মোস্তাফিজের রেকর্ডের রাতে মাথা উঁচু করে বিদায় দিল্লির

মোস্তাফিজের রেকর্ডের রাতে মাথা উঁচু করে বিদায় দিল্লির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১১:০০ 42 ভিউ
আইপিএলে শেষ বেলায় ডাক পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। যেটুকু সুযোগ পেলেন, লুফে নিলেন দুই হাতে। আজ নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে তুলে নিলেন ৩ উইকেট। ভেঙে দিলেন সাকিব আল হাসানের রেকর্ড। তাতে তার দলও তুলে নিয়েছে ৬ উইকেটের দারুণ জয়, আইপিএল থেকে বিদায় নিয়েছে মাথা উঁচু করেই। জয়পুরের মানসিং স্টেডিয়ামে আজ মোস্তাফিজ তার খাতা খুলেছেন ভারতের তরুণ সেনসেশন প্রিয়াংশ আর্যর উইকেট তুলে নিয়ে। এরপর ডেথ ওভারে শশাঙ্ক সিংকে বিদায় করেন তিনি। শেষ ওভারে আবারও মোস্তাফিজ এলেন দৃশ্যপটে, তুলে নিলেন মার্কো ইয়ানসেনের উইকেট। ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। দলের বাকি বোলাররা যখন নিদেনপক্ষে ৯ করে রান দিয়েছেন ওভারপ্রতি, মোস্তাফিজ সেখানে রান দিয়েছেন ৮.২৫ করে। এই ইনিংসে ৩ উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ। আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সফলতম বোলার ছিলেন সাকিব। ৭০ ইনিংসে বল করে ৬৩ উইকেট নিয়েছিলেন তিনি। আজ ম্যাচ শুরুর আগে মোস্তাফিজের উইকেট ছিল ৫৯ ইনিংসে ৬২টি। আজকের তিন উইকেট নিয়ে ৬০ ইনিংসে ৬৫ উইকেট হয়ে গেল তার। কেড়ে নিয়েছেন সাকিবের রেকর্ড। মোস্তাফিজের রেকর্ডের ম্যাচে বাকি বোলাররা ছিলেন বেশ ম্লান। ওভারপ্রতি রান দিয়েছেন দশের কাছাকাছি করে। ফলে শ্রেয়াস আইয়ারের ৫৩ আর মার্কাস স্টয়নিসের ১৬ বলে ৪৪ রানের ক্যামিওতে ভর করে পাঞ্জাব কিংস করে ফেলে ৮ উইকেটে ২০৬ রান। জবাবে দিল্লি ক্যাপিটালস শুরু থেকেই আস্কিং রেটকে পাল্লা দিয়ে ব্যাট করেছে। নিয়মিত বিরতিতে উইকেট খোয়ালেও টপ অর্ডারের প্রত্যেক ব্যাটার রান করেছেন নিদেনপক্ষে ১৫০ স্ট্রাইক রেটে। শেষ দিকে ২৫ বলে ৫৮ রানের ইনিংস ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের বিশাল এক জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর আগামী ৪ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার ঘোষণা ঢেউয়ের আঘাতে বিপর্যস্ত সেন্টমার্টিন, তছনছ হয়ে গেছে ১১ হোটেল-রিসোর্ট ৪৫০ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান ১৪ হাজার কোটি টাকার উৎস জানতে রিমান্ডে ইউপি চেয়ারম্যান মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক সরাসরি চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, মহাজাগতিক বিস্ফোরণের শঙ্কা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে জাল সনদে সাবেক এমপির স্ত্রীকে নিয়োগ, অধ্যক্ষ হাজতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে