২ বার পিছিয়ে পড়েও ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে আটকে দিল বাংলাদেশ

২ বার পিছিয়ে পড়েও ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে আটকে দিল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১০:৫৬ 55 ভিউ
দিনকয়েক আগে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছিল বাংলাদেশ। সে ধারাটা গত রাতেও ধরে রাখল কোচ পিটার বাটলারের দল। এবার ৫৯ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক জর্ডানকেও রুখে দিয়েছে দলটা। দুই গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে ২০২১ সালে সবশেষ দেখায় বাংলাদেশ হেরেছিল। সেটাও আবার ৫ গোলের ব্যবধানে। জর্ডান এখনো বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ৫৯ ধাপ। ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৭৪-এ। সেখানে বাংলাদেশ আছে ১৩৩তম স্থানে। সেই দলের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে। ৫ মিনিটে গোল হজম করে বসে দলটা। স্বাগতিকদের বিপক্ষে এরপর দারুণ লড়েছে বাংলাদেশ। ৪৩ মিনিটে পেয়ে যায় গোলের দেখা। গোলটা করেন শামসুন্নাহার জুনিয়র। প্রথমার্ধটা দুই দল শেষ করে সমতায় থেকে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল হজম করে বসে বাংলাদেশ। ৫৮ মিনিটে স্বাগতিকরা পেয়ে যায় গোলের দেখা। তবে ৮২ মিনিটে বাংলাদশকে এবারও সমতাসূচক গোলের দেখা পাইয়ে দেন শাহেদা আক্তার রিপা। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দল, ঝুলিতে জমা পড়ে ১টি পয়েন্ট। চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশের সামনে এশিয়ান কাপ বাছাইপর্ব অপেক্ষা করছে। সে টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ নারী দল জর্ডানে গিয়েছিল দুটো ম্যাচ খেলতে। ৩১ মে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে দলটা। এরপর দুবার পিছিয়ে পড়ে এভাবে ২-২ গোলের ড্র দলকে এখন দেখাচ্ছে এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নও। ১৮ ফুটবলার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দুবাই সফরে তাদের ছাড়াই গিয়েছিল বাংলাদেশ দল, দুটো ম্যাচেই হেরেছিল দলটা। এবার সেই ১৮ জন থেকে ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র, রুপনা চাকমাদের ডেকেছিলেন বাটলার। সেই দলটাই বাজিমাত করল জর্ডানে। যদিও সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীনরা উপেক্ষিতই রয়ে গেছেন এই দলে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে যেভাবে হত্যা করা হয় রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি ৯৮০০ কোটি টাকা খরচের পরও চট্টগ্রাম নগরী ডুবছেই ইতিহাসের সাক্ষী খাসনগর দীঘি সেই শিক্ষা সচিবের পিএসকেও সরিয়ে দেওয়া হলো পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট পাকিস্তানের রেস্তোরাঁয় মিলছে গাধার মাংস সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর