নতুন বিসিবির অধীনে ক্রিকেটে দেশি কোচদের গুরুত্ব বেড়েছে

নতুন বিসিবির অধীনে ক্রিকেটে দেশি কোচদের গুরুত্ব বেড়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ১১:৪০ 42 ভিউ
নতুন বিসিবির অধীনে ক্রিকেটে দেশি কোচদের গুরুত্ব বেড়েছে। জাতীয় দলের সহকারী কোচ হিসেবে আছেন মোহাম্মদ সালাহউদ্দিন। নারী দলে এখন দেশি কোচদেরই ছড়াছড়ি। এরপর বয়সভিত্তিক পর্যায় ও জাতীয় দলের পাইপলাইন তৈরি করার ক্ষেত্রেও দেশি কোচদের গুরুত্ব বাড়ছে। বাংলাদেশ ক্রিকেটে যখন চলছে দেশি কোচদের গণজোয়ার। তখন সেখানে নিজেকে না দেখতে পেয়ে খানিকটা আক্ষেপই ঝরে পড়ল সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কণ্ঠে। ভবিষ্যতের জন্য দেশি কোচদের প্রস্তুত রাখতে জাতীয় দলের কোচিং প্যানেলের ছায়া কোচিং টিম করার দাবি সুজনের। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের এই কোচ জানিয়েছেন তার সেই ভাবনার কথা। বিসিবি থেকে পদত্যাগ করা সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় প্রধান কোচ যিনি হবেন বাংলাদেশ ক্রিকেটের তার অধীনে আরও একটা ছায়া কোচিং টিম লাগবে। যারা জাতীয় দলের তারা সফরে যাবে। একটা ছায়া কোচিং টিম খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। যারা ফিল সিমন্স বা যিনি প্রধান কোচ থাকবে তার সঙ্গে কাজ করবে বা যিনি ব্যাটিং কোচ বা স্পিন বোলিং কোচ তার সঙ্গে কাজ করে।’ ব্যাখ্যা হিসেবে সুজন বলেন, ‘আপনি যখনই চলে (সফরে) যাবেন তখন ছেলেগুলোকে পরিচর্যা করা গুরুত্বপূর্ণ। আপনাকে মনে রাখতে হবে আপনার ১৫ জনের একটা স্কোয়াড আছে, আরও ১৫ জন খেলোয়াড়কে আপনার তৈরি রাখতে হবে। এর মধ্যে অফ ফর্ম হবে, ইনজুরি হবে অনেক কিছুই হতে পারে।’ জাতীয় দলের কোচিং প্যানেলে তাকে দেখা যাচ্ছে না কেন, সেই প্রশ্নে সুজন বলেন, ‘বিসিবি হয়তো আমাকে যোগ্য মনে করে না সেরকম বড় কোচের ব্যাপারে। আমি ওইটা নিয়ে চিন্তিত না। যদি কোনো সময় ডাকে আমি চিন্তা করব। আমাকে এখনও সেভাবে বলা হয়নি। সত্যি বলতে আমার পেশাটাই কোচিং। এটা গুরুত্বপূর্ণ না। কোচ এখন অনেক তৈরি হচ্ছে বাংলাদেশে। আমরা সবার উপর বিশ্বাস রাখতে পারি, আমাকেই করতে হবে এমন না। তরুণ যারা কোচ এসেছে তারা খুব ভালো করছে। আমার কথা হচ্ছে একটা ছায়া কোচিং প্যানেল তৈরি করা উচিত আসলে।’ নতুন বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন সুজন। বলেন, ‘একটা প্রশ্ন ছিল শামীম পাটোয়ারিকে কেন আমরা কেন্দ্রীয় চুক্তিতে রাখলাম না। এরকম ১৫ জন খেলোয়াড়কে যদি আপনি চুক্তি দিয়ে...তারা বিসিবির সাথে অনুশীলন করবে, জাতীয় দলের শোকেজ অনুশীলন করবে। যখন প্রিমিয়ার লিগ, বিপিএল, প্রথম শ্রেণির সময় এসব খেলবে কিন্তু তারা সবসময় একটা অনুশীলনের মধ্যে থাকবে, স্কাউটিংয়ের মধ্যে থাকবে। তারা কী করছে, তাদের ডায়েট কী হবে তাহলে জাতীয় দলের পরবর্তী লাইন আপ কিন্তু পাবেন।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা যে রিপোর্ট ভাগ্য নির্ধারণ করে দেয় বিসিবি সভাপতি ফারুকের গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায় নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয় ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু ‘স্টার লিংকের’ সমান শুল্ক সুবিধা পাচ্ছে বিএসসিএল জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ৭ নির্দেশনা সুপ্রিম কোর্ট-প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ রামগতিতে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় নিহত বেড়ে ২ নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির রিয়া মনির তালাক-নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম