাটরিনা কাইফকে শেষবার ‘টাইগার-৩’ এবং ‘মেরি ক্রিসমাস’-এ দেখা গিয়েছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! আগামীকাল বৃষ্টি থাকবে কিনা, জানাল আবহাওয়া অফিস পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ শুধু অর্থনৈতিক নয়, রয়েছে ভূ-রাজনৈতিক কৌশলও ভিন্ন চরিত্রে তানিয়া বৃষ্টি পূজায় চমক নিয়ে আসছেন কৌশানী ঘুম থেকে জেগে ওঠার পর যে দোয়া পড়তে বলেছেন নবীজি ভারতে ভার্চুয়াল ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়াকে গুরুত্ব দিচ্ছে নতুন প্রজন্ম এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী সবার : অপর্ণা রায় দাঁত তোলার পরও দেখা দেয় অনেকের সমস্যা বিএমইউতে এআই রোবট দেবে ফিজিওথেরাপি, চালু হচ্ছে আজ জুলাইয়ের ৯ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০, আক্রান্ত ৩২৯৮ মোসাদ্দেক ইস্যু- সরি বলেছেন গাজী আশরাফ ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের জেল শাকিবের নায়িকা হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ফারিণ নারী সঙ্গী প্রয়োজন নয়, এটা অটো থাকে : মারজুক রাসেল রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার ইউক্রেনে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের লামায় ভারি বর্ষণে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা