চলতি মৌসুমে ২৮২৮০ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ

চলতি মৌসুমে ২৮২৮০ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:২২ 62 ভিউ
চলতি বছরে বোরো সংগ্রহ অভিযানে ২৮ হাজার ২৮০ মেট্রিক টন সংগ্রহ করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ। সংগ্রহ অভিযানের দুই মাস বাকি থাকতেই লক্ষ্যমাত্রার ৬০ শতাংশের অর্জিত হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন। এ ধান সংগ্রহ অভিযান আগামী ৩১ অগাস্ট পর্যন্ত চলমান থাকবে। চট্টগ্রাম খাদ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পেরে প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা সন্তুষ্ট। ধান সংগ্রহ অভিযান সরাসরি চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে কঠোরভাবে তদারকি করা হচ্ছে বলে জানা গেছে। সেন্ট্রাল স্টোরেজ ডিপো-সিএসডি, লোকাল স্টোরেজ ডিপো-এলএসডি, জেলা ও উপজেলা সমূহে ধান সংগ্রহ করা হচ্ছে। চট্টগ্রাম খাদ্য বিভাগ সূত্র জানায়, অভ্যন্তরীন বোরো সংগ্রহ-২০২৫ মৌসুমে বিভাগ ওয়ারি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বিভাজনে চট্টগ্রাম বিভাগে ৪৫ হাজার ৬৯ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অনুমোদন পাওয়া যায়। পরে ২৫ শতাংশ হিসাবে অতিরিক্তসহ ৪৬ হাজার ৬১৯ লক্ষ্যমাত্রা ধরা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী ৩৬ টাকা কেজি দরে গত ২৪ এপ্রিল থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ধান সংগ্রহের মাত্রা কিছুটা বেড়েছে। বিশেষ করে ধান সংগ্রহের হার। কৃষকরা সরকার নির্ধারিত দরে ধান বিক্রি করতে উৎসাহিত হচ্ছেন। হাটহাজারী উপজেলার কৃষক আবদুল হামিদ জানান, সরকারকে ধান বিক্রি করতে আগের মত ঝামেলা পোহাতে হচ্ছে। ধান নিয়ে গেলেই নিয়ে নিচ্ছেন কর্মকর্তারা। প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের যথাযথ মূল্যায়ন করছেন। প্রশাসন, খাদ্য বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তারা আন্তরিক সহায়তা করছেন। চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়ছার আলী জানান, বোরো সংগ্রহ অভিযান চলমান রয়েছে। ১১ জুন পর্যন্ত ২৮ হাজার ২৮০ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। বর্তমান সরকার বোরো ধান সংগ্রহ মৌসুমে প্রত্যন্ত অঞ্চলের কৃষকের মুখে হাঁসি ফোটানোর লক্ষ্যে প্রতি কেজি ধানের মুল্য ৩৬ টাকা নিধারণ করেছে। এতে কৃষকের ধান সংগ্রহের ব্যাপারে উৎসাহ যেমন বেড়েছে তেমনি দেশের খাদ্যের চাহিদা মেঠাতে আশানুরুপ ফলাফল পাওয়া যাচ্ছে । বোরো ধান সংগ্রহ সফল করার লক্ষ্যে জেলা, উপজেলা ও এলএসডি সমুহে নিদের্শনা ও নিবিড় তদারকির মধ্যে রাখা হয়েছে। কোন অনিয়ম পেলে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে আবাসন সংকটে ডিএমপি, ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে রাত কাটে পুলিশের স্থলপথে বাংলাদেশের আরও ৪ পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, খুবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি রাবি উপাচার্যের বাসভবনের গেটে তালা দিলেন সাবেক ছাত্রদল নেতা ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু মঙ্গলবার আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, প্রেমের কথা স্বীকার করলেন জয়া বিমানে যান্ত্রিক ত্রুটি বাড়ছে, ১৫ দিনে চার ফ্লাইটে ত্রুটি ৪৮তম বিশেষ বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট ইহুদিদের পবিত্র দেয়ালে গণহত্যাবিরোধী গ্রাফিতি প্যারিসে ৫০ বছর পত্রিকা বিক্রি, ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আকবর মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে আগুন, প্রাণ গেল ২ জনের সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে ড. ইউনূসের সঙ্গে খালার দ্বন্দ্বের জেরে ক্ষতির শিকার আমি দুই চিকিৎসককে বাধ্যতামূলক অবসর স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব মেয়েদের আরেক ইতিহাস, প্রথমবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে