ভারতীয়দের হৃদয়ের মণিকোঠায় যেসব পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পী

ভারতীয়দের হৃদয়ের মণিকোঠায় যেসব পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৫:১৩ 46 ভিউ
পাকিস্তানি সেলিব্রেটিরা কেবল পাকিস্তানেই নয়, বরং ভারতেও সমানতালে জনপ্রিয়। কয়েক দশক ধরে বহু পাকিস্তানি তারকা ভারতে বিশাল ভক্তগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছেন। এসব পাকিস্তানি তারকা তাদের কণ্ঠ ও অভিনয় দিয়ে ভারতের দর্শকদের হৃদয়ে নিজেদের শক্ত স্থান করে নিয়েছেন এবং দিন দিন সেই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে। চলুন, জেনে নেওয়া যাক সেই সব পাকিস্তানি তারকাদের সম্পর্কে- পাকিস্তানের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। ২০০৫ সালে ‘জেহর’ সিনেমার গান ‘ও লামহে’-তে কণ্ঠ দেওয়া মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এরপর তিনি বলিউডের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছে। শুধু প্লেব্যাক সঙ্গীতেই নয়, ভারতের বিভিন্ন জায়গায় বছরে পর বছর সরাসরি পারফর্ম করে তিনি ভারতীয়দের মন জয় করেছেন। সফল ক্যারিয়ারের পাশাপাশি আতিফ আসলাম সম্প্রতি ‘বর্ডারলেস ওয়ার্ল্ড’ নামে একটি প্রকল্প চালু করেছেন, যা শিল্পের সীমাবদ্ধতা ভেঙে উদীয়মান সঙ্গীত প্রতিভাদের জন্য একটি বিশ্বমঞ্চ প্রদান করবে। পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীতশিল্পী আলী জাফর ভারতেও দারুণ জনপ্রিয়। তিনি শুধু বলিউডের বিভিন্ন সিনেমায় অভিনয়ই করেননি, বলিউডের বহু সিনেমায় সাউন্ডট্র্যাকে কণ্ঠ দিয়েও সুনাম অর্জন করেছেন। পাকিস্তানের একজন বিখ্যাত সুফি কাওয়ালী শিল্পী। তিনি শুধু পাকিস্তান বা ভারতেরই নয়, গোটা উপমহাদেশের সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। রাহাত ফতেহ আলি খান ভারতীয় চলচ্চিত্রে সুফি সঙ্গীতের একটি নতুন মাত্রা দিয়েছেন। তার যাদুকরী কণ্ঠ তাকে ভারতীয় চলচ্চিত্র শিল্পে সবচেয়ে সফল পাকিস্তানি শিল্পীদের একজন করে তুলেছে। তিনি ভারতীয় দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করতে সমর্থ হয়েছেন। হানিয়া আমীর একজন তরুণ অভিনেত্রী, যিনি খুব দ্রুত পাকিস্তান এবং ভারত উভয় দেশেই জনপ্রিয় হয়ে উঠেছেন। ‘কাভি মে কাভি তুম’ সিরিয়ালের সাফল্যের পর তিনি আরও আলোচিত হন। ভারতে হানিয়ার জনপ্রিয়তা বাড়তে থাকায় তাকে ভারতীয় সেলিব্রেটিদের সঙ্গে প্রকাশ্যে দেখা যাচ্ছে। ইতোমধ্যে বাদশাহ ও দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তিনি কাজ করেছেন। এমনকি তার বলিউডে অভিষেক নিয়ে গুঞ্জনও চলছে। ভারতীয় দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান। ‘জিন্দাগি গুলজার হ্যায়’ সিরিয়ালের মাধ্যমে তিনি ভারতীয় দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন। পরবর্তীতে তিনি বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘এ দিল হ্যায় মুশকিল’ সিনেমায় অভিনয় করেছেন। রাজনৈতিক উত্তেজনা এবং নিষেধাজ্ঞার পরও ফাওয়াদের জনপ্রিয়তা ভারতীয় দর্শকদের মধ্যে অব্যাহত রয়েছে। সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে, একটি ওটিটি প্রজেক্টের মাধ্যমে এ অভিনেতা ভারতীয় দর্শকদের মাঝে ফিরতে চলেছেন। পাকিস্তানের আরেক প্রিয় তারকা মাহিরা খান। ‘রইস’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ে মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। তার সৌন্দর্য ও সিনেমাটিতে তার অভিনয় দক্ষতা ভারতীয় দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। যদিও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল, তবুও মাহিরা ভারতের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছেন এবং তিনি ভারতীয় সেলিব্রেটিদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছেন। ‘তেরে বিন’ সিরিয়ালে মুরতাসিম খানের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ওয়াহাজ আলি। যা শুধু পাকিস্তানে নয়, ভারতেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এখন তিনি ভারতের ঘরে ঘরে পরিচিত এবং তার ভারতীয় ভক্তরা অনলাইনে নিয়মিত তার প্রশংসায় পঞ্চমুখ। ইয়োমনা জাইদিও ‘তেরে বিন’ সিরিয়ালে অভিনয় করে ভারতীয় দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। সিরিয়ালে ‘মীরাব’ চরিত্র তার অভিনয় শুধু পাকিস্তান নয়, ভারতীয় দর্শকদের মাঝেও ব্যাপক দাগ কাটে। অভিনেত্রীর ভারতীয় ভক্তরা তাকে বলিউডে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। ‘সানাম তেরি কসম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাওরা হোসেনের বলিউডে অভিষেক হয়। সিনেমাটিতে তার অভিনয় ভারতীয় দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়। তার ভক্তরা আশা করছেন সিনেমাটির সিক্যুয়েলের জন্য এবং এতে তারা আবারও মাওরাকেই দেখতে চান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ৭ নির্দেশনা সুপ্রিম কোর্ট-প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ রামগতিতে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় নিহত বেড়ে ২ নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির রিয়া মনির তালাক-নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম ‘আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলব’— শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি ‘চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার’ এইবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে লড়াই চালিয়ে যাব: কৃষ্ণা বালা রানী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে আবাসন সংকটে ডিএমপি, ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে রাত কাটে পুলিশের স্থলপথে বাংলাদেশের আরও ৪ পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, খুবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি রাবি উপাচার্যের বাসভবনের গেটে তালা দিলেন সাবেক ছাত্রদল নেতা ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু মঙ্গলবার আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, প্রেমের কথা স্বীকার করলেন জয়া