আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ

আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ | ৯:৪৮ 38 ভিউ
ঢাকার নবাবগঞ্জে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। নবাবগঞ্জ থানা পুলিশের বরাতে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের নেতৃত্বে থানার ওসি মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেনসহ থানা পুলিশের একটি দল উপজেলা সদর কায়কোবাদ চত্বরে চেকপোস্ট বসায়। এ সময় হলুদ নীল রংয়ের ট্রাক সিগন্যাল দিলে ট্রাকটি থেকে কিছু লোক পালানোর চেষ্টা করে। স্থানীয় জনতাসহ পুলিশ সদস্যরা ৬ ব্যক্তিকে আটক করে। পুলিশ ওই ট্রাক তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ভোল্ট কাটার, ১টি চাপাতি, কয়েকটি প্লাস্টিকের পাইপ, লোহার পেরেক, ১টি শাবল, কাঁচি, গরু বাঁধার রশি ও একটি বড় ত্রিপল জব্দ করা হয়। আটকরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সোনাডাংগা ভাগুলী গ্রামের নাসির উদ্দিন ছেলে মোশারফ হোসেন ওরফে মুসা (২৯), একই উপজেলার পূর্ববাস্তা গ্রামের ছবর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), একই উপজেলার চরখালীয়া গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৭), একই উপজেলার খাইলারচর গ্রামের তমেজের ছেলে ইসমাইল হোসেন (২৮), ফরিদপুরের টেপাখোলা গ্রামের আবুল কাজীর ছেলে কামরুল কাজী (২৮), ব্রাহ্মনবাড়িয়া সদরের চাঁনপুর গ্রামের নাসির মিয়ার ছেলে রাজীব মিয়া (২৫)। জিজ্ঞাসাবাদে তারা ঢাকার দোহার-নবাবগঞ্জ, কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা, মানিকগঞ্জ জেলা, ফরিদপুর জেলা, মুন্সীগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে বলে জানায়। পরে তাদের দেওয়া তথ্যমতে, ডাকাতি করা ৩টি খাসি ও ১টি গরু উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে- নবাবগঞ্জের হাসনাবাদ গ্রামের সুজন ব্যাপারী (৩৫) গ্রেফতারসহ তার ফার্ম থেকে ডাকাতি করা ৩টি ছাগল উদ্ধার করা হয়। যার মূল্য বাজারমূল্য ৪০ হাজার টাকা। তাদের দেওয়া তথ্যমতে সিংগাইরের চক চান্দুর (ঢালী বাড়ি) হাকিম ঢালীর ছেলে তোতা ঢালী (৬২) ও তার ছেলে রবিউল ঢালীকে (২৭) গ্রেফতার করাসহ তাদের বাড়ি থেকে ডাকাতি করা ১টি সাদা রংয়ের গরু উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, আসামিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় পেনাল কোড ৩৯৯/৪০২/৪১২ ধারা মামলা করা হয়েছে। আসামি মোশারফ হোসেন ওরফে মুসা দেশের বিভিন্ন থানায় ৮টি ডাকাতি, ৮টি চুরি, ২টি মাদক, ১টি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। আসামি হাবিবুর রহমান ৩টি ডাকাতি, ১টি খুন, ১টি চুরি, ১টি মাদক মামলার আসামি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে রাজি নন জাপানের প্রধানমন্ত্রী পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ পুরানা পল্টনে ককটেল বিস্ফোরণ গাজীপুরে একদিনে ৩ খুন চট্টগ্রামে বাসে দুর্বৃত্তদের আগুন গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ জনকে গুলি করে মারল ইসরায়েল চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩ যৌথ মহড়া হিসাবের পরিবর্তনে সরকারের ঋণ বাড়ল ৫৬ হাজার কোটি টাকা ইউক্রেনের ড্রোন হামলা, বন্ধ মস্কোর বিমানবন্দর তিব্বতে মেগা বাঁধ প্রকল্প উদ্বোধন চীনের, বিপাকে ভারত ও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে সরকার মুক্তির এক বছর আগেই সিনেমার টিকিট বিক্রি শুরু, ৩ মিনিটেই শেষ! খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ মৃত্যু, অসুস্থ কয়েকজন এনসিপির দুই নেতার পদত্যাগ চলতি বছর তিনটি যৌথ মহড়ায় অংশ নিবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উজানে ভারি বর্ষণ: তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা ৪৭২ কিলোমিটার পাড়ি দিয়ে গিয়ে দেখলেন ‘প্রেমিকা’ বিবাহিতা তিব্বতে মেগা বাঁধ প্রকল্প উদ্বোধন চীনের, বিপাকে ভারত ও বাংলাদেশ আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই : বাণী কাপুর