অধিনায়ক না থেকেও খারাপ খেলেছি, এবার উল্টোটাও হতে পারে

অধিনায়ক না থেকেও খারাপ খেলেছি, এবার উল্টোটাও হতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:৩৬ 46 ভিউ
পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি ২০ সিরিজ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগামী টি ২০ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পাওয়া লিটন দাস সোমবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে জানালেন, বড় কিছু অর্জন করা তার লক্ষ্য। প্রশ্ন : লম্বা সময়ের জন্য নেতৃত্ব পেলেন। লিটন দাস : এটা ইতিবাচক। লম্বা সময়ের জন্য সুযোগ পেলে অনেক কিছু নিয়ে ভাবা যায়। দল কতটা গুছিয়ে নিতে পারি, সেটাই আসল। বিশ্বকাপে ভালো কিছু উপহার দিতে পারব। আমি চাইব আমার হাত ধরে যেন বড় কিছু হয়। আমি সিরিজ জিততে পারি, লক্ষ্য এই একটাই। এখন অনেক দায়িত্ব। পারফর্ম করতে হবে। প্রশ্ন : পাকিস্তান সফর নিয়ে কী ভাবছেন? লিটন : আমাদের চেয়ে বোর্ড এ বিষয়ে ভালো জানে। তারা যদি মনে করে পাকিস্তান এখন খেলার জন্য নিরাপদ, তাহলে আমাদের পাঠাবে। বিসিবি চাইলে আমরা যাব। প্রশ্ন : আপনার নেতৃত্বের প্রশংসা করা হয়। খেলোয়াড় হিসাবে হয় সমালোচনা... লিটন : সবশেষ টি ২০ খেলেছি গত ডিসেম্বরে। এর মধ্যে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। খারাপ সময় যাচ্ছিল। চেষ্টা করেছি বিপিএল, ডিপিএলে। যে কোনো খেলোয়াড় সর্বোচ্চ চেষ্টা করতে পারে। কখনো চেষ্টা করেও সাফল্য পাওয়া যায় না। আবার এমনও হয়, কোনো ক্রিকেটার দু-একটা সিরিজে খারাপ খেলেও কামব্যাক করে। আমি চেষ্টা করব। পারফর্ম করলে দলের জন্য ভালো হবে। প্রশ্ন : অধিনায়কত্ব কি বাড়তি চাপ? অধিনায়ক হিসাবে আপনার রোলমডেল কে? লিটন : অধিনায়কত্ব না করেও আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক। উলটোটাও হতে পারে। নেতৃত্ব পাওয়ায় ভালো খেলতেও পারি। ইতিবাচক-নেতিবাচক দুই-ই থাকবে। সেভাবে আমার কোনো রোলমডেল নেই। প্রশ্ন : অধিনায়ক হিসাবে দল নির্বাচনে আপনার কোনো চাওয়া? লিটন : বাংলাদেশকে যদি এগিয়ে যেতে হয়, সবচেয়ে বড় দায়িত্ব খেলোয়াড়দের। আমরা পারফর্ম করলেই দল এগোবে। প্রথমত, যারা বাংলাদেশের হয়ে খেলে, তাদের ভূমিকা থাকতে হবে। আমরা খেলোয়াড়রা যতটা বিসিবির সঙ্গে যোগাযোগ করব, তার চেয়ে বেশি যোগাযোগ করা দরকার খেলোয়াড়দের সঙ্গে। প্রশ্ন : আপনি কি কোনো বিশেষ ব্র্যান্ডের ক্রিকেট চালু করতে চান? লিটন : কখনো ১৮০ কিংবা ২০০ রান তাড়া করতে হতে পারে, আবার কোনো ম্যাচে ১৪০-১৪৫ রান। আমার লক্ষ্য ম্যাচ জেতা। একজন ব্যাটার একদিন ২০ বলে ৪০ রানও করতে পারে, পরেরদিন ২০ বলে ১৫। আমি চাই খেলোয়াড়রা যেন জয়ের চিন্তা করে। প্রশ্ন : টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নিয়ে কী বলবেন? লিটন : তার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। তিনি টেস্ট সংস্করণকে আক্রমণাত্মক করেছেন। মাঠে আগ্রাসী থাকেন। মাঠের বাইরে দারুণ একজন মানুষ। ভারতের বিপক্ষে খেললে কোহলিকে মিস করব। প্রশ্ন : নেতৃত্ব পাওয়ার পর টিম ম্যানেজমেন্ট থেকে কী বলা হয়েছে? লিটন : টিম ম্যানেজমেন্টের একটা পরিকল্পনা আছে। সেভাবেই আমাকে বলা হয়েছে। চেষ্টা করব সেগুলো যেন ঠিকঠাকমতো করতে পারি। প্রশ্ন : কীভাবে প্রস্তুতি চলছে? লিটন : টানা আন্তর্জাতিক ম্যাচ থাকলে উন্নতির সময় পাওয়া যায় না। ম্যাচের পর ম্যাচ খেললে স্কিলে উন্নতি করার সুযোগ হয় না। এটা একটা বাড়তি সুযোগ। আমরা অনেকদিন ধরে স্কিল নিয়ে কাজ করছি। স্কিল মানে পাওয়ার হিটিং নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে রাজি নন জাপানের প্রধানমন্ত্রী পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ পুরানা পল্টনে ককটেল বিস্ফোরণ গাজীপুরে একদিনে ৩ খুন চট্টগ্রামে বাসে দুর্বৃত্তদের আগুন গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ জনকে গুলি করে মারল ইসরায়েল চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩ যৌথ মহড়া হিসাবের পরিবর্তনে সরকারের ঋণ বাড়ল ৫৬ হাজার কোটি টাকা ইউক্রেনের ড্রোন হামলা, বন্ধ মস্কোর বিমানবন্দর তিব্বতে মেগা বাঁধ প্রকল্প উদ্বোধন চীনের, বিপাকে ভারত ও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে সরকার মুক্তির এক বছর আগেই সিনেমার টিকিট বিক্রি শুরু, ৩ মিনিটেই শেষ! খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ মৃত্যু, অসুস্থ কয়েকজন এনসিপির দুই নেতার পদত্যাগ চলতি বছর তিনটি যৌথ মহড়ায় অংশ নিবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উজানে ভারি বর্ষণ: তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা ৪৭২ কিলোমিটার পাড়ি দিয়ে গিয়ে দেখলেন ‘প্রেমিকা’ বিবাহিতা তিব্বতে মেগা বাঁধ প্রকল্প উদ্বোধন চীনের, বিপাকে ভারত ও বাংলাদেশ আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই : বাণী কাপুর