প্রতারণার মাধ্যমে প্রবাসীর তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রতারণার মাধ্যমে প্রবাসীর তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ১১:১৪ 42 ভিউ
শাহপরাণ থানাধীন পীরেরচকে প্রতারণার মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসীর ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী প্রবাসী আব্দুল নূর জানান, তার নিকট আত্মীয় হওয়ার সুবাদে পীরেরচকের মৃত ইব্রাহিম আলীর পুত্র শামীম মিয়া, কালা মিয়া, মজির মিয়া, সুনু মিয়া চতুরিপনার আশ্রয় নিয়ে টাকা আত্মসাত করেছে। এখন ভুয়া দলিল তৈরি করে তার বাড়ি ঘর দখলের পাঁয়তারা করছে। গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে প্রবাসী আব্দুল নূর অভিযোগ করে বলেন, তার বৃদ্ধ মা সুরেতুন নেছা লন্ডন থেকে দেশে আসা যাওয়ার সুবাদে শামীম মিয়া ও তার ভাইয়েরা ভুল বুঝিয়ে সম্পত্তি ক্রয় করার কথা বলে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়। টাকা গ্রহণের ১০ বছর অতিবাহিত হলেও এই টাকায় তাদের নামে কোন সম্পত্তি ক্রয় করা হয়নি। বরং ওই টাকায় তারা নিজেরা লাভবান হয়েছে। আগে তাদের আর্থিক সামর্থ্য না থাকলেও এখন নিজেদের নামে জমি ক্রয় করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল নূর জানান, তিনি এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে নালিশ করেও প্রতিকার পাননি। শামীম ও তার সহযোগীরা আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে শাহপরাণ থানাকে ম্যানেজ করে এমন অপরাধ কর্মকান্ড চালাচ্ছে। সম্প্রতি তার বসতবাড়ী দখলের উদ্দেশ্যে জাল দলিল ও তার বৃদ্ধ মায়ের স্বাক্ষর জাল করে জাল পাওয়ার অব এটর্নি তৈরি করেছে। অথচ, তার মা কোন আমমোক্তার দেননি বা কোন জমিও বিক্রি করেননি। তারা জাল দলিল সঠিক দাবি করে জাল নামজারি করিয়েছে। স্বত্ব মোকদ্দমা (নং ৫১০/২২) এর প্রেক্ষিতে সদর আদালত সিলেট তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে তারা আদালতের আদেশও অমান্য করে। আব্দুল নূর জানান, শামীম ও তার সহযোগীরা এখন তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। গত ৩০ এপ্রিল তার ওরপ তারা হামলা চালিয়েছে। এমতাবস্থায় জান মালের নিরাপত্তায় তিনি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাশহুদ আহমদ চৌধুরী মহসিন অ্যাডভোকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে যেভাবে হত্যা করা হয় রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি ৯৮০০ কোটি টাকা খরচের পরও চট্টগ্রাম নগরী ডুবছেই ইতিহাসের সাক্ষী খাসনগর দীঘি সেই শিক্ষা সচিবের পিএসকেও সরিয়ে দেওয়া হলো পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট পাকিস্তানের রেস্তোরাঁয় মিলছে গাধার মাংস সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর