জাতীয় দলের রঙিন জার্সি গায়ে জড়িয়ে আর মাঠে দেখা যাবে না মুশফিকুর রহিমকে

জাতীয় দলের রঙিন জার্সি গায়ে জড়িয়ে আর মাঠে দেখা যাবে না মুশফিকুর রহিমকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ১০:৪৪ 39 ভিউ
জাতীয় দলের রঙিন জার্সি গায়ে জড়িয়ে আর মাঠে দেখা যাবে না মুশফিকুর রহিমকে। দীর্ঘ দিনের জাতীয় দলের সতীর্থ ও বন্ধুর বিদায়ে আবেগী হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মুশফিকের অবসরের ঘোষণার পর বুধবার মাঝরাতে ভিডিও বার্তা দিয়েছেন তিনি। যেখানে মুশফিকের নানা অবদান ফুটে উঠেছে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে জাতীয় দলের দীর্ঘ পথচলায় দুজনের ঘনিষ্ঠতা কতটা সেবা বোঝা গেল তামিমের কথায়। যেকারণে ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে ভিডিও বার্তা দিয়েছেন তামিম। যা নিয়ে তামিম বলেন, আজ এমন একজন ব্যক্তি অবসর নিল যার সঙ্গে আমার অলমোস্ট ২০ বছর বা ২৫ বছর একটা জার্নি। একটা স্ট্যাটাসে আসলে আমি মানুষকে বোঝাতে পারব না যে আমার ফিলিংসটা তার প্রতি। মুশফিকের অবসর নিয়ে তামিম বলেন, ‘আপনারা সবাই জানেন যে কিছুক্ষণ আগে মুশফিক ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছে। মুশফিককে আমি এতটুকুই বলছি যে তোর সাথে আমার খেলা শুরু অনূর্ধ্ব ১৫ থেকে। কেমনে একটা ছেলে এতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার মনে হয় সে সবটুকুই করেছে।’ মুশফিকের নিবেদন নিয়ে তামিম বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসি করি যে এত কষ্ট করে কীভাবে বা তার ডেডিকেশন খেলার প্রতি, ভালোবাসা। এটা কথায় কোনো দিন বোঝাতে পারব না। আজকে ওর খেলা ছেড়ে দেওয়া কত কষ্টকর আমি যেহেতু ওর কাছের একজন বন্ধু আমি এই জিনিসটা ফিল করতে পারি। যে এটা খুব কঠিন তার জন্য। একটা ফরম্যাটে ক্রিকেটার হিসেবে তো আমি এটা আশা করব যে ১০০তম টেস্ট অবশ্যই খেলবি তুই।’ এর আগে ২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪টি একদিনের ম্যাচ খেলে বুধবার অবসরের ঘোষণা দেন মুশফিক। ওয়ানডে ক্রিকেটে তিনি বাংলাদেশের জার্সি গায়ে করেছেন ৭৭৯৫ রান। দেশের হয়ে এই ফরম্যাটে যা দ্বিতীয় সর্বোচ্চ। তার ওপরে কেবল আছেন তামিম ইকবাল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে ক্ষুধায় পথে পথে পড়ে আছে মানুষ সাগরে লঘুচাপ বৃহস্পতিবার, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ নারী কর্মীদের ছোট হাতা-স্বল্প দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা যাবে না, বাংলাদেশ ব্যাংকে আদেশ জারি ব্রহ্মপুত্রে চীনের বাঁধ, প্রতিবেশীদের দুশ্চিন্তা সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় জানাতে চলেছে ভারত ১২০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশের মামলা ইতালি দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা আগুনে পুড়ে গেলে কী করবেন চমকপ্রদ রূপে ফিরছে টাটা ন্যানো, থাকছে দুর্দান্ত সব ফিচার! বিমান বিধ্বস্ত: হতাহতের সংখ্যা নিয়ে সবশেষ তথ্য ওবামা রাষ্ট্রদ্রোহী, প্রমাণ আছে: ট্রাম্প ‘ভাই, টেনশন কইরেন না’ সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা শুল্কে সুবিধা পেতে বাড়তি দামে যুক্তরাষ্ট্রের গম কিনবে সরকার