ক্লাব বিশ্বকাপে যুদ্ধের কালো ছায়া

ক্লাব বিশ্বকাপে যুদ্ধের কালো ছায়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ | ১১:২৪ 38 ভিউ
গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইরানের হয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে গোল করেছেন মেহদি তারেমি। আগামী বুধবার সকালে ইন্টার মিলানের হয়ে তার মাঠে নামার কথা ক্লাব বিশ্বকাপের ম্যাচে। কিন্তু ম্যাচটিতে তিনি থাকতে পারছেন না নিশ্চিতভাবেই। টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে আছে সংশয়। ইরান থেকে যে বেরই হতে পারছেন না অভিজ্ঞ এই ফরোয়ার্ড! ইরান-ইসরাইল যুদ্ধের কারণে আপাতত ইরানের সব বিমানবন্দরই বন্ধ। সেই যুদ্ধের কালো ছায়া পড়েছে ক্লাব বিশ্বকাপেও। শনিবার তারেমির পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে যায়। লস অ্যাঞ্জেলেসে তাই ইন্টার মিলান স্কোয়াডে যোগ দিতে পারছেন না ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড। এ সংঘাত দীর্ঘমেয়াদি হলে ক্লাব বিশ্বকাপের পরের ম্যাচগুলোতেও তাকে পাবে না ইন্টার। ইতালির কিছু সংবাদমাধ্যম তো নিশ্চিতই করে দিয়েছে, গোটা টুর্নামেন্টেই খেলতে পারবেন না তারেমি। তেহরানের আজাদি স্টেডিয়ামে গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ইরানের ৩-০ গোলের জয়ে একটি গোল করেন তারেমি। ইরান এর মধ্যেই নিশ্চিত করেছে আগামী বছরের বিশ্বকাপে খেলা। পোর্তোতে চার বছর কাটিয়ে গত জুলাইয়ে তিন বছরের চুক্তিতে ইন্টার মিলানে যোগ দেন তারেমি। ইন্টারের সদ্যবিদায়ি কোচ সিমোনে ইনজাগি তাকে খেলিয়েছেন মূলত বদলি হিসাবে। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন তিনটি। ইরানের হয়ে ৯৪ ম্যাচে ৫৫ গোল করে দেশটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে যেভাবে হত্যা করা হয় রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি ৯৮০০ কোটি টাকা খরচের পরও চট্টগ্রাম নগরী ডুবছেই ইতিহাসের সাক্ষী খাসনগর দীঘি সেই শিক্ষা সচিবের পিএসকেও সরিয়ে দেওয়া হলো পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট পাকিস্তানের রেস্তোরাঁয় মিলছে গাধার মাংস সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর