ঐকমত্য সরকার প্রক্রিয়া শুরু

ঐকমত্য সরকার প্রক্রিয়া শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১৩ 18 ভিউ
ঐকমত্যের সরকার গঠনপ্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন রাজনৈতিক দল ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠন করা হবে এই সরকার। এ জন্য সিনিয়র সচিব পদমর্যাদায় একজন সাংবাদিককে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঐকমত্যের সরকার গঠনে লিয়াজোঁ হিসেবে কাজ করবেন। ঐকমত্যের সরকারের প্রধানও থাকবেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে ঐকমত্যের সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই কিছু উপদেষ্টা পদে রদবদল আসছে। ভিতরে ভিতরে এ নিয়ে চলছে নানান আলোচনা। ঐকমত্যের সরকার গঠনের লিয়াজোঁ কার্যক্রমের উদ্দেশ্যে প্রথম ধাপে নিয়োগ দেওয়া হয় সাংবাদিক মনির হায়দারকে। যিনি প্রধান উপদেষ্টার হয়ে লিয়াজোঁ কার্যক্রম এগিয়ে নেবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সাংবাদিক মনির হায়দারকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। জাতীয় ঐক্যের লক্ষ্যে ২৭ ও ২৮ ডিসেম্বর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) দুই দিনব্যাপী জাতীয় সংলাপ হয়। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক এই জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা। যার নেতৃত্ব দেন সাংবাদিক মনির হায়দার। সেই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি অংশ নেন। এ ছাড়া বিভিন্ন উপদেষ্টা, ২০টি রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশ নেন সে অনুষ্ঠানে। বাংলাদেশে জাতীয় ঐক্য, নির্বাচন ও সংস্কার ইস্যুতে ক্রিয়াশীল সব পক্ষকে যুক্ত করে প্রথমবারের মতো জাতীয় সংলাপ ছিল এটি। সূত্রগুলো জানায়, সবার মতমতের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার সবাইকে নিয়ে নতুনভাবে ঐকমত্যের সরকার হয়ে কাজ করতে চায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় দলে ফিরতে চান সেই নিষিদ্ধ ক্রিকেটার ডেভেলপমেন্ট কাপ হকিতে বিকেএসপির মেয়েদের বাজিমাত আবারও মা হচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট আসছে ঈদেও মুক্তি পাবে আশনা হাবিব ভাবনা অভিনীত একটি সিনেমা নির্মিত হয়েছে আটজন তারকাশিল্পী নিয়ে ঈদের বিশেষ নাটক সিনেমায় শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি গিজার পিরামিডের নিচে বিশাল ‘গোপন নগরী’ আবিষ্কারের দাবি আওয়ামী লীগের দোসররা অবাধে চলাফেরা করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই কুরআনের বিধান প্রতিষ্ঠায় আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে হাসনাতের পোস্ট শিষ্টাচারবহির্ভূত : নাসীর উদ্দীন পাটওয়ারী ১০০ টাকা নিয়ে কুমিল্লা শহরে আসা এই সংগ্রামী নারী এখন কোটিপতি সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ত্রয়োদশ সংসদ নির্বাচন: চট্টগ্রাম-৭ বিএনপির হুম্মাম ছাড়াও ৬ জন, জামায়াতের আমিরুজ্জামান অনেকেই মনে করি সুরের লহরি নৃত্যের তালই সংস্কৃতি, এটা সত্য নয় রাজধানীর সড়কে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে চলছে যৌথ অভিযান তিস্তা পাড়ের অধিক ভাঙন কবলিত ২০ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ শীঘ্রই শুরু হবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য তৈরিতে অবশ্যই সরকারকে উদ্যোগ নিতে হবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরাইল হাসিনাবিরোধী আন্দোলনে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি