ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত রিক্সাভ্যানচালক ও রিক্সাভ্যানের এক যাত্রী নিহত

ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত রিক্সাভ্যানচালক ও রিক্সাভ্যানের এক যাত্রী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:০৪ 41 ভিউ
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত রিক্সাভ্যানচালক ও রিক্সাভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার দৌলতপুুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে রিক্সাভ্যানচালক আইয়ুব আলী (৫৫) ও একই ইউনিয়নের গড়পিংলাই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে ভ্যানযাত্রী একিন আলী (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে চা দোকানদার একিন আলী দিনাজপুরের বিরামপুর থেকে খড়ি নিয়ে রিক্সাভ্যান যোগে ফুলবাড়ী উপজেলার জয়নগর বাজারে তার চায়ের দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে জয়নগর বাজারে সামনে এলে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক পেছন থেকে ব্যাটারি চালিত রিক্সাভ্যানটিকে চাপা দেয়। এতে রিক্সা ভ্যানটি দুমড়ে মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী একিন আলী নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক আইয়ুব আলীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত ৯টার দিকে পথেই তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক এবং সহযোগী পলিয়ে গেছেন। তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’ একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’ ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন, পুতিনকে সাংবাদিকের প্রশ্ন ধানমন্ডি ৩২: নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর-হেনস্তার শিকার মাদারীপুরে গণভোজ আয়োজনকালে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে তালিকার বাইরে অধিকাংশ চিকুনগুনিয়ার রোগী ‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ডেঙ্গু জ্বর যা জানা দরকার ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে উজানে অতিবৃষ্টি, উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা প্লাবিত পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি ৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার দেখা হয়নি: আসিফ মাহমুদ বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল