ঢলের পানির তোড়ে ভেঙে গেল সড়ক

ঢলের পানির তোড়ে ভেঙে গেল সড়ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১০:৫৮ 37 ভিউ
চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে হাতিয়ার খালের পাড়সংলগ্ন রোস্তমের পাড়া সড়ক, দক্ষিণ আধুনগর হিন্দুপাড়ায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এছাড়া সিকদারপাড়া গ্রামেও হাতিয়ার খালের পাড় ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। সরেজমিন পরিদর্শনে স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে হাতিয়ার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। চলতি মৌসুমে টানা বর্ষণে পাহাড়ি ঢলের পানি খালে বিপৎসীমা অতিক্রম করলে শুরুতে হাতিয়ার খালের পাড়ে ভাঙন দেখা দেয়। একপর্যায়ে খালপাড় ঘেঁষা রোস্তমেরপাড়া সড়কটির ৪০ থেকে ৫০ ফুট লম্বা সড়ক ভেঙে বিলীন হয়ে লোকালয়ে পানি প্রবেশ করে ঘরবাড়ি ডুবে যায়। অন্যদিকে দক্ষিণ আধুনগর হিন্দুপাড়া গ্রামে হাতিয়ার খালের পাড় ও সিকদারপাড়া গ্রামে পাড় ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে পুরো গ্রাম পানিবন্দি হয়ে পড়ে। স্থানীয় আব্দুর রহমান বলেন, সড়ক ভেঙে সব পানির ধাক্কা আমার বসতবাড়িতে লেগেছে। বাড়িতে পানি প্রবেশ করে এখন বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। চলমান বর্ষণ থাকলে বাড়ি ভেঙে পানির সঙ্গে চলে যাবে। আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, হাতিয়ার খালে পানি বেড়ে যাওয়ায় তিনটি স্পটে পাড় ঘেঁষে রাস্তা ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এছাড়া রুস্তমেরপাড়া সড়কের একাংশ ভেঙে বিলীন হয়ে যায়। যার ফলে স্থানীয়দের জনদুর্ভোগ বেড়েছে। খুব শীঘ্রই মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান বলেন, টানাবর্ষণে আধুনগরের হাতিয়ার খালে ভাঙন বেশি হয়েছে। এছাড়া আধুনগর রোস্তমেরপাড়া সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শুনেছি। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালপাড় মেরামত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে যেভাবে হত্যা করা হয় রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি ৯৮০০ কোটি টাকা খরচের পরও চট্টগ্রাম নগরী ডুবছেই ইতিহাসের সাক্ষী খাসনগর দীঘি সেই শিক্ষা সচিবের পিএসকেও সরিয়ে দেওয়া হলো পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট পাকিস্তানের রেস্তোরাঁয় মিলছে গাধার মাংস সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর