ঢাকায় পা রাখলেন শমিত সোম

ঢাকায় পা রাখলেন শমিত সোম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১০:৫৪ 50 ভিউ
বাংলাদেশ জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। সেই তিনি দলের হয়ে খেলতে চলে এসেছেন ঢাকায়। আজ সকালে বাংলাদেশে পা রেখেছেন তিনি। আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সে ম্যাচে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী। অভিষেকের অপেক্ষায় আছেন ফাহামেদুল ইসলামও। সে ম্যাচের দিন সকালে ঢাকায় এসে পৌঁছেছেন শমিত। আজ ভোর ৫টা ১০মিনিটে বাংলাদেশে পা রাখেন শমিত। কানাডা প্রবাসী এই ফুটবলার টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় অবতরণ করেন। সুদূর কানাডা থেকে বাংলাদেশে এসেছেন। যার ফলে দেশের হয়ে আজই তার অভিষেক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে কোনো দৈব দুর্বিপাক না ঘটলে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচে যে তিনি থাকছেন, তা বলাই বাহুল্য। হামজা চৌধুরী বা অন্য প্রবাসী ফুটবলারদের চেয়ে শমিত একটু আলাদা। তিনি এর আগে কানাডা জাতীয় দলের হয়েও খেলেছেন। ২০২০ সালের জানুয়ারিতে তিনি বারবাডোস আর আইসল্যান্ডের বিপক্ষে কানাডার হয়ে খেলেছিলেন। তবে এরপরই তিনি দল থেকে ব্রাত্য হয়ে পড়েন। এরপর আর ডাক পাননি দলে। শমিত এরপর সিদ্ধান্ত বদল করেন, কানাডা ছেড়ে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। আজ তিনি ঢাকায় পা রেখেছেন। বিমানবন্দরে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়ে মাঠে নামতে তর সইছে না আমার। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।’ আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে শমিত খেলছেন না, তা কোচ হাভিয়ের কাবরেরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। বলেছেন, ‘যখন আমরা শমিতের কথা ভাবছিলাম, তখনই দলে তার ভূমিকা কী হবে তা তাকে জানিয়েছি। এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে আমাদের মধ্যে। সে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পুরোপুরি তৈরি। তবে লম্বা ভ্রমণ করে সে আসবে, তাকে নিয়ে আমাদের আরও একটু বেশি সতর্ক হতে হবে।’ তবে শমিতের অভিষেক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন, তা একরকম নিশ্চিতই। সে ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শমিত। এ অপেক্ষায় তো বাংলাদেশের ফুটবল ভক্তরাও!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর আগামী ৪ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার ঘোষণা ঢেউয়ের আঘাতে বিপর্যস্ত সেন্টমার্টিন, তছনছ হয়ে গেছে ১১ হোটেল-রিসোর্ট ৪৫০ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান ১৪ হাজার কোটি টাকার উৎস জানতে রিমান্ডে ইউপি চেয়ারম্যান মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক সরাসরি চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, মহাজাগতিক বিস্ফোরণের শঙ্কা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে জাল সনদে সাবেক এমপির স্ত্রীকে নিয়োগ, অধ্যক্ষ হাজতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে