আর্জেন্টিনার বোকাকে হারিয়ে দক্ষিণ আমেরিকার দাপট থামাল বায়ার্ন

আর্জেন্টিনার বোকাকে হারিয়ে দক্ষিণ আমেরিকার দাপট থামাল বায়ার্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১১:৩৬ 52 ভিউ
লাতিন আমেরিকান দলগুলো বিশ্বকাপে ছড়ি ঘোরাচ্ছিল রীতিমতো। এর আগে ৯ ম্যাচ খেলে হারেনি একটিতেও। তাদের সে অপরাজেয় যাত্রাটাতে ইতি টানল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইন ও মাইকেল ওলিসের গোলে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে ২-১ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোও নিশ্চিত করে ফেলেছে দলটা। পিএসজি বোটাফোগোর কাছে হেরেছিল বৃহস্পতিবার রাতে। এর পরদিন চেলসিও হারে ফ্লামেঙ্গোর কাছে। ইউরোপের ক্লাবগুলো যখন দক্ষিণ আমেরিকানদের সামনে হোঁচট খাচ্ছিল বারবার। তবে এবার ব্যতিক্রম হয়ে দাঁড়াল বায়ার্ন। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬৩ হাজারের বেশি ছিল বোকা জুনিয়র্সের সমর্থক। পুরো গ্যালারি ছিল নীল-সোনালি রঙে মোড়ানো। তবে মাঠে আধিপত্য দেখিয়েছে জার্মান জায়ান্টরা। ম্যাচের অষ্টম মিনিটেই বায়ার্ন গোল পেয়েছে ভেবে উদ্‌যাপন শুরু করেছিল, ওলিসের কর্নার থেকে বল ঢুকে যায় সোজা বোকা গোলপোস্টে। কিন্তু ভিএআরের সাহায্যে দেখা যায়, সের্জ গেন্যাব্রি অফসাইডে থেকে গোলরক্ষক আগুস্তিন মারচেসিনকে ব্লক করেছিলেন। গোল বাতিল হয়। তবে ১৮ মিনিটে গোল করতে আর ভুল করেননি হ্যারি কেন। বোকা ডিফেন্স ক্লিয়ার করতে না পারলে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান ইংলিশ ফরোয়ার্ড। এরপর ওলিসের পাসে গেন্যাব্রি গোলের সামনে বল বাড়ান, কিন্তু কিংসলে কোমান এক ইঞ্চির ব্যবধানে বল মিস করেন। বোকা জুনিয়র্স চেষ্টা চালিয়ে যায়। কেভিন জেননের দুটি দারুণ ফ্রি কিক ফিরিয়ে দেন মানুয়েল নয়্যার। তবে তাদের চেষ্টার ফল আসে ৬৬ মিনিটে। মিডফিল্ডে বল কাড়ার পর অ্যালান ভেলাসকো বল বাড়ান মিগুয়েল মেরেনটিয়েলের দিকে। ডানদিক দিয়ে ঢুকে স্টানিসিচকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল দেন তিনি। মনে হচ্ছিল, দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর অপরাজিত থাকার রেকর্ড আরও একটি ম্যাচে টিকে থাকবে। কিন্তু ৮৪ মিনিটে দৃশ্যপট পালটে যায়। বাজিমাত করেন ওলিস। হ্যারি কেইনের ট্রিভেলা পাস গিয়ে খুঁজে পায় ওলিসকে। তিনি নিখুঁত শটে বল পাঠান পোস্টের নিচের কোনে। এরপর কনরাড লাইমার গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এই জয়ে বায়ার্ন মিউনিখ এখন গ্রুপ ‘সি’ থেকে ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে। তারা আগের ম্যাচে অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছিল। দ্বিতীয় স্থানে আছে বেনফিকা। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে কঠিন অবস্থায় পড়েছে বোকা জুনিয়র্স। বোকার বিপক্ষে বায়ার্নের এই জয়ের ফলে দক্ষিণ আমেরিকার দলগুলোর টানা ৯ ম্যাচের অপরাজিত রেকর্ডও এই ম্যাচেই শেষ হয়ে গেল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭ সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর ‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি ১৯ ভোটারে একজন প্রার্থী রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের কলিং ভিসায় সাড়ে ২৪ লাখের বেশি কর্মী নেবে মালয়েশিয়া নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পাম অয়েল ডাকসু: ২২ ভোটারে একজন প্রার্থী বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করলেন ট্রাম্প ছয়টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটা সবচেয়ে কঠিন: ট্রাম্প ট্রাম্পের সঙ্গে বৈঠক, ইউরোপীয় নেতারা কে কী বললেন