‘মা’র জন্য কাজলের অপেক্ষা

‘মা’র জন্য কাজলের অপেক্ষা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১১:০৭ 25 ভিউ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম কাজল। মাঝে বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন এ অভিনেত্রী। তার আসন্ন নতুন সিনেমার নাম ‘মা’। এটি একটি হরর সিনেমা। ভারতীয় গণমাধ্যম মতে, এ মুহূর্তে আলোচিত ভারতীয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম এটি। আইএমডিবি’র রিপোর্টে মুক্তিপ্রতিক্ষীত আলোচিত ১০ সিনেমার মধ্যে রয়েছে কাজলের ‘মা’। এটি একটি পৌরাণিক ভৌতিক সিনেমা, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ জুন। এরইমধ্যে সিনেমাটির ট্রেলারও প্রকাশ হয়েছে। আইএমডিবি’র সর্বাধিক প্রত্যাশিত তালিকায় এক নাম্বারে রয়েছে তরুণ মনসুখানির তারকাবহুল সিনেমা কমেডি থ্রিলার ‘হাউসফুল ৫’। এটি ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস তালপাদে, নানা পাতে। দুই নাম্বারে রয়েছে বিজয় কনকমেডালার দক্ষিণী সিনেমা ‘ভাইরাবাম’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩০ মে। তিন নাম্বারে রয়েছে আমির খানের ‘সিতারে জমিন পার’। এটি মুক্তি পাবে ২০ জুন। সিনেমাটি একজন অদ্ভুত বাস্কেটবল কোচের চারপাশে আবর্তিত হয় যাকে প্রতিবন্ধী খেলোয়াড়দের একটি দলকে প্রশিক্ষণ দিতে হয়। সিনেমাটিকে ‘তারে জমিন পার’র সিক্যুয়েল হিসেবে বর্ণনা করা হচ্ছে এবং এতে আমির খান, জেনেলিয়া দেশমুখ এবং দশজন প্রতিভাবান শিশু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। চার নাম্বারে রয়েছে মণি রত্নমের ‘থাগ লাইফ’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৫ জুন। তালিকার পাঁচ নাম্বারে রয়েছে গৌতম তিন্নানুরির ‘কিংডম’। এটি ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তেলেগু এই অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে বিজয় দেবেরকোন্ডা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছয় নাম্বারে রয়েছেন স্মীপ কাংয়ের ‘সৌনকান সৌনকানে ২’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩০ মে। সাত নাম্বারে আছে কাজলের ‘মা। বিশাল ফুরিয়া নির্মিত এ সিনেমার গল্পটি শয়তানের জগৎ থেকে এক মা-মেয়ের, যারা একটি পুরানো প্রাসাদে চলে যায়। কিন্তু গল্পটি ভয়াবহ মোড় নেয় যখন একটি অতিপ্রাকৃত সত্তা তার মেয়েকে নিয়ে যায়, এবং এখন মায়ের উপর নির্ভর করে যে সে তাকে মন্দের খপ্পর থেকে উদ্ধার করতে পারবে কী না। তালিকায় আট নাম্বারে রয়েছে ‘থ্রিবিএইচকে’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৪ জুলাই। নয় নাম্বারে রয়েছে ‘হরি হারা বীর মাল্লু’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১২ জুন। ঐতিহাসিক অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমাটিতে পবন কল্যাণকে ভিরা মাল্লুর ভূমিকায় দেখা যাবে। তালিকায় দশ নাম্বারে রয়েছে ‘কাঁকজুরা’। এটি ওটিটি প্ল্যাটফর্ম সনিলিভে মুক্তি পেয়েছে গতকাল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার হলিউড সিনেমায় শাকিব খান! দেশ ছাড়ার আগে যা বললেন মাহিয়া মাহি ইসরাইলে কেন এতো ভারতীয়, কী করেন তারা ইসরাইলি হামলায় ইরানের ৫ হাসপাতাল ক্ষতিগ্রস্ত ভয়েস অব আমেরিকায় সর্বোচ্চ ছাঁটাই হানিমুনে গিয়ে স্ত্রী আটক, একাই ফিরলেন বর আমরা অত্যাচারিত হয়েছি কিন্তু হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি: রিজভী ভুয়া পরিচয়ে প্রেম, বিয়ে করতে এসে টিকটকার ধরা কাঁচামরিচের কেজি ১০ টাকা যশোর হাসপাতাল টয়লেটে প্রসূতির সন্তান প্রসব ‘আগামীকাল বাঁচব কিনা’ বলার ৩ ঘণ্টা পর যুবকের মৃত্যু মুক্তাগাছায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার আর্জেন্টিনার বোকাকে হারিয়ে দক্ষিণ আমেরিকার দাপট থামাল বায়ার্ন এবার ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো হারিয়ে দিল ইউরোপের চেলসিকেও ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি অবশেষে মুক্তি পেলেন ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিল অর্থ পাচারে রাজনীতিক আমলা ব্যবসায়ী নির্বাচনি বছরে বাড়ে টাকা পাচার গাজায় ইসরাইলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১ বিতর্কিত তিন জাতীয় নির্বাচনের নেপথ্যে ছিলেন যে ৩ সিইসি