দেম্বেলের গোলে ‘প্রতিশোধ’, আর্সেনালকে হারিয়ে এগিয়ে পিএসজি

দেম্বেলের গোলে ‘প্রতিশোধ’, আর্সেনালকে হারিয়ে এগিয়ে পিএসজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ১০:৫৪ 25 ভিউ
দুই দল এর আগে আরও একবার মুখোমুখি হয়েছিল এবারের চ্যাম্পিয়ন্স লিগে। সে লড়াইয়ে শেষ হাসিটা আর্সেনালই হেসেছিল। তবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে এসে আলোটা কেড়ে নিল পিএসজি, লিগ পরবের সে হারের প্রতিশোধটা নিলেন উসমান দেম্বেলে, করলেন দারুণ এক গোল। গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমা যা করেছেন, এরপর তাকেও পার্শ্বচরিত্র হিসেবে দেখা যায় না। দুজনের কৃতিত্বের মিশেলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে পিএসজি। তাতে ফাইনালের পথে এক ধাপ এগিয়েও গিয়েছে দলটা। দুই দলকে আলাদা করে দিয়েছে যে গোলটা, সেটা একটু আলসেমি করে থাকলে মিসও করে থাকতে পারেন আপনি। গোলটা হয়েছে ম্যাচের ৪ মিনিটের মাথায়। এমিরেটসে তখনও হয়তো দর্শকরা ধাতস্থ হয়ে বসতে পারেননি, আপনিও হয়তো টিভি বা পিসি অন করে খেলাটা দেখতে শুরুও করতে পারেননি। গোলের পাশে নামটা উসমান দেম্বেলের। তবে চলতি মৌসুমের ব্যালন ডি’অরের আলাপে থাকা এই ফরোয়ার্ড নন, গোলের মূল কৃতিত্বটা দিতে হবে খিচা কাভারাৎস্খেলিয়াকে। বাম পাশ ধরে আক্রমণে উঠে এসে ডিফেন্ডার টেনে এনেছেন নিজের কাছে, রক্ষণরেখার নিচে অনেকটা ফাঁকায় দাঁড়ানো দেম্বেলেকে খুঁজে পেয়েছেন এরপর। বাকি কাজটা করেছেন ফরাসি ফরোয়ার্ড। দুই মৌসুম আগে পিএসজিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ড এরপর বাম পায়ের দারুণ এক শটে পরাস্ত করেন স্বাগতিক গোলরক্ষক দাভিদ রায়াকে। ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। আর্সেনাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেমন ছড়ি ঘুরিয়েছিল, কাল নিজেদের মাঠে যেন রইল তার ছায়া হয়ে। পুরো ম্যাচে শট করতে পারল পাঁচটা, তাও আবার সেভ করলেন গোলরক্ষক ডনারুমা। পিএসজি রক্ষণেও খাবি খেয়েছে আর্সেনাল। একবার অবশ্য জালে জড়িয়েছিল বল। আগের রাউন্ডে জোড়া ফ্রি কিক গোল করে আলো কেড়ে নেওয়া ডেকলান রাইস গতকালও চলে এসেছিলেন আলোচনায়। তার দারুণ ফ্রি কিক থেকে পিএসজির জালে বল পাঠিয়েছিলেন মিডফিল্ডার মিকেল মেরিনো, আনন্দে ভাসিয়েছিলেন এমিরেটসে হাজির স্বাগতিক দর্শকদের। তবে বাধ সাধল সেমি অটোমেটেড প্রযুক্তি। সঙ্গে সঙ্গেই জানান দিল, বলে মাথা ছুঁইয়েছেন যখন, মিকেল মেরিনো তারও অনেক আগেই ছিলেন অফসাইডে। গোলটা হিসেবে এলো না যার ফলে। হাঁফ ছেড়ে বাঁচে পিএসজি। অধরা সে গোলটা পেতে পিএসজি হন্যে হয়ে আক্রমণ শানিয়েছে। একের পর এক আক্রমণ গিয়ে থেমে গেছে ডনারুমার কাছে। শেষ দিকে অবশ্য গোল হজমও করে বসতে পারত আর্সেনাল। ব্র্যাডলি বারকোলা ৮৩ মিনিটে আক্রমণে উঠে এসে আর্সেনাল গোলরক্ষককে একাই পেয়ে গিয়েছিলেন। এরপর তিনি যে শটটা নিলেন, তা লক্ষ্যের বাইরে দিয়ে বেরিয়ে গেল। আরেক বদলি গনসালো রামোসের শট গিয়ে লাগে বারপোস্টে। ফলে পিএসজি গোল পায়নি আর। আর ব্লকবাস্টার দ্বিতীয় লেগের আভাস দিয়ে শেষ হয় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লড়াইটা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার ভারত আসতে রাজি নয়, ২৪ জুলাই ঢাকায় এসিসি সভা হবে তো? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! আগামীকাল বৃষ্টি থাকবে কিনা, জানাল আবহাওয়া অফিস পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ শুধু অর্থনৈতিক নয়, রয়েছে ভূ-রাজনৈতিক কৌশলও ভিন্ন চরিত্রে তানিয়া বৃষ্টি পূজায় চমক নিয়ে আসছেন কৌশানী ঘুম থেকে জেগে ওঠার পর যে দোয়া পড়তে বলেছেন নবীজি ভারতে ভার্চুয়াল ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়াকে গুরুত্ব দিচ্ছে নতুন প্রজন্ম এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী সবার : অপর্ণা রায় দাঁত তোলার পরও দেখা দেয় অনেকের সমস্যা বিএমইউতে এআই রোবট দেবে ফিজিওথেরাপি, চালু হচ্ছে আজ জুলাইয়ের ৯ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০, আক্রান্ত ৩২৯৮ মোসাদ্দেক ইস্যু- সরি বলেছেন গাজী আশরাফ ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের জেল শাকিবের নায়িকা হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ফারিণ নারী সঙ্গী প্রয়োজন নয়, এটা অটো থাকে : মারজুক রাসেল রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার