জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয়: রাশেদ প্রধান

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয়: রাশেদ প্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১১:০১ 36 ভিউ
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)–এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই দিল্লির চাপে শেখ হাসিনার সরকার জামায়াত ও জাগপার নিবন্ধন বাতিল করেছিল। তবে মহামান্য আদালতের নির্দেশে জাগপার পর এবার জামায়াতের নিবন্ধনও ফিরেছে, যা গণতন্ত্রের একটি বড় অর্জন।’ আজ রোববার (১ জুন) সকালে রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভার শিরোনাম ছিল ‘একটি কলমের ইতিহাস।’ রাশেদ প্রধান আরও বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত সীমান্তে হত্যা, পুশ-ইন, সীমান্ত দখলসহ নানা কর্মকাণ্ড চালাচ্ছে। আকাশসীমা লঙ্ঘন করে পাঠানো হচ্ছে ড্রোন, ‘র’ এর প্রশিক্ষিত কিলারও। এই প্রেক্ষাপটে জামায়াত ও জাগপার নিবন্ধন ফিরে পাওয়া শেখ হাসিনাবিহীন বাংলাদেশের সূচনার বার্তা, যা ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা।’ মানিক মিয়াকে স্মরণ করে তিনি বলেন, ‘ষাটের দশকে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং বাঙালি জাতিসত্তা বিকাশে মানিক মিয়ার অবদান ছিল অনস্বীকার্য। ছয় দফাকে গণআন্দোলনে রূপ দেওয়ার পেছনেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পাকিস্তানি দমন–পীড়নের বিরুদ্ধে তাঁর কলম, ছদ্মনাম ‘মোসাফির’–এর লেখনী ও দৈনিক ইত্তেফাকের ভূমিকা আজও স্মরণীয়।’ আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রওশন আলম, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্যসচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিরিজ জয়ের পর যা বললেন লিটন এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার বাড়ি বিক্রি করলেন সালমান খান পশুপ্রেম থেকে পরিশুদ্ধ জীবনে মিমি চক্রবর্তী বিয়ে করছেন সেলেনা গোমেজ সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত! আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাছের চারা পাহাড়ের মাটিতে রাম্বুটান, সম্ভাবনার নতুন দিগন্ত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি ট্রাম্পের উদ্দেশ্য শান্তি না বাণিজ্য ঘরে ঢুকে ২ নারীকে কুপিয়ে হত্যা বাড়ছে জাঙ্ক কোম্পানি, শঙ্কায় ডিএসইর বিনিয়োগকারীরা দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি খাদ্যপণ্যের মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি বৃষ্টিতে শিশুর যত্নে সহজ কিছু পরামর্শ এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত