শান্তির হ্যাটট্রিকে দুই ভেন্যুর ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয়

শান্তির হ্যাটট্রিকে দুই ভেন্যুর ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১১:০৯ 49 ভিউ
সন্ধ্যার আলোয় শেষ হলো এক ঐতিহাসিক ম্যাচ। সাড়ে চার ঘণ্টার নাটকীয়তার পর ভুটানকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক জয় তুলে নিল বাংলাদেশ। ম্যাচের নায়িকা শান্তি মার্ডি, যিনি একাই করেছেন তিন গোল। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছিল ম্যাচ। কিন্তু প্রথমার্ধ শেষের পরই প্রকৃতি বাধা হয়ে দাঁড়ায়। মুষলধারে বৃষ্টিতে মাঠ দ্রুতই অনুপযুক্ত হয়ে পড়ে। প্রথমার্ধে শান্তির একমাত্র গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। এই ম্যাচে কোচ পিটার বাটলার এক ঝটকায় ৯টি পরিবর্তন করেছিলেন, যা দলের গভীরতার জানান দেয়। বিরতির পর শুরু হয় মূল নাটক। মাঠকর্মীদের সব চেষ্টা ব্যর্থ হলে ম্যাচ কমিশনার আসিফ আনসার সাহসী সিদ্ধান্ত নেন- ম্যাচের দ্বিতীয়ার্ধ হবে পাশের বসুন্ধরা কিংস ট্রেনিং গ্রাউন্ডে। সন্ধ্যা পৌনে ৭টায় নতুন ভেন্যুতে ফের শুরু হয় খেলা। ভুটান দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরালেও বাংলাদেশের মেয়েরা হাল ছাড়েনি। শান্তির দ্বিতীয় গোলেই আবারও এগিয়ে যায় লাল-সবুজরা। এরপর কোচ বাটলার মাঠে নামান অভিজ্ঞ মুনকি, নবীরণ এবং স্বপ্নাকে। নেমেই মুনকি গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন। ম্যাচের শেষ ভাগে শান্তির হ্যাটট্রিক গোল বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিত করে দেয়। মাঠের চারপাশে দাঁড়িয়ে থাকা দর্শক, স্কোয়াডের বাইরে থাকা ফুটবলাররা, এমনকি আগের ম্যাচে লাল কার্ড পাওয়া সাগরিকাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন। শান্তি মার্ডির এই হ্যাটট্রিক শুধু দলের জয়ে নয়, শিরোপার দৌড়েও বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল করেছে। ম্যাচ শেষে তার উল্লাস, সতীর্থদের আনন্দ- সব মিলিয়ে ছিল এক অবিস্মরণীয় রোমাঞ্চ। বৃষ্টি, মাঠ পরিবর্তন এবং টানা অপেক্ষার পরও মেয়েদের এই দাপুটে জয় প্রমাণ করে দিল, বাংলাদেশের নারী ফুটবল এখন আর কোনো বাধাকেই ভয় পায় না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭ সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর ‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি ১৯ ভোটারে একজন প্রার্থী রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের কলিং ভিসায় সাড়ে ২৪ লাখের বেশি কর্মী নেবে মালয়েশিয়া নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পাম অয়েল ডাকসু: ২২ ভোটারে একজন প্রার্থী বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করলেন ট্রাম্প ছয়টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটা সবচেয়ে কঠিন: ট্রাম্প ট্রাম্পের সঙ্গে বৈঠক, ইউরোপীয় নেতারা কে কী বললেন