পাঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় রাজস্থানের

পাঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় রাজস্থানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ | ৮:৪২ 87 ভিউ
ম্যাচের শুরুতেই জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন ব্যাটাররা। সেখানেই ঠাণ্ডা মাথায় ফিনিশ করলেন রাজস্থানের বোলাররা। প্রথমে ব্যাট করে পাঞ্জাবের বোলারদের মাথা তুলে দাঁড়াতে দেননি যশস্বী, সঞ্জু, রিয়ানরা। ৪ উইকেটে ২০৫ তোলে রাজস্থান। দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে উঠলেন জোফ্রা আর্চার, হাসারাঙ্গারা। একাই ৩ উইকেট নিয়ে ধসিয়ে দিলেন পাঞ্জাবের ব্যাটিং লাইন-আপ। ব্যর্থ হলো নেহাল ওয়াধেরা, ম্যাক্সওয়েলের মরিয়া চেষ্টা। ৫০ রানের বিশাল ব্যবধানে হেরে গেল পাঞ্জাব। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ঘরের মাঠে রান তাড়া করে জেতাই লক্ষ্য ছিল তার। নিজেও ছিলেন দুরন্ত ফর্মে। কিন্তু এই ম্যাচে দাগ কাটতে ব্যর্থ পাঞ্জাবের বোলাররা। শুরু থেকেই বড় পার্টনারশিপ গড়ে তোলে রাজস্থান। ওপেনিং জুটিতে ৮৯ রান তোলেন যশস্বী জয়সোয়াল এবং সঞ্জু স্যামসন। ৩৮ রানে সঞ্জুকে আউট করে জুটি ভাঙেন লোকি ফার্গুসন। তবে দমেননি যশস্বী। প্রথম তিন ম্যাচে বড় রান না পেলেও শনিবার ফিরলেন ছন্দে। চলতি আইপিএলে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৪৫ বলে ৬৭ রান করে বোল্ড হন সেই ফার্গুসনের বলে। গত ম্যাচে বড় রান পাওয়া নীতীশ রানা আজ ফেরেন ১২ করে। পাঁচে নেমে হেটমেয়ের করেন ২০ রান। তবে শেষ পর্যন্ত টিকে থাকেন রিয়ান পরাগ। ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৪ উইকেটে ২০৫ রান তোলে রাজস্থান। জবাবে রানতাড়া করতে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কায় বেসামাল হয়ে পড়ে পাঞ্জাব কিংস। প্রথম বলেই প্রিয়াংশ আর্যকে বোল্ড করেন জোফ্রা আর্চার। শ্রেয়স নেমে দুটি বাউন্ডারি মারলেও প্রথম ওভারের শেষ বলে তার উইকেট তুলে নেন আর্চার। প্রথম তিন ম্যাচের সমালোচনার জবাব যেন প্রথম ওভারেই দিলেন ইংল্যান্ডের এই পেসার। মাত্র ১ রানে আউট হন মার্কাস স্টোইনিস। প্রভসিমরন সিং ফেরেন ১৭ করে। ৪৩-৪ স্কোর থেকে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল এবং নেহাল ওয়াধেরা। ৮৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। একটা সময় ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল পাঞ্জাব। কিন্তু পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরে রাজস্থান। ৪১ বলে ৬২ রানে আউট হন নেহাল। ম্যাক্সওয়েল ফেরেন ২১ বলে ৩০ করে। শেষে ১৫৫ রানে থামে পাঞ্জাব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭ সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর ‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি ১৯ ভোটারে একজন প্রার্থী রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের কলিং ভিসায় সাড়ে ২৪ লাখের বেশি কর্মী নেবে মালয়েশিয়া নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পাম অয়েল ডাকসু: ২২ ভোটারে একজন প্রার্থী বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করলেন ট্রাম্প ছয়টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটা সবচেয়ে কঠিন: ট্রাম্প ট্রাম্পের সঙ্গে বৈঠক, ইউরোপীয় নেতারা কে কী বললেন