রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর: বিমান ভাড়া কমলো, আসছে ডিজিটাল টিকিট সিস্টেম!

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর: বিমান ভাড়া কমলো, আসছে ডিজিটাল টিকিট সিস্টেম!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৩ 37 ভিউ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আজ (১৪ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিমান ভাড়া কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পোস্টে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে লেখা ছিল, "রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর, বিমান ভাড়া কমলো।" ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব ও মালয়েশিয়ার গন্তব্যের জন্য বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনটি শর্ত উল্লেখ করা হয়েছে: ১. এটি নতুন কর্মী ভিসা ও একক যাত্রার টিকিটের জন্য প্রযোজ্য। ২. ভাড়াটি শুধুমাত্র বিএমইটি কার্ডধারী শ্রমিকদের জন্য কার্যকর। ৩. এই বিশেষ ভাড়া আগামী ৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রযোজ্য থাকবে। এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বিমান ভাড়া কমানোর বিষয়টি নিশ্চিত করেন এবং এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি আরও একটি নতুন উদ্যোগের আভাস দেন। তার পোস্টে উল্লেখ ছিল, "এখন সম্ভবত আরেকটা ব্যবস্থা নিতে হবে, তা হচ্ছে সাধারণ মানুষের জন্য বিকাশের মাধ্যমে অনলাইনে টিকিট কেনার সুযোগ সৃষ্টি করা। ইনশাল্লাহ, এটি সম্ভব করার জন্য আমরা চেষ্টা করবো।" বিশেষজ্ঞরা মনে করছেন, বিকাশের মাধ্যমে টিকিট কেনার সুযোগ সৃষ্টি হলে সাধারণ মানুষের জন্য বিমান টিকিট ক্রয় প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক হবে। এ পদক্ষেপ প্রবাসী শ্রমিকদের ভ্রমণ খরচ কমানোর পাশাপাশি টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এসব সিদ্ধান্ত প্রবাসী কর্মীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিমান ভাড়া কমানো এবং বিকাশের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা বাস্তবায়িত হলে এটি প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার সেনা, সর্বাত্মক যুদ্ধের শঙ্কা ‘ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে’ চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে ধস পাচার সম্পদ ফেরাতে কৌশলী সরকার আমেরিকার সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ‘ম্যারাথন অব কলের’ চাপে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হতে পারে চট্টগ্রামে নেই ন্যূনতম প্রস্তুতি ইসরায়েলের হামলায় ইরানে বিমান চলাচল বন্ধ বিএনপি-গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ, বিএনপি অফিস ভাঙচুর ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১ কেউ বেঁচে নেই বলে আশঙ্কা পুলিশের মেডিকেল হোস্টেলে বিমান পড়ে ৫ শিক্ষার্থী নিহত বিধ্বস্তের আগে যে বার্তা পাঠিয়েছিলেন পাইলট ভারতে বিমান দুর্ঘটনায় মোদির বিবৃতি প্রস্তুত হচ্ছে ইসরায়েল, হামলা হতে পারে ইরানে বাবার কবরের পাশে সমাহিত তানিন সুবহা দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি খুলনায় এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়