
নিউজ ডেক্স
আরও খবর

শাকিব-বুবলীর সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি, বরং পরিণত হয়ে উঠেছে: চয়নিকা

কারো সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি আসিনি: অপু বিশ্বাস

এবার অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’

এবার নিউইয়র্কে ছেলে ও বুবলীকে নিয়ে ঘুরছেন শাকিব খান

ডালাস চলচ্চিত্র উৎসবে মোশাররফ-জুঁই দম্পতি

কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা ৮ দিনের রিমান্ডে

বাঁধনের সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা
গোবিন্দকে বিয়ে করে বুকে পাথর চাপা দিতে হয়েছিল সুনীতার

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে স্ত্রী সুনীতা আহুজার। বিয়ের পর থেকেই নাকি স্বামীকে সেভাবে পাননি তিনি। এ নিয়ে আক্ষেপ রয়েছে গোবিন্দপত্নী। তবে এত বছরের তাদের সম্পর্কে টিকে রয়েছে কীসের ওপর। আর কোন বিশ্বাসে ভিত্তিতে চলছে তাদের সংসার, সে প্রশ্নের বিস্ফোরক মন্তব্য সুনীতার।
সুনীতা যে খুব সুখে ছিলেন তা নয়। তিনি সাফ জানান, বুকে পাথর চাপা দিয়ে তারকা-পত্নী হওয়া যায়। প্রথম জীবনে গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সবার থেকে। তিনি ভেবেছিলেন— বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে। তবে বছর তিনেকের মাথায় সবাইকে জানান তিনি বিবাহিত।
তারকা-পত্নী হওয়া যে সহজ কথা নয়, তা টের পেয়েছিলেন সুনীতা আহুজা। ৩৭ বছরের দাম্পত্য বলি অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রীর। দীর্ঘ এই সময়ে একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন তারা।
সম্প্রতি সুনীতা জানিয়েছেন, এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না তারা। তাদের ছাদ আলাদা। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা। যদিও বিয়ের পর থেকে স্বামীকে সেভাবে পাননি।
তবে এত বছরের সম্পর্ক কীভাবে টিকে রয়েছে। সুনীতা বলেন, যখন আমার সন্তান হয়, তখন গোবিন্দ বাইরে শুটিং করছে। আমার শাশুড়ি মা সঙ্গে ছিলেন। অত ছোট্ট বাচ্চা নিয়ে বাইরে যাওয়াও যায় না। বুকে পাথর চাপা দিতে হয় আসলে।
তিনি বলেন, যখন তুমি দেখবে, তোমার স্বামী তোমার থেকে বেশি সময় কাটাচ্ছে সহ-অভিনেত্রীর সঙ্গে, তখন বিষয়টি খুবই কষ্টের।
যদিও গোবিন্দ-পত্নী স্বামীকে নিয়ে আত্মবিশ্বাসী— তার স্বামী তেমন খারাপ কিছু কখনো করেননি।
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।