উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:১১ 40 ভিউ
নেত্রকোনার মদন উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। পৌর ভবনের সামনে থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। যুবলীগ সভাপতি সানোয়ার বিস্ফোরক আইনের মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন। জানা যায়, গত ২০২৪ সালের ১৮ জুলাই মদন বাজার ব্রিজ এলাকায় সরকারি কলেজ থেকে উপজেলার খাদ্যগুদামের দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় সাবেক এমপি সাজ্জাদুল হাসান তার মোবাইল ফোনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাত্র-জনতাকে প্রতিহত করার নির্দেশ দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী নেতারা ও নিষিদ্ধ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদের ওপর ককটেল নিক্ষেপ এবং গুলি ছুঁড়ে। এছাড়া দেশীয় অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে মেহেদি হাসান নবাবসহ ৫০ থেকে ৬০ ছাত্র-জনতা আহত হন। এর প্রেক্ষিতে মেহেদি সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে ২৩ মে মদন থানায় ৬৮ জনের নাম উল্লেখ ও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক আইনে মামলা করে। এ মামলার এজাহারনামীয় আসামি ছিল যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ার। মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে চোখ হারানো চানগাঁও ইউনিয়নের ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদি হাসান বিস্ফোরক আইনে মামলা করেন। সেই মামলায় নিজ বাসার সামনে থেকে যুবলীগ সভাপতি সানোয়ারকে গ্রেফতার করা হয়েছে। তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর আগামী ৪ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার ঘোষণা ঢেউয়ের আঘাতে বিপর্যস্ত সেন্টমার্টিন, তছনছ হয়ে গেছে ১১ হোটেল-রিসোর্ট ৪৫০ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান ১৪ হাজার কোটি টাকার উৎস জানতে রিমান্ডে ইউপি চেয়ারম্যান মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক সরাসরি চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, মহাজাগতিক বিস্ফোরণের শঙ্কা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে জাল সনদে সাবেক এমপির স্ত্রীকে নিয়োগ, অধ্যক্ষ হাজতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে