শেষ হইয়াও হইল না শেষ

শেষ হইয়াও হইল না শেষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ১০:০৭ 27 ভিউ
দুটি গোল। হলুদ কার্ড ১০টি। একটি লাল কার্ড। কালবৈশাখীর হানা। দুদলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি। ১০৫ মিনিট খেলার পর আলোর স্বল্পতায় ম্যাচ স্থগিত করে দেন রেফারি সায়মন হাসান। ঢাকা আবাহনী ও কিংসের মধ্যে ফেডারেশন কাপ ফুটবলের ঘটনাবহুল ফাইনাল মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ‘শেষ হইয়াও হইল না শেষ...।’ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র। অতিরিক্ত সময়ের ১৫ মিনিটও তাই। ফাইনাল ম্যাচের শেষ ১৫ মিনিট কবে, কোথায় হবে বাফুফের লিগ কমিটি পরে ঠিক করবে। আকস্মিক ঝড়ের কবলে পড়ে খেলা বন্ধ থাকে এক ঘণ্টা। ম্যাচটি আলোর স্বল্পতার মধ্যে পড়ে যায়। ঘরোয়া ফুটবল লিগে কয়েক বছরের মধ্যে দুদিনে একটি ম্যাচ হওয়ার নজির আছে। সিলেটে শেখ রাসেল ও কিংসের ম্যাচ দুদিনে শেষ হয়েছে বৃষ্টির জন্য। ফেডারেশন কাপের ফাইনাল ফ্লাডলাইটবিহীন স্টেডিয়ামে আয়োজন করে বাফুফে অপেশাদারত্বের পরিচয় দিয়েছে বলে মনে করেন ফুটবলপ্রেমীরা। ফেডারেশন কাপের ফাইনালে ছিল ফিলিস্তিন। গ্রুপ ছবি তোলার সময় ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে দেশটির পতাকা নিয়ে পোজ দেন আবাহনীর ফুটবলাররা। ম্যাচের সাত মিনিটে আর্জেন্টাইন হুয়ান লেসকানোর হেডে এগিয়ে যায় কিংস (১-০)। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের বয়সভিত্তিক দল এবং চাইনিজ লিগে খেলেছেন এই ফরোয়ার্ড। মধ্যবর্তী দলবদলে তাকে দলে টানে কিংস। মিনিটআটেক পর গোল শোধ করে দেয় আবাহনী। বাঁ প্রান্ত দিয়ে এমেকার ক্রস, দুজনকে কাটিয়ে আলতো শটে বল জালে জড়িয়ে দেন মো. ইব্রাহিম (১-১)। এর আগে নিজের সাবেক ক্লাব মোহামেডানের বিপক্ষে গোল করেছিলেন তিনি। এবার আরেক সাবেক ক্লাব কিংসের বিপক্ষে গোল করলেন। ম্যাচের ৩৯ মিনিটে অবৈধভাবে বাধা দেওয়াকে কেন্দ্র করে সোহেল রানা জুনিয়র ও শাকিলের মধ্যে হাতাহাতি শুরু হয়। তা ছড়িয়ে পড়ে দুদলের খেলোয়াড়দের মধ্যে। উত্তেজনা ছড়ায় গ্যালারিতেও। দুদলের ডাগ আউটেও ছিল একই দশা। রেফারি সায়মন হাসান দুদলকে শান্ত করার চেষ্টা করেন। দ্বিতীয়ার্ধের দুই মিনিট খেলার পর শুরু হয় কালবৈশাখী ঝড়। খেলা বন্ধ থাকে প্রায় এক ঘণ্টা। বৃষ্টির কারণে মাঠে পানি জমে যায়। ১০২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় কিংস। আবাহনীর ফুটবলারকে অবৈধভাবে বাধা দেওয়ায় রেফারি কিংসের ফয়সাল আহমেদকে লাল কার্ড দেখান। ১০ জনে পরিণত কিংসের বিপক্ষে খেলা চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। মাঠে আবাহনীর দর্শকরাও দাবি তুলেছিল খেলা চালিয়ে নিতে। কিন্তু অন্ধকারে খেলা চালানো সম্ভব হয়নি। আবাহনীর খেলোয়াড়দের দাবির মুখেও খেলা স্থগিত ঘোষণা করতে বাধ্য হন রেফারি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজনীতিতে আসছেন ইমরানের খানের দুই ছেলে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ মুজিবের ম্যুরাল ভেঙে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত পাচ্ছেন হাজিরা ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে ভারতীয় তারকার বিশ্ব রেকর্ড প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল স্বামীর প্রেমের টানে সীমান্ত পার, ত্রিপুরায় প্রেমিকসহ গ্রেফতার বাংলাদেশি নারী তুরস্কে বহুতল ভবনে আগুন, ৩ জনের প্রাণহানি যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলনে ধরপাকড়, ৭০ জন আটক এডাস্টে ‘ইংলিশ ফর ওয়ার্ক’ শীর্ষক সেমিনার শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল প্রাকৃতিক আজাব কখন, কেন হয় ইসলামে আত্মহত্যার শাস্তি ভয়াবহ ‘প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে মেসি’ ডাবল বাগেল দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়নতেক কানাডায় হামলার শিকার কপিল শর্মা কার সংসার ভাঙছেন সামান্থা?