ফ্যান্টাসি সিনেমার জোয়ারে ভাসছে হলিউড

ফ্যান্টাসি সিনেমার জোয়ারে ভাসছে হলিউড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ | ১০:৫৪ 25 ভিউ
আমেরিকানরা যেন বরাবরই ফ্যান্টাসিপ্রিয়। হলিউড বক্সঅফিসের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসাসফল সিনেমাটি যখন সায়েন্স ফিকশন ফ্যান্টাসি, তখন এ মন্তব্য প্রমাণের জন্য আলাদা কোনো উপাত্তের প্রয়োজন নেই। জেমস ক্যামেরন পরিচালিত এ সিনেমার নাম যে ‘অ্যাভেটর’- তা বোধকরি আমেরিকার পাঁচ বছরের শিশুও জানে। ওই সিনেমা নির্মাণে এর সহপ্রযোজক ক্যামেরন খরচ করেছিলেন মাত্র ২৩৭ মিলিয়ন ডলার। আর এটি বিশ্বব্যাপি আয় করেছে ২.৯২ বিলিয়ন মার্কিন ডলার। এ সিরিজের দ্বিতীয় সিনেমাটি রয়েছে ‘হাইয়েস্ট গ্রসিং ফিল্মস’ তালিকার তিন নম্বরে। আনুমানিক ৪০০ মিলিয়ন ডলারে নির্মিত এ সিনেমাও বক্সঅফিস থেকে তুলে নিয়েছে ২.৩২ বিলিয়ন মার্কিন ডলার। আর এ কারণেই হয়তো হলিউডের নির্মাতারা বুঝতে পেরেছেন দর্শকের পকেট কাটতে হলে বেশি করে ফ্যান্টাসি সিনেমা বানাতে হবে। তারই ধারাবাহিকতায় এ বছরও হলিউডে মুক্তি পাচ্ছে ডজনখানেক সিনেমা। যদিও এ বছরের ১৭ জানুয়ারি মুক্তি পাওয়া হরর ফ্যান্টাসি ‘ওল্ফ ম্যান’ খুব একটা সুবিধা করতে পারেনি। লেই ওয়ানেল পরিচালিত এবং ক্রিস্টোফার অ্যাবট, জুলিয়া গার্নার প্রমুখ অভিনীত সিনেমাটি কোনোমতে পুঁজি তুলে কিছুটা লাভের মুখ দেখেছে। ১১ ফেব্রুয়ারি নেটফ্লিক্সের পরিবেশনায় মুক্তি পেয়েছে ক্যাং হেই চুল পরিচালিত এনিমেটেড ফ্যান্টাসি ড্রামা ‘দ্য উইচার : সিরিজ অব দ্য ডীপ’। এ সিনেমায় অভিনয় করেছেন ডগ কক্ল, জোয়ে বেইটি প্রমুখ। ওদিকে পুঁজি হারিয়েছে ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া পল এন্ডারসন পরিচালিত এপিক ফ্যান্টাসি ‘ইন দ্য লস্ট ল্যান্ডস’। ৫৫ মিলিয়ন খরচ করা এ সিনেমা ঘরে তুলেছে মাত্র ১.২ মিলিয়ন মার্কিন ডলার। যদিও পুজি তোলার এখনো সময় আছে। এ বছর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ অ্যাভেটর সিরিজের তিন নম্বর সিনেমা জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভেটর : ফায়ার অ্যান্ড অ্যাশ’। এ বছরের ১৯ ডিসেম্বর মুক্তি প্রতিক্ষীত এ সিনেমার উল্লেখযোগ্য পারফরমারদের মধ্যে রয়েছেন কেইট উইন্সলেট, জো সালদানা প্রমুখ। জন এম. চু পরিচালিত মিউজিক্যাল ফ্যান্টাসি ‘উইকেড’-এর প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল গত বছরের ২২ নবেম্বর। সিনথিয়া এরিভো, আরিয়ানা গ্র্যান্ডি প্রমুখ অভিনীত এ সিনেমা দারুণ সাড়া ফেলে আয় করেছে ৭৪০ মিলিয়ন মার্কিন ডলার, যেটি নির্মাণে খরচ হয়েছিল মাত্র ১৫০ মিলিয়ন ডলার। এই সিকুয়্যালের দ্বিতীয় সিনেমা ‘উইকেড : ফর গুড’ মুক্তি পাবে ২১ নভেম্বর। মার্শাল আর্ট ফ্যান্টাসি সিনেমা ‘মরটাল কমব্যাট’ মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালের ১৮ আগস্ট। পল অ্যান্ডারসন পরিচালিত ২০ মিলিয়ন ডলার খরচ করা সিনেমাটি আয় করেছিল ১২২ মিলিয়ন মার্কিন ডলার। এ বছরের ২৪ অক্টোবর আসছে সিনেমাটির দ্বিতীয় সিকুয়্যাল। সায়মন ম্যাককয়েড পরিচালিত এ পর্বে অভিনয় করেছেন কার্ল আরবান, জেসিকা ম্যাকনামি প্রমুখ। এ বছর মুক্তির অপেক্ষায় রয়েছে ইসালা স্যাক্সন পরিচালিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্জার ‘দ্য লিজেন্ড অব ওচি’, রড্রিগো পেরেজ ক্যাস্ত্রো’র কমেডি হরর ফ্যান্টাসি ‘নাইট অব দ্য জুপোক্যালিপ্স’, গাল গাতদ অভিনীত ও মার্ক ওয়েব পরিচালিত মিউজিক্যাল ফ্যান্টাসি ‘স্নো হোয়াইট’, জেসন মোমোয়া, এমা মায়ার্স প্রমুখ অভিনীত ও জ্যারেড লরেন্স হেস পরিচালিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ‘আ মাইনক্র্যাফ্ট ম্যুভি’, কোগোনাডা পরিচালিত রোম্যান্টিক ফ্যান্টাসি ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’, জেসি বাক্লে, ক্রিস্টিয়ান বেইল প্রমুখ অভিনীত ও ম্যাগি জিনেলহাল পরিচালিত মিউজিক্যাল মনস্টার ফ্যান্টাসি ‘দ্য ব্রাইড’, ডিন ডিব্লয়েস পরিচালিত ও জেরার্ড বাটলার, নিকো পার্কার প্রমুখ অভিনীত হরর ফ্যান্টাসি ‘হাউ টগ ট্রেইন ইওর ড্রাগন’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাই সিনেমায় দর্শক গ্রহণযোগ্য চাহিদাসম্পন্ন নায়িকার সংকট রয়েছে ক্যাটরিনার মন ভেঙে দেন বলিউডের এ জনপ্রিয় অভিনেতা স্পাইডারম্যান-এ অভিনয় করতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন ক্ষুধায় কাতর গাজাবাসী, দেওয়ার মতো রক্তও নেই শরীরে কাশ্মীরে হামলার ঘটনায় যা বললেন ট্রাম্প রাশিয়ার দখলে নেওয়া প্রায় সব এলাকাকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার শান্তি প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র ১১ রাজনৈতিক ভিন্নমতাবলম্বীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করল আরব আমিরাত রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি কুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি তদবির বাণিজ্যের অভিযোগ, সালাউদ্দিন তানভীরের অপকর্ম ফাঁস জবাবদিহিতা না থাকলে ইসিতে ফেরেশতা বসিয়ে ভালো নির্বাচন হবে না ফরিদপুর থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত যাবে ৬ লেনের মহাসড়ক পাবনায় ৬ মাস আটকে রেখে বানানো হয় প্রতিবন্ধী ,নখ উপড়ে, ছ্যাঁকা দিয়ে পঙ্গু করে ভিক্ষাবৃত্তি ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুটের গোডাউন ও গেঞ্জির কাপড়ের ছাপাখানা পুড়ে ছাই গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে ধর্মীয় মূল্যবোধের বিরোধিতার নাম সংস্কার নয়: মিজানুর রহমান আজহারী বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা মে মাসের মাঝামাঝি সময়ে আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পহলেগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৬ পর্যটক শেষ হইয়াও হইল না শেষ