ক্লাব বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব

ক্লাব বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:৩৭ 14 ভিউ
ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর জয়যাত্রা চলছেই। লাতিন আমেরিকার দেশটি থেকে ক্লাব বিশ্বকাপে চারটি দল অংশ নিয়ে চারটিই উঠেছিল শেষ ষোলোতে। এর মধ্যে শেষ ষোলো থেকে দুটি দল বাদ পড়লেও দুটি নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। আর টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে গতকাল শুক্রবার রাতে সৌদি আরবের ক্লাব আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলেছে ব্রাজিলের ক্লাবটি। এর মধ্যে ১৮ মিনিটে বক্সের ঠিক মাথা থেকে নেওয়া নোনাতোর শট অল্পের জন্য বেরিয়ে যায়। সে যাত্রায় না হলেও ৪০ মিনিটে গিয়ে সফল হয় রেনাতো গাউচোর শিষ্যরা। ডান প্রান্ত থেকে হিলালের বক্সের ভেতর ক্রস করেছিলেন সামুয়েল হ্যাভিয়ের। কিন্তু ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ফ্লুমিনেন্স স্ট্রাইকার হেরমান কানো। আর্জেন্টাইন ৩৭ বছর বয়সী এ স্ট্রাইকারের মাথায় বল লেগে দূরের পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সেটা ক্লিয়ার করতে গিয়ে ফ্লুমিনেন্সের লেফটব্যাক গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের পায়ে বল তুলে দেন আল হিলালের পর্তুগিজ রাইট উইঙ্গার জোয়াও ক্যান্সেলো। সেখান থেকে বক্সের ভেতর মার্তিনেল্লির দিকে কাটব্যাক করেন ফুয়েন্তেস। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে স্কোরলাইন ১-০ করেন মার্তিনেল্লি। গোল হজম করে আড়মোড়া ভাঙে হিলালের। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সৌদি আরবের ক্লাবটি। প্রথমার্ধের যোগ করা সময়ে মিলিঙ্কোভিচ-স্যাভিচের ফ্রি-কিকে প্রায় গোল পেয়ে গিয়েছিলেন কৌলিবালি। কিন্তু হিলালের সেনেগালিস সেন্টারব্যাকের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ফ্লুমিনেন্স গোলকিপার ফাবিও। একটু পরে বক্সের ভেতর মার্কোস লেওনাদ্রোকে ফেলে দিলে পেনাল্টি পেয়েছিল হিলাল। কিন্তু ভিএআর যাচাইয়ে সেটা পক্ষে যায়নি সৌদি ক্লাবটির। এতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিমিওনে ইনজাগির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় হিলাল। ম্যাচের ৫০ মিনিটে কর্নার থেকে কৌলিবালির হেড লেওনাদ্রোর পায়ে আটকালেও ফিরতি প্রচেষ্টায় সেখান থেকেই গোল করেন লেওনাদ্রো। তবে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে হ্যাভিয়েরের পাসে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে হিলালের জালে বল জড়ান হারকিউলিস। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। আর ফ্লুমিনেন্সকে এনে দেয় সেমিফাইনালের টিকিট। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ হবে চেলসি-পালমেইরাস ম্যাচের জয়ী দল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ সেবা পেতে লাগবে না আয়কর রিটার্ন জমার প্রমাণ পুরোনো রোগে নতুন ভয় হত্যার পর লাশ ঘিরে প্রকাশ্যে উল্লাস ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসর ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ মুসলিম একটি দেশে মৃত্যুদণ্ড ২৪৫, যাবজ্জীবন ৯৫৫ ‘শাপলা’র জন্য লড়াই চালিয়ে যাবে এনসিপি কড়াকড়িতে ভরাডুবি এসএসসিতে সংকটে ব্যাহত জনসংখ্যা নিয়ন্ত্রণ দারিদ্র্যের মাধ্যমে মুমিনের পরীক্ষা রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার ভারত আসতে রাজি নয়, ২৪ জুলাই ঢাকায় এসিসি সভা হবে তো? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! আগামীকাল বৃষ্টি থাকবে কিনা, জানাল আবহাওয়া অফিস পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ শুধু অর্থনৈতিক নয়, রয়েছে ভূ-রাজনৈতিক কৌশলও ভিন্ন চরিত্রে তানিয়া বৃষ্টি