মোসাদ্দেক ইস্যু- সরি বলেছেন গাজী আশরাফ

মোসাদ্দেক ইস্যু- সরি বলেছেন গাজী আশরাফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:৩৫ 20 ভিউ
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা এক স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু নানা কারণেই জাতীয় দলে সেভাবে সুযোগ মেলে না তার। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পর আবারও আলোচনায় আসেন মোসাদ্দেক। এবার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর করা একটি মন্তব্য বেশ হৈ চৈ সৃষ্টি করে দেশের ক্রিকেটে। মোসাদ্দেককে না রাখার প্রশ্নে তিনি তখন বলেছিলেন, ‘যতক্ষণ দলে মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ নেই।’ ঠিক সেদিন রাতেই নাকি নিজের ভুল বুঝতে পারেন লিপু। দুদিন পরই মোসাদ্দেকের সঙ্গে দেখা হলে ‘সরি’ বলেন তিনি, আজ ক্যান্ডিতে এসেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের প্রধান। তিনি জানান, সেদিন শব্দটা অন্যভাবেই বলতে চেয়েছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অন্যতম সেরা খেলোয়াড় মোসাদ্দেক। একটা সময় জাতীয় দলেও খেলেছেন তিনি। তবে এখন জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়াতে ঠিকই নিজের সেরাটা দেখান। অথচ তার দলে সুযোগ না পাওয়ার পেছনে কারণটা মেহেদী হাসান মিরাজ। একই ধরনের অলরাউন্ডার হওয়াতে মোসাদ্দেককে বিবেচনা করেন না নির্বাচকরা। তারপরও সরাসরি খেলোয়াড়কে তুলনায় ফেলা ঠিক হয়নি বুঝতে পেরেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘ভালো হলো প্রশ্নটা করে…। আপনারা অনেকেই ইউটিউব করেন, সেখানে এডিট করেন নিশ্চয়ই। আমি কলাম লিখতাম, সেখানেও দেখতাম শব্দচয়নে কাটাকাটি ছাড়া লিখতাম না। ওই প্রোগ্রামটা আমি লাইভ করতেছিলাম। ২০-২৫ মিনিটে সবার অগণিত প্রশ্নে অনেক কথাই বলে ফেলেছিলাম। আমি আসলে প্রশ্নের উত্তরেই বলেছিলাম যে, যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই।’ সেদিন রাতেই বিষয়টি বুঝতে পারেন জানিয়ে তিনি বলেন, ‘রাতেই আমি প্রস্তুতি ম্যাচের খেলা দেখতে চট্টগ্রাম যাওয়ার পর ওখানে মনে হলো আমি তিনটা শব্দ ভুল করেছি। বলা উচিত ছিল, যতক্ষণ মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের চান্স অনেক কম…এ তিনটা শব্দে আমার ভুল হয়েছিল। আমি নিজেও জিনিসটা রিয়েলাইজ করেছিলাম- ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। দুদিন পরই মোসাদ্দেকের সঙ্গে দেখা হয়েছিল, আমি তাকে বলেছিলাম আমি এভাবে মিন করিনি। আমি তাকে সরি বলেছি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘুমের মধ্যেই ধর্ষণ- সাবেক এমপির স্ত্রীর বিস্ফোরক অভিযোগ সাগরিকার হ্যাটট্রিকে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ ছয় মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌফিক উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ইইউ ও যুক্তরাজ্যের সমবেদনা পরিচয় শনাক্ত হলে দ্রুত মরদেহ হস্তান্তর, না হলে ডিএনএ টেস্ট উজানে ভারী বৃষ্টি, ফেনীতে বন্যার আভাস দগ্ধ ৫১ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, বেশিরভাগই শিশু: পরিচালক এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই: সাকিব উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন তৌকির : আইএসপিআর চার লাখ টাকায় হজের নিবন্ধন শুরু ২৭ জুলাই নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জানতে জরুরি নম্বর ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে রাজি নন জাপানের প্রধানমন্ত্রী পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ পুরানা পল্টনে ককটেল বিস্ফোরণ গাজীপুরে একদিনে ৩ খুন চট্টগ্রামে বাসে দুর্বৃত্তদের আগুন গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ জনকে গুলি করে মারল ইসরায়েল চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩ যৌথ মহড়া