গণধর্ষণের বিচার করে দেওয়ার আশ্বাসে ১০ হাজার টাকা দাবি কৃষক দল নেতার

গণধর্ষণের বিচার করে দেওয়ার আশ্বাসে ১০ হাজার টাকা দাবি কৃষক দল নেতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ | ১১:১০ 31 ভিউ
লক্ষ্মীপুরের রামগতিতে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে তিন যুবকের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৪ বছর বয়সের এক কিশোরী। ঘটনার পর অভিযুক্ত তিন যুবক গা ঢাকা দিয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চরগাজী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড এলাকার টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর বড় বোন অভিযোগ করে বলেন, ঘটনাটি কাউকে না জানাতে চরগাজী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর রহমান ও তার সহযোগী সাহাব উদ্দীন হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। বিচার করে দেবেন বলে ১০ হাজার টাকাও দাবি করেছেন। টাকা দিতে না পারায় নানা ভয়ভীতিসহ পুলিশকে বিষয়টি না জানাতে চাপ দিয়ে আসছিলেন। যে কারণে ভয়ে তারা তটস্থ হয়ে পড়েছেন। এমনকি নিজেদের অসহায়ত্বের কারণে ওই কিশোরী পুলিশকেও বিষয়টি অবগত করতে সাহস পাননি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন সাহস জুগিয়েছেন। এ সময় বিচারের জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি। অভিযুক্তরা হলেন- এলাকার খায়ের সর্দারের ছেলে জুয়েল, সোহরাবের ছেলে আজাদ ও জসিমের ছেলে রাজু। অভিযোগের বিষয়ে তিন নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর রহমান বলেন, আমি ঘটনাটি শোনার পর মীমাংসা করার দায়িত্ব নেই। এজন্য পুলিশকে জানানো হয়নি। ধর্ষণের বিচার আপনি করার এখতিয়ার রাখেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করলে সমস্যা কি? আমরা এরকম আরও করেছি। কোনো সমস্যা হবে না। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’ একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’ ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন, পুতিনকে সাংবাদিকের প্রশ্ন ধানমন্ডি ৩২: নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর-হেনস্তার শিকার মাদারীপুরে গণভোজ আয়োজনকালে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে তালিকার বাইরে অধিকাংশ চিকুনগুনিয়ার রোগী ‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ডেঙ্গু জ্বর যা জানা দরকার ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে উজানে অতিবৃষ্টি, উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা প্লাবিত পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি ৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার দেখা হয়নি: আসিফ মাহমুদ বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল