নিউজ ডেক্স
আরও খবর
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা ৬৬, লাখো মানুষ বাস্তুচ্যুত
জোহরান মামদানি নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত
আফগানিস্তান ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল
আমাদের মজুদ পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা যায়: ট্রাম্প
পাকিস্তানে মিলল বিশাল স্বর্ণ ভান্ডার, মজুত কতটুকু
পরাজয়ের পর যে তত্ত্ব দিলেন ট্রাম্প
ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা, ২ ফিলিস্তিনি নিহত
প্রবাসীদের জন্য সুখবর: স্বল্প খরচে দুবাইয়ে ১ বছরের রেসিডেন্সি ভিসা, জানুন শর্ত
দুবাই সরকার মানবিক কারণে প্রবাসীদের জন্য এক বছর মেয়াদি নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট ইস্যু করে থাকে। এই ভিসাটি বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য, যারা তাদের পরিবারকে (যেমন: বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, সন্তান, ভাই-বোন) স্পন্সর করতে চান, অথবা যারা এমন দেশ থেকে এসেছেন যেখানে যুদ্ধ বা দুর্যোগ চলছে। আবেদনকারীরা যদি উপযুক্ত স্পন্সর বা হোস্ট পান, তাহলে তারা এক বছরের নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট পেতে পারেন।
মানবিক ভিসার ধরন ও প্রয়োজনীয়তা:
১. বাবা-মা (মা ও বাবা) স্পন্সর:
স্পন্সরকৃত ব্যক্তির পাসপোর্টের কপি
ন্যূনতম বেতন ১০,০০০ দিরহাম উল্লেখসহ বেতন সনদ বা নিয়োগপত্র
বাসার উপযোগী টেন্যান্সি চুক্তি (attested)
শেষ ৩ মাসের ব্যাংক বিবরণী
২. শ্বশুর-শাশুড়ি স্পন্সর:
উপরোক্ত একই শর্তাবলি প্রযোজ্য
৩. স্ত্রী ও সন্তানদের স্পন্সর (যদি বেতন ৪,০০০ দিরহামের কম এবং পূর্ববর্তী রেসিডেন্স পারমিট বাতিল বা মেয়াদোত্তীর্ণ হয়):
পাসপোর্ট
বিয়ে ও সন্তানদের জন্ম সনদ (attested)
টেন্যান্সি কনট্রাক্ট
ব্যাংক বিবরণী (শেষ ৩ মাসের)
৪. সন্তানদের স্পন্সর (যদি স্বামী-স্ত্রীর সম্মিলিত আয় ৪,০০০ দিরহামের নিচে হয়):
দু’জনের পাসপোর্ট
সন্তানের পাসপোর্ট
বেতন সনদ/চুক্তিপত্র
বিয়ে ও জন্ম সনদ (আরবি অনুবাদসহ attested)
দুইজনের ব্যাংক বিবরণী
বাসার চুক্তিপত্র
৫. ভাই-বোন স্পন্সর (১৮ বছরের নিচে বা বাতিল রেসিডেন্স পারমিটধারী):
পাসপোর্ট
পূর্ববর্তী রেসিডেন্স পারমিট (যদি থাকে)
বেতন সনদ
টেন্যান্সি চুক্তি
প্রথমে অভিভাবকদের স্পন্সর করা আবশ্যক, মৃত্যুবরণ বা বিবাহ বিচ্ছেদের ব্যতিক্রম
৬. সৎসন্তান স্পন্সর:
সন্তানের পাসপোর্ট
মায়ের/বাবার রেসিডেন্স পারমিট
বেতন সনদ
জন্ম সনদ (attested)
NOC (বাহিরে ইস্যু হলে attested), প্রয়োজনে অভিভাবকত্ব সনদ
৭. ২৫ বছরের বেশি বয়সী সন্তান:
সন্তানের পাসপোর্ট
স্পন্সরের বেতন সনদ
শিক্ষা চালিয়ে যাওয়ার প্রমাণ বা স্নাতক সনদ (attested)
৮. অভিভাবকত্বে থাকা শিশু:
সন্তানের পাসপোর্ট
বেতন সনদ
জন্ম সনদ
অভিভাবকত্ব সনদ (আদালত কর্তৃক জারিকৃত ও attested)
ব্যাংক বিবরণী, বাসার চুক্তিপত্র
৯. ফোস্টার কেয়ার (দত্তক শিশু):
পাসপোর্ট
বেতন সনদ
বাসার চুক্তিপত্র
জন্ম সনদ
আদালতের দত্তক সনদ ও অনাপত্তি সনদ (attested)
orphanage-এর তথ্যসহ
১০. তালাকপ্রাপ্ত বা বিধবা নারী (সন্তানসহ বা ছাড়া):
৬ মাসের মধ্যে আবেদন
আবেদনকারী UAE-তে থাকতে হবে
স্বামীকে গ্যারান্টর হতে হবে (মৃত্যুর পূর্বে)
নিজেই গ্যারান্টর হতে হবে (সন্তান স্পন্সর করতে চাইলে)
১১. তালাকপ্রাপ্ত বা বিধবার সন্তান স্পন্সর:
সন্তানের পাসপোর্ট
১৮+ হলে মেডিকেল পরীক্ষা
আগের রেসিডেন্স পারমিট
এক বছরের জন্য বৈধ, নবায়নের জন্য অনুমোদিত কমিটির কাছে যেতে হবে
১২. পুত্রবধূ স্পন্সর:
পুত্রবধূর পাসপোর্ট
ছেলের পাসপোর্ট ও রেসিডেন্স পারমিট (একই স্পন্সরের অধীনে)
বিয়ে সনদ (attested)
বাসার চুক্তিপত্র
কারণ ব্যাখ্যাকারী চিঠি (ছেলে প্রবাসে, মৃত, চাকরি হারিয়েছে ইত্যাদি)
১৩. নাতি-নাতনি স্পন্সর (পুত্র/কন্যার দিক থেকে):
সন্তানের পাসপোর্ট ও রেসিডেন্স পারমিট (একই স্পন্সরের অধীনে)
জন্ম সনদ
কারণ ব্যাখ্যাকারী চিঠি (ছেলে/মেয়ে প্রবাসে, বেকার, মৃত্যুবরণ করেছে ইত্যাদি)
বাসার চুক্তিপত্র, বেতন সনদ
১৪. যুদ্ধ বা দুর্যোগপীড়িত দেশের নাগরিকদের স্পন্সর:
প্রযোজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাগজপত্র
খরচ:
রেসিডেন্স পারমিট ফি: ২০০ দিরহাম
জ্ঞান ফি: ১০ দিরহাম
উদ্ভাবন ফি: ১০ দিরহাম
দেশের ভিতরে আবেদন করলে: ৫০০ দিরহাম
ডেলিভারি: ২০ দিরহাম
প্রতি অতিরিক্ত বছর: ১০০ দিরহাম বাড়তি
শর্তাবলি:
আবেদনকারী যদি ইউএই নাগরিকের আত্মীয় হন, যেকোনো সম্পর্কের প্রমাণ দিতে হবে।
যদি একজন প্রবাসীর আত্মীয় হন, তাহলে বাবা, মা, নাবালক ভাইবোন, স্বামী বা স্ত্রীর পিতা-মাতা ও নাবালক সন্তানদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।