
নিউজ ডেক্স
আরও খবর

ছিনতাইকারীদের নতুন ‘হাতিয়ার’ রিকশা

আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত

মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া

গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুরে মিলল অজ্ঞাত শিশুর লাশ

শাহাজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ২

টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

মতিঝিলে ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই
উত্তরায় মিনিবাসের চাপায় এক শ্রমিক নিহত

রাজধানীর উত্তরায় মিনিবাসের চাপায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৯টার দিকে কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। এদিকে, দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা। দুটি মিনিবাস ভেঙেছেন তারা। পাশাপাশি আব্দুল্লাহপুর-বাইপেল সড়কে আগুন দিয়ে তারা বিক্ষোভ করছেন । এতে করে সড়কটিতে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা। শ্রমিকরা জানান, সকালে কামারপাড়া সড়কে সার্ভিস ম্যান হিসেবে কাজ করছিলেন ওই শ্রমিক। একটি মিনি বাসকে থামার সংকেত দেন তিনি। এ সময় ওই মিনিবাসটি তাকে চাপা দেয়। দুর্ঘটনা ও বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাঁধন। তিনি বলেন, খবর পেয়ে আমাদের একটি দল সেখানে কাজ করছে। কামারপাড়ায় দায়িত্বরত সার্জেন্ট এরশাদুজ্জামান বলেন, ‘আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কে কামারপাড়ার ইসলাম পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহপুরগামী একটি মিনিবাস ওই শ্রমিককে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন। এ খবরে ঘাতক বাসে আগুন দেয় শ্রমিকরা। এছাড়া সড়ক অবরোধ করেন তারা।’
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।