দিল্লি থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশি দাবাড়ুকে, বিপাকে রাণী হামিদ!

দিল্লি থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশি দাবাড়ুকে, বিপাকে রাণী হামিদ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:০৪ 65 ভিউ
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিংবদন্তী ক্রীড়াবিদ রাণী হামিদ। ৮২ বছর বয়সে তিনি দাবা খেলতে বিশ্বের নানা প্রান্তে ছুটে বেড়ান। তবে এবার দিল্লির উন্মুক্ত গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টে অংশ নিয়ে তিনি বিপাকে পড়েছেন। বার্ধক্যের কারণে রাণী হামিদ একা বিদেশে কোনো টুর্নামেন্ট খেলেন না। একজন সঙ্গী রাখেন সব সময়। এবার দিল্লি টুর্নামেন্টে তার সঙ্গী ছিলেন দাবাড়ু আছিয়া সুলতানা। আছিয়াকে দিল্লি ইমিগ্রেশন ভারতে প্রবেশের অনুমতি দেয়নি। তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। ঈদের আগের দিন আছিয়া ও রাণী হামিদ দিল্লিতে রওনা হন। আছিয়া রাতে বিমানবন্দরেই ছিলেন। ঈদের দিন সকালে তিনি দেশে ফেরত আসেন। এ নিয়ে আছিয়া আজ বলেন, ‘আমি ও রাণী আন্টি দুই জনই সার্ক ভিসা নিয়ে গিয়েছিলাম। ভারতের ইমিগ্রেশনে আমাকে বলেছে, বিগত সময়ে আমি ভারতে মেডিকেল ভিসায় এসে দাবা টুর্নামেন্ট খেলেছি। এ জন্য আমি প্রবেশ করতে পারব না।’ দাবাড়ু আছিয়া নিজের অবস্থান ব্যক্ত করে বলেছিলেন, ‘মেডিকেল ভিসা আমার ছিল। ঐ সময় ভারতের কাশ্মিরে একটি টুর্নামেন্টও ছিল। কাশ্মিরের টুর্নামেন্ট খেলে আমার ডাক্তার দেখানোর পরিকল্পনা ছিল। ডাক্তার না থাকায় আমি খেলেই চলে আসি। এটি আমি তাদের বলেছি। ভারতের দাবার লোকজনও তাদের এটি বলেছে। এমনও বলা হয়েছে মেডিকেল ভিসায় দাবা খেলা ভুল কিংবা অপরাধ হলে জরিমানা দিতে প্রস্তুত। তারা শুধু বলেছে যে কলকাতা ইমিগ্রেশনে আমার সম্পর্কে ঐ রকম তথ্য রয়েছে তাদের কিছু করার নেই। ফলে আমাকে চলে আসতে হয়েছে।’ আছিয়া সুলতানা বাংলাদেশের দাবা অঙ্গনে খুব পরিচিত নাম নয়। বছর দুই-তিনেক যাবৎ খেলছেন। অনেকটা সৌখিন দাবাড়ু হলেও রেটিং রয়েছে। রাণী হামিদের সঙ্গে শ্রীলঙ্কাও ছিলেন সম্প্রতি। ভারতের এই টুর্নামেন্টেও তার রাণী হামিদের সঙ্গে খেলার কথা ছিল। ঢাকায় ফেরত আসলেও রাণী হামিদ দুর্ব্যবহারের শিকার হওয়ায় তার কষ্ট অনেক, ‘রাণী আন্টির বয়স আশি বছরের বেশি। আমি যাব দেখেই রাণী আন্টি এই টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন। তিনি আমার এই বিড়ম্বনার জন্য অপেক্ষা করেছেন অনেক। তিনি এই বিষয়ে কথা বলতে গেলে তার সঙ্গে বাজে ব্যবহার করা হয়। লাগেজ সংগ্রহ ও অন্য আনুষ্ঠানিকতায় তার অনেক কষ্ট হয়েছে।’ রাণী হামিদের দিল্লির এই টুর্নামেন্ট শেষ করে মুম্বাইয়ে আরেকটি টুর্নামেন্ট খেলার কথা। আছিয়া দেশে চলে আসায় তার মুম্বাইয়ে খেলা আর সম্ভবপর হবে না। রাণী হামিদের দ্রুত সময়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তার ছেলে সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, ‘আম্মার বিদেশে একা থাকা অনেক কষ্ট। আছিয়া মায়ের সঙ্গে কয়েকটি টুর্নামেন্টে সফরসঙ্গী হয়েছে। এখন আছিয়া নেই, মায়ের অনেক কষ্ট হচ্ছে। তিনি ভেঙে পড়েছেন। ভালো খেলতেও পারছেন না। খুব চিন্তায় রয়েছি আমরা।’ রাণী হামিদ উপমহাদেশের একজন কিংবদন্তী দাবাড়ু। আশি বছরের বেশি বয়সও তিনি খেলেন। ভারত, শ্রীলঙ্কা সহ আরো অনেক দেশ বিভিন্ন টুর্নামেন্টে তাকে বিশেষ আমন্ত্রণ জানায়। দিল্লির এই টুর্নামেন্টেই তাকে সকল ব্যয় আয়োজকরাই বহন করেছে। রানী হামিদকে অনেক দেশেই দাবার দূত এবং উঠতি দাবাড়ুদের সামনে আইডল হিসেবে উপস্থাপন করেন। সেই রাণী হামিদের দিল্লিতে বিড়ম্বনায় পড়া এবং আরেক দাবাড়ু আছিয়ার বাংলাদেশে ফিরে আসার বিষয়টি ভারতের শীর্ষ স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া গুরুত্ব সহকারে প্রতিবেদন প্রকাশ করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে যেভাবে হত্যা করা হয় রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি ৯৮০০ কোটি টাকা খরচের পরও চট্টগ্রাম নগরী ডুবছেই ইতিহাসের সাক্ষী খাসনগর দীঘি সেই শিক্ষা সচিবের পিএসকেও সরিয়ে দেওয়া হলো পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট পাকিস্তানের রেস্তোরাঁয় মিলছে গাধার মাংস সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর