আদালতের নির্দেশের পরও বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না পিডিবি

আদালতের নির্দেশের পরও বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না পিডিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ১১:০৩ 33 ভিউ
চট্টগ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে। এমনকি ভুক্তভোগী গ্রাহকরা আদালতের নির্দেশ পালন করতে কর্মকর্তাদের অনুরোধ করলে তাদের নাজেহাল করা হয়। মঙ্গলবার বিকালে স্টেডিয়াম এলাকায় অবস্থিত পিডিবির নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগে এ ঘটনা ঘটে। এদিকে আদালতের নির্দেশ অমান্য ও গ্রাহকদের নাজেহাল করার প্রতিবাদে গ্রাহকরা কয়েক ঘণ্টা অনশন পালন করেন। আদালত সূত্র জানায়, জামালখান এলাকায় কয়েকজন ব্যবসায়ী ১৯৭৬ সাল থেকে পিডিবির কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। গত বছরের ১৫ ডিসেম্বর পিডিবির কর্মকর্তারা প্রতিষ্ঠানের ভাড়া বাড়ানোর জন্য ভাড়াটিয়াদের নোটিশ দেন ব্যবসায়ীরা। পিডিবির কর্মকর্তারা ৯ হাজার টাকার ভাড়াটিয়াকে ৩০ হাজার টাকা, আর ৪ হাজার টাকার ভাড়াটিয়াকে ২০ হাজার টাকা করার দাবি করেন; কিন্তু ভাড়াটিয়া পিডিবি কর্মকর্তাদের দাবি মেনে নেয়নি। ভাড়াটিয়া চলতি বছরের ২৭ জানুয়ারি চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ ১ম আদালতে তিনজনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ২ ফেব্রুয়ারি পিডিবির কর্মকর্তারা কোনো কারণ ছাড়াই তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিষয়টি আদালতে নজরে আনা হয়। গত সোমবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র সহকারী সদর (১ম আদালত) আদালতের বিচারক মোহাম্মদ কফিল উদ্দিন ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করার আদেশ দেন। আদালত আদেশে উল্লেখ করেছেন- বাদী ও বিবাদীর স্বীকৃত মতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন। সুতরাং বিদ্যুৎ সংযোগের দরখাস্ত মঞ্জুর করা হলো। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করার জন্য নির্বাহী প্রকৌশলীকে বিদ্যুৎ এর লাইন প্রদান করা এবং মিটার সচল করার জন্য নির্দেশ প্রদান করা হলো। মঙ্গলবার বিকালে গ্রাহকরা আদালতের আদেশ নিয়ে নগরীর স্টেডিয়াম এলাকা অবস্থিত পিডিবির নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগে গেলে কর্মকর্তারা তাদের নাজেহাল করেন। তাদের অফিস থেকে বের করে দেন কর্মকর্তারা। তাদের ভয় দেখাতে কোতোয়ালি থানা থেকে পুলিশ আনা হয়। এ সময় নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভুক্তভোগীরা জানিয়েছেন। তাসলিমা আক্তার ডলি বলেন, নির্বাহী প্রকৌশলী সাফ জানিয়ে দিয়েছেন, তারা আদালতের নির্দেশ মানবেন না। নির্বাহী প্রকৌশলীসহ তার অধীনস্ত কর্মকর্তারা আমাদের নাজেহাল করেছেন। কোতোয়ালি থানা থেকে পুলিশ এনেছেন। এ কারণে আমরা অনশন করছি। নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ আমাকে মানতেই হবে। আদালতের নির্দেশ মানার আরও সময় রয়েছে। ২৪ ঘণ্টা বুধবার সকাল ১০টা পর্যন্ত রয়েছে বলে দাবি করেন। তিনি আরও বলেন, গ্রাহকদের আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ। যেহেতু এটা কেপিআইভুক্ত এলাকা। এখানে বিদ্যুতের একটি সাবস্টেশন রয়েছে। তাই পুলিশ কল করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার ভারত আসতে রাজি নয়, ২৪ জুলাই ঢাকায় এসিসি সভা হবে তো? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! আগামীকাল বৃষ্টি থাকবে কিনা, জানাল আবহাওয়া অফিস পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ শুধু অর্থনৈতিক নয়, রয়েছে ভূ-রাজনৈতিক কৌশলও ভিন্ন চরিত্রে তানিয়া বৃষ্টি পূজায় চমক নিয়ে আসছেন কৌশানী ঘুম থেকে জেগে ওঠার পর যে দোয়া পড়তে বলেছেন নবীজি ভারতে ভার্চুয়াল ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়াকে গুরুত্ব দিচ্ছে নতুন প্রজন্ম এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী সবার : অপর্ণা রায় দাঁত তোলার পরও দেখা দেয় অনেকের সমস্যা বিএমইউতে এআই রোবট দেবে ফিজিওথেরাপি, চালু হচ্ছে আজ জুলাইয়ের ৯ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০, আক্রান্ত ৩২৯৮ মোসাদ্দেক ইস্যু- সরি বলেছেন গাজী আশরাফ ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের জেল শাকিবের নায়িকা হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ফারিণ নারী সঙ্গী প্রয়োজন নয়, এটা অটো থাকে : মারজুক রাসেল রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার