
নিউজ ডেক্স
আরও খবর

বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি

বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো

যে রিপোর্ট ভাগ্য নির্ধারণ করে দেয় বিসিবি সভাপতি ফারুকের

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয়

মেয়েদের আরেক ইতিহাস, প্রথমবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশ

ফাইনালের আগে যুবাদের দুর্দান্ত জয়
ভারত ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করে ক্ষমা প্রার্থনা

ওল্ড ট্রাফোর্ডে ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্টে পাকিস্তানের (সবুজ) জার্সি পরে খেলা দেখতে এসেছিলেন ফারুক নাজার। তাকে ম্যাচ দেখতে হলে পাকিস্তানের জার্সি ঢাকতে হবে, এমন শর্ত দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা ল্যাঙ্কাশায়ার কর্মী। রাজি না হওয়ায় মাঠ থেকে তাকে বের করে দেওয়া হয়।
এই ঘটনায় ক্ষমা চেয়েছে ল্যাঙ্কাশায়ার। তারা এক বিবৃতি দিয়ে বলেছে, পাকিস্তানের জার্সি পরা ভক্তকে মাঠ থেকে বের করে দেওয়ার উদ্দেশ্য ছিল না তাদের। তারা মূলত, ভক্তের নিরাপত্তার কথা চিন্তা করে জার্সি ঢাকতে বলেছিলেন। তিনি রাজি না হওয়ায় তাকে মাঠ ছাড়তে বলা হয়। তারপরও এ ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে তারা দুঃখিত। ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও সতর্কতার সঙ্গে সামাল দেবেন তারা।
ল্যাঙ্কাশায়ারের নিরাপত্তা কর্মী ও পুলিশ মাঠ ছাড়তে বাধ্য করায় পাকিস্তান ক্রিকেটের ভক্ত ফারুক নাজার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, পাকিস্তানের জার্সি ও পতাকা নিয়ে ম্যাচ দেখতে যাওয়ায় কোন কারণ ছাড়া তার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে। তাকে জার্সি ঢাকতে বলা হয়েছে ও পতাকা নামাতে বলা হয়। তিনি রাজি না হওয়ায় তাকে মাঠ ছাড়া করা হয়।
ভিডিওতে তিনি মাঠে তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনার ভিডিও যুক্ত করে দেন। বিষয়টি নিয়ে সমালোচনায় হওয়ায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ল্যাঙ্কাশায়ার। ফারুককে স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি পরা অবস্থায় শনাক্ত করা নিরাপত্তাকর্মী দাবি করেছেন, তাকে জার্সি ঢাকতে বললে না শোনায় তাকে পুলিশ কন্ট্রোল রুমে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ করেন তিনি। যে কারণে তাকে মাঠ ছাড়তে বলা হয়।
ঘটনাটি ঘটে ম্যানচেস্টার টেস্টের শেষ দিন। ল্যাঙ্কাশায়ার বিবৃতিতে আরও উল্লেখ করেছে, পাকিস্তানের জার্সি পরা ও পতাকা ওড়ানো ওই ভক্তকে ঘিরে রেখেছিল ভারতীয় ক্রিকেটের ভক্তরা। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সেখানে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা ছিল। পাকিস্তানের ভক্তের নিরাপত্তা শঙ্কার মতো পরিস্থিতি তৈরি হতে পারত। যে কারণ তাকে পাকিস্তানের জার্সি ঢাকতে ও পতাকা নামিয়ে নিতে বলা হয়। তাদের অন্য কোন উদ্দেশ্য ছিল না।
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।