অধিনায়ক না থেকেও খারাপ খেলেছি, এবার উল্টোটাও হতে পারে

অধিনায়ক না থেকেও খারাপ খেলেছি, এবার উল্টোটাও হতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:৩৬ 56 ভিউ
পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি ২০ সিরিজ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগামী টি ২০ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পাওয়া লিটন দাস সোমবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে জানালেন, বড় কিছু অর্জন করা তার লক্ষ্য। প্রশ্ন : লম্বা সময়ের জন্য নেতৃত্ব পেলেন। লিটন দাস : এটা ইতিবাচক। লম্বা সময়ের জন্য সুযোগ পেলে অনেক কিছু নিয়ে ভাবা যায়। দল কতটা গুছিয়ে নিতে পারি, সেটাই আসল। বিশ্বকাপে ভালো কিছু উপহার দিতে পারব। আমি চাইব আমার হাত ধরে যেন বড় কিছু হয়। আমি সিরিজ জিততে পারি, লক্ষ্য এই একটাই। এখন অনেক দায়িত্ব। পারফর্ম করতে হবে। প্রশ্ন : পাকিস্তান সফর নিয়ে কী ভাবছেন? লিটন : আমাদের চেয়ে বোর্ড এ বিষয়ে ভালো জানে। তারা যদি মনে করে পাকিস্তান এখন খেলার জন্য নিরাপদ, তাহলে আমাদের পাঠাবে। বিসিবি চাইলে আমরা যাব। প্রশ্ন : আপনার নেতৃত্বের প্রশংসা করা হয়। খেলোয়াড় হিসাবে হয় সমালোচনা... লিটন : সবশেষ টি ২০ খেলেছি গত ডিসেম্বরে। এর মধ্যে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। খারাপ সময় যাচ্ছিল। চেষ্টা করেছি বিপিএল, ডিপিএলে। যে কোনো খেলোয়াড় সর্বোচ্চ চেষ্টা করতে পারে। কখনো চেষ্টা করেও সাফল্য পাওয়া যায় না। আবার এমনও হয়, কোনো ক্রিকেটার দু-একটা সিরিজে খারাপ খেলেও কামব্যাক করে। আমি চেষ্টা করব। পারফর্ম করলে দলের জন্য ভালো হবে। প্রশ্ন : অধিনায়কত্ব কি বাড়তি চাপ? অধিনায়ক হিসাবে আপনার রোলমডেল কে? লিটন : অধিনায়কত্ব না করেও আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক। উলটোটাও হতে পারে। নেতৃত্ব পাওয়ায় ভালো খেলতেও পারি। ইতিবাচক-নেতিবাচক দুই-ই থাকবে। সেভাবে আমার কোনো রোলমডেল নেই। প্রশ্ন : অধিনায়ক হিসাবে দল নির্বাচনে আপনার কোনো চাওয়া? লিটন : বাংলাদেশকে যদি এগিয়ে যেতে হয়, সবচেয়ে বড় দায়িত্ব খেলোয়াড়দের। আমরা পারফর্ম করলেই দল এগোবে। প্রথমত, যারা বাংলাদেশের হয়ে খেলে, তাদের ভূমিকা থাকতে হবে। আমরা খেলোয়াড়রা যতটা বিসিবির সঙ্গে যোগাযোগ করব, তার চেয়ে বেশি যোগাযোগ করা দরকার খেলোয়াড়দের সঙ্গে। প্রশ্ন : আপনি কি কোনো বিশেষ ব্র্যান্ডের ক্রিকেট চালু করতে চান? লিটন : কখনো ১৮০ কিংবা ২০০ রান তাড়া করতে হতে পারে, আবার কোনো ম্যাচে ১৪০-১৪৫ রান। আমার লক্ষ্য ম্যাচ জেতা। একজন ব্যাটার একদিন ২০ বলে ৪০ রানও করতে পারে, পরেরদিন ২০ বলে ১৫। আমি চাই খেলোয়াড়রা যেন জয়ের চিন্তা করে। প্রশ্ন : টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নিয়ে কী বলবেন? লিটন : তার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। তিনি টেস্ট সংস্করণকে আক্রমণাত্মক করেছেন। মাঠে আগ্রাসী থাকেন। মাঠের বাইরে দারুণ একজন মানুষ। ভারতের বিপক্ষে খেললে কোহলিকে মিস করব। প্রশ্ন : নেতৃত্ব পাওয়ার পর টিম ম্যানেজমেন্ট থেকে কী বলা হয়েছে? লিটন : টিম ম্যানেজমেন্টের একটা পরিকল্পনা আছে। সেভাবেই আমাকে বলা হয়েছে। চেষ্টা করব সেগুলো যেন ঠিকঠাকমতো করতে পারি। প্রশ্ন : কীভাবে প্রস্তুতি চলছে? লিটন : টানা আন্তর্জাতিক ম্যাচ থাকলে উন্নতির সময় পাওয়া যায় না। ম্যাচের পর ম্যাচ খেললে স্কিলে উন্নতি করার সুযোগ হয় না। এটা একটা বাড়তি সুযোগ। আমরা অনেকদিন ধরে স্কিল নিয়ে কাজ করছি। স্কিল মানে পাওয়ার হিটিং নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা যে রিপোর্ট ভাগ্য নির্ধারণ করে দেয় বিসিবি সভাপতি ফারুকের গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায় নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয় ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু ‘স্টার লিংকের’ সমান শুল্ক সুবিধা পাচ্ছে বিএসসিএল জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ৭ নির্দেশনা সুপ্রিম কোর্ট-প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ রামগতিতে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় নিহত বেড়ে ২ নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির রিয়া মনির তালাক-নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম