আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দাপটটা স্পষ্ট

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দাপটটা স্পষ্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:৪৩ 62 ভিউ
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দাপটটা স্পষ্ট। অনেকে তো টিপ্পনী কেটে আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলও বলে বসেন। এই অবস্থায় ভারতকে রুখতে সব দেশের ক্রিকেট বোর্ডকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক। আসছে সপ্তাতেই মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল। যেখানে খেলতে নিজের দেশের খেলাকেও বাদ দিচ্ছেন ক্রিকেটাররা। যে কারণে রঙ হারাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজগুলো। অথচ, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কখনোই ভারতীয় ক্রিকেটারদের ছাড়পত্র দিচ্ছে না বিসিসিআই। যা নিয়েই এবার চটেছেন ইনজামাম। আইপিএলের প্রভাব ঠেকাতে ইনজামাম বলেন, ‘আইপিএলে বিশ্বের সব সেরা ক্রিকেটারেরা অংশগ্রহণ করে। অথচ ভারতীয় ক্রিকেটারেরা অন্য দেশের লিগে খেলে না। তাই সব ক্রিকেট বোর্ডের উচিত আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া বন্ধ করা। বিসিসিআই যদি অন্য দেশের লিগে তাদের ক্রিকেটারদের খেলতে না দেয়, তা হলে বাকি বোর্ডগুলিরও কি কঠোর অবস্থান নেওয়া উচিত নয়?’ ইনজামামের এমন কথার পেছনে কারণও আছে। কেননা, আগামীকাল থেকে মাঠে গড়ানো পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে না নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারদের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ বাদ দিয়ে দলটির বেশ কয়েকজন ক্রিকেটার খেলবেন আইপিএলে। যাতে করে রঙ হারাচ্ছে এই সিরিজ। অথচ, অবসর বলার আগে বিদেশি লিগে খেলার সুযোগ নেই ভারতীয় ক্রিকেটারদের। একমাত্র দলটির ক্রিকেটাররা সুযোগ পান ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে (প্রথম শ্রেণির এবং ৫০ ওভারের)। এই অবস্থায় তাই ভারতের দাপট রুখে দিতে সবগুলো বোর্ডকে এক হওয়ার আহ্বান ইনজামামের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩ তিন মাসে বিদেশি ঋণ বাড়ল সাত বিলিয়ন ডলার মুমিনের জীবনে ভুল থেকে শিক্ষা অনাবাসিক শিক্ষার্থীরাই নির্ধারণ করবে চাকসুর ফল জাহেলি যুগে আরবের দীর্ঘতম যুদ্ধ সারে গ্যাসের দাম বাড়াবে পেট্রোবাংলা ৭০০ বছরের ইতিহাসের সাক্ষী পোদ্দার বাড়ি সীমান্তে ১২ রোহিঙ্গাকে পুশইন জুমার দিন মসজিদে সামনের কাতারে জায়গাজুড়ে রাখা কি জায়েজ? রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি ৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা রোববার শুভ মহালয়া, ছুটি নিয়ে যা জানা গেল সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর গ্রামীণফোনের যে সেবা বন্ধ থাকবে ১৩ ঘণ্টা রাত নামলেই লুট হচ্ছে কীর্তনখোলা নদীর বেড়িবাঁধের ব্লক অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল অটোমেশন বাতিল চান বেসরকারি মেডিকেল কলেজ মালিকরা