চীনের একটি ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু

চীনের একটি ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ১০:০৩ 25 ভিউ
আফ্রিকার দেশ গ্যাবনের ফুটবলার অ্যারন বুপেন্দজার মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে। চীনের একটি ১১ তলা থেকে পড়ে তিনি মারা গেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ফুটবলারের এভাবে চিরবিদায়ের ঘটনাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০২১ আফ্রিকা কাপ অব ন্যাশন্স (আফকন) টুর্নামেন্টে গ্যাবনের হয়ে খেলেছিলেন বুপেন্দজা। সবমিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৫টি ম্যাচ। করেছেন ৮টি গোল। ক্লাব ফুটবলে তিনি আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ছেড়ে তিনি চীনের ক্লাবে যোগ দিয়েছিলেন। সর্বশেষ তিনি চাইনিজ ক্লাব জিজিয়াং এফসি’র হয়ে খেলছিলেন মৃত্যুর আগপর্যন্ত। বুপেন্দজা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন স্বদেশি গ্যাবনের ক্লাব সিএফ মোনানার হয়ে। পরবর্তীতে ফ্রান্স, পর্তুগাল, তুরস্ক, কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন তরুণ এই ফরোয়ার্ড। সংবাদমাধ্যম ‘তুর্কিয়ে টুডে’র বরাতে গোলডটকম জানিয়েছে, অ্যাপার্টমেন্ট ভবনের ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে জিজিয়াং প্রদেশের পুলিশ। দুর্ঘটনা ঘটার সময় বুপেন্দজার সঙ্গে তার ভাই–ও ছিল। ধারণা করা হচ্ছে তাকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ কিংবা পুলিশ কাস্টডিতেও নেওয়া হতে পারে। এত ওপর থেকে পড়ে যাওয়ার ঘটনায় কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না স্থানীয় চাইনিজ প্রশাসন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শোক জানিয়েছেন গ্যাবনের প্রেসিডেন্ট ব্রাইস কোলটেয়ার ওলগুই এবং ফুটবল ফেডারেশন (ফেগাফুট)। ফেগাফুটের বিবৃতিতে বলা হয়, ‘বুপেন্দজা সেরা একজন স্ট্রাইকার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন, ক্যামেরুনে তিনি (আফকন টুর্নামেন্টে) নিজের দক্ষতা দেখিয়েছিলেন। ফেগাফুট এবং গ্যাবানিজ ফুটবল পরিবার তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘তুই পারবি’, তানভীরকে বলেছিলেন মিরাজ বিদেশি লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি দুই কোরীয় তারকার প্রেমের সফল পরিণতি ২৯ দিনে পাঁচ কোটি ছাড়িয়ে ‘উৎসব’ জন্মদিনে ‘ধুরন্ধর’ রূপে দেখা দিলেন রণবীর হাসিনা গত ২ আগস্ট তার আত্মীয়-স্বজনদের খুদেবার্তা দেন: আলাল ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলে আগুন গাজীপুর মহানগর বিএনপির নেতা পাপ্পুসহ ৪ জনকে দল থেকে বহিষ্কার বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু তজুমদ্দিনে আরও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম কয়রায় দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জুলাই সনদ কী, বাস্তবায়ন কীভাবে? গত ২৪ ঘণ্টায় তিনজনের শরীরে করোনা শনাক্ত অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন: শিশুবিষয়ক উপদেষ্টা ‘লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের সেক্রেটারি নাছির’ সফল মিশন শেষে দেশে ফিরলেন নারী ফুটবলাররা হামাস ক্ষমতায় থাকলে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হবে না ইসরাইল: নেতানিয়াহু ইলন মাস্ককে রাজনীতির বিষয়ে যে পরামর্শ দিলেন মার্কিন অর্থমন্ত্রী টেক্সাসে বন্যায় মৃত বেড়ে ৭৮, নিখোঁজ ৪১