জাহানারা অস্ট্রেলিয়ায়, সুবিচার চান রুমানা

জাহানারা অস্ট্রেলিয়ায়, সুবিচার চান রুমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১১:১৫ 52 ভিউ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুমানা আহমেদের ইংরেজিতে লেখা ৬৪ শব্দের একটি পোস্টে যুগপৎ রাগ-ক্ষোভ-হতাশার বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার সেই পোস্টে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অলরাউন্ডার তিন বছর তাকে ব্রাত্য করে রাখার সুবিচার চেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাব্যক্তিদের (তার ভাষায় শ্রদ্ধেয় অভিভাবক) কাছে তিনি চান চূড়ান্ত বিহিত। রুমানা লিখেছেন, ‘আমি খেলি কিংবা না খেলি, এভাবে অনৈতিকতা ও নৈরাজ্য চলতে পারে না।’ কোনো কারণ ছাড়া তিন বছর তাকে দলের বাইরে রাখা নিছক কৌতুক নয়, এও লিখেছেন খুলনার এই ডান-হাতি অলরাউন্ডার। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত রুমানা বাংলাদেশের হয়ে শেষবার খেলেছেন গত বছর জুলাইয়ে শ্রীলংকায় টি ২০ এশিয়া কাপে। ‘আমার রেকর্ড বলে দেয় যে, আমি কখনো বাজে ক্রিকেট খেলিনি। কখনো কোনো অনৈতিক কাজও করিনি। দলের একজন সিনিয়র খেলোয়াড় হওয়া কখনো অভিশাপ হতে পারে না,’ তার বাক্যবিন্যাসে ক্ষোভ-হতাশা স্পষ্ট। সবশেষে রুমানা লিখেছেন, ‘যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে, আমি নিশ্চিতভাবে তার ন্যায়বিচার চাই।’ এ বিষয়ে রুমানা কাল বলেন, ‘তিন বছর ধরে খুলনা ও ঢাকায় একা অনুশীলন করছি। বিসিবির ইনডোরে প্র্যাকটিসের সুযোগ পাই না। আমরা নারী ক্রিকেটাররা নিজেদের প্রমাণের সুযোগ পাই শুধু দুটি ঘরোয়া আসরে-জাতীয় লিগ ও প্রিমিয়ার লিগ। এই সীমিত সুযোগ সত্ত্বেও আমি লড়াই চালিয়ে যাচ্ছি একা। দুঃখ পাই যখন এত প্র্যাকটিস করেও সুযোগ পাই না।’ এই বিষয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘আসলে, ফেসবুকের পোস্ট নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না।’ এদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম অস্ট্রেলিয়া প্রবাসী হয়েছেন। ঘনিষ্ঠজনদের কাছে তিনি বলে গেছেন, তাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি দেশ ছেড়েছেন। জাহানারা বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। বিসিবির একটি সূত্র জানায়, যাওয়ার সময় জাহানারা বলে গেছেন, তিনি মানসিক অবসাদে ভুগছেন। তিন-চার মাস পর ফিরবেন। কিন্তু ছয় মাস কেটে গেলেও তিনি ফেরেননি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে যেভাবে হত্যা করা হয় রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি ৯৮০০ কোটি টাকা খরচের পরও চট্টগ্রাম নগরী ডুবছেই ইতিহাসের সাক্ষী খাসনগর দীঘি সেই শিক্ষা সচিবের পিএসকেও সরিয়ে দেওয়া হলো পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট পাকিস্তানের রেস্তোরাঁয় মিলছে গাধার মাংস সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর