সাকিবের বিশ্বাস, বাংলাদেশ কামব্যাক করবে

সাকিবের বিশ্বাস, বাংলাদেশ কামব্যাক করবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১১:০৯ 37 ভিউ
সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতিমূলক সিরিজটা হেরেছিল বাংলাদেশ। তখনই আঁচ মিলছিল, পাকিস্তান সিরিজে কী হতে চলেছে। শেষমেশ হয়েছেও তাই। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। এবার দলের সামনে হোয়াইটওয়াশের শঙ্কা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৫৭ রানের বড় ব্যবধানে। এই ম্যাচে আরও একবার দলের ব্যাটিং লাইন আপ ধসে পড়েছে রীতিমতো। বাংলাদেশের পক্ষে লড়েছেন স্রেফ তানজিম হাসান সাকিবই। দারুণ এক ফিফটি করে বাংলাদেশের ইনিংসটাকে ভদ্রস্থ একটা রূপ দিয়েছেন তিনি। তবে সেই সাকিবের বিশ্বাস, বাংলাদেশ শেষ ম্যাচে ‘কামব্যাক’ করবে। তবে তার আগে সমস্যার সমাধান চাই। সাকিবের চোখে সে সমস্যাটা হচ্ছে, দ্রুত উইকেট খুইয়ে বসাটা। তিনি বলেন, ‘আসলে উইকেট হিসাব করলে এখানে পিএসএলেও দেখা গেছে ২০০ রান অনেক সহজে হচ্ছে। ২০০ রান তাড়া করার মতোই। প্রথম ম্যাচেও লিটন (দাস) ভাই যতক্ষণ ছিল আমরা ম্যাচে ছিলাম। সমস্যাটা হলো আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলছি। এখানেই ব্যাকফুটে চলে যাচ্ছি।’ তিনি আরও যোগ করেন, ‘এটা অবশ্যই চিন্তার জায়গা। আমরা ম্যাচটা হারতেছি ব্যাক টু ব্যাক উইকেট হারানোর কারণে। সেটাই আমাদের প্রধান সমস্যা। আমাদের রান অটো চলে আসে। যখন ব্যাক টু ব্যাক উইকেট যায় তখন আমরা ম্যাচ থেকে বের হয়ে যাচ্ছি। টি-টোয়েন্টিতে যে দল ১০ উইকেট নিতে পারবে তারাই বেশিরভাগ সময় জিতে। আমি মনে করি উইকেট ধরে খেলা বেশি জরুরি। আমাদের এই জায়গাতে অনেক বেশি মনোযোগ দিতে হবে।’ তবে এই দলের পক্ষে শেষ ম্যাচে কামব্যাক করা অসম্ভব নয়, মনে করেন সাকিব। তিনি বলেন, ‘যারা দলে আছেন সবাই সব জায়গায় প্রমাণিত। আমার মনে হয় তারা হয়তো একটু ছন্দের বাইরে আছে। আমি আমার টিমমেটদের ওপর অনেক বেশি আত্মবিশ্বাস রাখি। আমি আশা রাখি তারা পরের ম্যাচে কামব্যাক করবে। আমি মনে করি, ব্যাটাররা আরও দায়িত্বশীল ব্যাটিং করলে এই উইকেটে ২০০ রান তাড়া করা সম্ভব। জুটি গড়াতে অনেক বেশি মনোযোগ দিতে হবে।’ সিরিজের শেষ ম্যাচ আগামীকাল রোববার মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর আগামী ৪ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার ঘোষণা ঢেউয়ের আঘাতে বিপর্যস্ত সেন্টমার্টিন, তছনছ হয়ে গেছে ১১ হোটেল-রিসোর্ট ৪৫০ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান ১৪ হাজার কোটি টাকার উৎস জানতে রিমান্ডে ইউপি চেয়ারম্যান মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক সরাসরি চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, মহাজাগতিক বিস্ফোরণের শঙ্কা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে জাল সনদে সাবেক এমপির স্ত্রীকে নিয়োগ, অধ্যক্ষ হাজতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে